টাঙ্গাইলের মধুপুরে দুই সংগঠনের বাধার মুখে স্থগিত হওয়া লালন স্মরণোৎসব ২০২৫ আগামী ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনুষ্ঠান উদ্‌যাপন কমিটির আহ্বায়ক সবুজ মিয়া এ তথ্য জানান।

এর আগে গত বুধবার অনুষ্ঠানটি মধুপুর বাসস্ট্যান্ডে হওয়ার কথা ছিল। হেফাজতে ইসলাম ও কওমি ওলামা পরিষদের মধুপুর শাখার নেতা-কর্মীদের বাধার মুখে ওই অনুষ্ঠান স্থগিত হয়। এ নিয়ে সমালোচনা হয়।

পরে উপজেলা প্রশাসন বিভিন্ন পক্ষের সঙ্গে বসে বিষয়টি সমাধানের উদ্যোগ নেয়। এ নিয়ে গতকাল শুক্রবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এক সমঝোতা বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে লালন স্মরণোৎসব আগামী ২৩ ফেব্রুয়ারি মধুপুর মিলনায়তনে করার সিদ্ধান্ত হয়।

বৈঠকে ইউএনও মো.

জুবায়ের হোসেন, সেনাক্যাম্প কমান্ডার মেজর শোয়েব, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, মধুপুর লালন সংঘের সভাপতি ফরহাদ হোসেন তরফদার, সাধারণ সম্পাদক গৌতম চন্দ্র সাহা, অনুষ্ঠান উদ্‌যাপন কমিটির আহ্বায়ক মো. সবুজ মিয়া, হেফাজতে ইসলামের উপজেলা সভাপতি মুফতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল্লাহ, কারি মোদাচ্ছের হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনদুই সংগঠনের বাধা, টাঙ্গাইলের মধুপুরে লালন স্মরণোৎসব স্থগিত১২ ফেব্রুয়ারি ২০২৫

লালন স্মরণোৎসব উদ্‌যাপন কমিটির আহ্বায়ক সবুজ মিয়া বলেন, লালন সাঁইজির ১৩৪তম তিরোধান বর্ষ উপলক্ষে মধুপুর লালন সংঘ ১২ ফেব্রুয়ারি লালন স্মরণোৎসব ২০২৫ আয়োজন করে। কয়েকটি ইসলামি দলের বাধায় অনুষ্ঠান স্থগিত করা হয়। এরপর বিষয়টি নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে উপজেলা প্রশাসন ও মধুপুরের সেনাক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা বিষয়টি সমাধানের উদ্যোগ নেন। উভয় পক্ষের উপস্থিতিতে সমঝোতার মাধ্যমে আগামী ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। এতে মধুপুর হেফাজতে ইসলাম প্রতিশ্রুতি দেয়, অনুষ্ঠান আয়োজনে তারা কোনো বাধা দেবে না। মধুপুর লালন সংঘ থেকে বিতর্কিত বক্তব্য, মতবাদ, তথ্য ও সংগীত উপস্থাপিত হবে না মর্মেও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ২৩ ফ ব র য় র অন ষ ঠ ন ইসল ম উপজ ল

এছাড়াও পড়ুন:

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, জেনে নিন ৫ ইউনিটে আবেদনের যোগ্যতাসহ আদ্যপান্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে গতকাল বুধবার (২৯ অক্টোবর) থেকে। আবেদন প্রক্রিয়া চলবে ১৬ নভেম্বর পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মধ্যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করে কেবল তারাই ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

ভর্তি পরীক্ষা শুরুর আগে অভিভাবকের সঙ্গে এক পরীক্ষার্থী

সম্পর্কিত নিবন্ধ

  • সাদপন্থীদের ইজতেমা আয়োজন করতে না দেওয়ার দাবি
  • খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু ৭ নভেম্বর
  • স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ৩০ পদে নিয়োগ, চাকরি পেতে করুন আবেদন
  • আজ টিভিতে যা দেখবেন (৩ নভেম্বর ২০২৫)
  • বার্জার পেইন্টসের অর্ধবার্ষিকে মুনাফা কমেছে ৩.৫৩ শতাংশ
  • অনুমতি ছাড়াই গাসিক কর্মকর্তা কিবরিয়ার বিদেশ যাত্রা
  • কোহিনুর কেমিক্যালের প্রথম প্রান্তিকে মুনাফা বেড়েছে ৩৩.৫৫ শতাংশ
  • নারী বিশ্বকাপের চ্যাম্পিয়ন কত টাকা পাবে, সপ্তম হওয়া বাংলাদেশ পেয়েছে কত
  • আজ টিভিতে যা দেখবেন (২ নভেম্বর ২০২৫)
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, জেনে নিন ৫ ইউনিটে আবেদনের যোগ্যতাসহ আদ্যপান্ত