বাংলাসহ ৯টি ভাষায় সম্প্রচারিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি
Published: 15th, February 2025 GMT
দরজায় কড়া নাড়ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠবে আইসিসির এই বৈশ্বিক আসরের। এবারের আসর সরাসরি সম্প্রচারিত হবে ১২টি দেশ ও অঞ্চল থেকে। পাশাপাশি, প্রথমবারের মতো কোনো আইসিসি ইভেন্ট ডিজিটাল প্ল্যাটফর্মেও সম্প্রচারিত হতে যাচ্ছে।
ডিজিটাল মাধ্যমে দর্শকরা ১৬টি ফিডে ৯টি ভাষায় খেলা উপভোগ করতে পারবেন। ইংরেজির পাশাপাশি বাংলা, হিন্দি, মারাঠি, হারিয়ানাভি, ভোজপুরি, তামিল, তেলেগু ও কন্নড় ভাষায় ধারাভাষ্য পাওয়া যাবে। টেলিভিশনে খেলা উপভোগ করতে হলে ইংরেজির পাশাপাশি হিন্দি, তামিল, তেলেগু ও কন্নড় ভাষায় সম্প্রচার দেখা যাবে। স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেল এবং স্পোর্টস ১৮-এ এসব ভাষায় খেলা সম্প্রচারিত হবে।
বাংলাদেশের দর্শকরা চ্যাম্পিয়ন্স ট্রফির সব ম্যাচ সরাসরি দেখতে পারবেন টি স্পোর্টস ও নাগরিক টিভিতে। এছাড়া অনলাইনেও খেলা উপভোগ করা যাবে। টফি অ্যাপেও ম্যাচগুলো সম্প্রচারিত হবে। এছাড়া, আইসিসির নিজস্ব ডিজিটাল প্ল্যাটফর্ম আইসিসি টিভি থেকে বিশ্বের ৮০টি দেশ ও অঞ্চল থেকে বিনামূল্যে ম্যাচ দেখার সুযোগ পাবেন ক্রিকেটপ্রেমীরা।
.উৎস: Samakal
কীওয়ার্ড: আইস স
এছাড়াও পড়ুন:
কুয়েটের অন্তর্বর্তীকালীন উপাচার্য হলেন অধ্যাপক হযরত আলী
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অন্তর্বর্তীকালীন উপাচার্যের দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. হযরত আলী।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এই পদে নিযুক্ত করা হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ এস এম কাসেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন অনুসারে এই বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন উপাচার্য নিয়োগের আগ পর্যন্ত অন্তর্বর্তী সময়ের জন্য ড. মো. হযরত আলীকে কুয়েটের উপাচার্য পদের রুটিন দায়িত্ব পালনের জন্য নিয়োগ দেওয়া হলো।
প্রজ্ঞাপনে বলা হয়, তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতা প্রাপ্য হবেন। তিনি বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ২৫ এপ্রিল কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে অব্যাহতি দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।