সিটির হয়ে হ্যাটট্রিকে আগমনী বার্তা দিলেন আরেক ‘মিসরীয় রাজা’
Published: 15th, February 2025 GMT
প্রিমিয়ার লিগে মিসরীয় রাজা বলতে সবাই এত দিন মোহাম্মদ সালাহকেই বুঝতেন। গত প্রায় এক দশকজুড়ে লিভারপুলের হয়ে নিজের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করেছেন সালাহ। শুধু লিভারপুল নয়, সালাহ নিজেকে সময়ের সেরা তারকাদের একজন হিসেবে চিনিয়েছেন। সেই সালাহর এখন লিভারপুল ছাড়ার জোর গুঞ্জন।
চুক্তির মেয়াদ না বাড়লে এ মৌসুমেই হয়তো ইংলিশ ফুটবলকে বিদায় জানিয়ে দেবেন এই উইঙ্গার। কিন্তু সালাহর লিভারপুল ছাড়ার আগেই বুঝি আরেক মিসরীয় তারকার আবির্ভাব হলো ইংল্যান্ডে! তাঁর নাম ওমর মারমুশ।
শীতকালীন দলবদলে ৫ কোটি ৯০ লাখ পাউন্ডে এইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট থেকে ম্যানচেস্টার সিটিতে আসা এই মিসরীয় ফরোয়ার্ড জাত চেনালেন নিজের তৃতীয় ম্যাচেই। আজ শনিবার নিউক্যাসলের বিপক্ষে মাত্র ১৩ মিনিটে পূরণ করেছেন নিজের প্রথম প্রিমিয়ার লিগ হ্যাটট্রিক। ম্যাচের ১৯, ২৪ ও ৩৩ মিনিটে গোল তিনটি করেছেন মারমুশ।
আরও পড়ুনদলবদলে লা লিগা–বুন্দেসলিগা–সৌদি প্রো লিগের চেয়েও বেশি খরচ করেছে ম্যান সিটি ০৫ ফেব্রুয়ারি ২০২৫১৯ মিনিটে মারমুশের প্রথম গোলে অ্যাসিস্ট করে এদিন মাইলফলকে নাম লিখেছেন সিটি গোলরক্ষক এদেরসনও। প্রিমিয়ার লিগ ইতিহাসে এখন সবচেয়ে বেশি গোলে সহায়তা করা গোলরক্ষক এদেরসন। এখন পর্যন্ত সব মিলিয়ে ৬ গোলে সহায়তা করেছেন তিনি। যেখানে শুধু এই মৌসুমেই তাঁর অ্যাসিস্ট ৩টি।
এরপর তাঁর গোলটিতে সহায়তা করেছেন ইলকায় গুন্দোয়ান এবং পরের গোলটি এসেছে সাভিনিওর দারুণ এক অ্যাসিস্টে। মারমুশের মাস্টারক্লাস পারফরম্যান্সে এদিন প্রথমার্ধেই সিটি লিড নেয় ৪-০ ব্যবধানে। বিরতির পর ৮৪ মিনিটে সিটির হয়ে চতুর্থ ও ম্যাচের শেষ গোলটি করেন জেমস ম্যাকাটি।
সিটিকে দারুণ এক জয় এনে দিয়েছেন মারমুশ.উৎস: Prothomalo
কীওয়ার্ড: কর ছ ন
এছাড়াও পড়ুন:
জনগণ যাকে নির্বাচিত করবে সেই দেশ শাসন করবে: নুরুল হক
গণ অধিকার পরিষদের সভাপতি ও ঢাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘ফ্যাসিবাদের পতনের পর আমরা গণঅভ্যুত্থানের অংশিদার অনেক রাজনৈতিক দলের মধ্যে ফ্যাসিবাদের বৈশিষ্ট লক্ষ্য করছি। আমরা চাঁদাবাজি, দখলবাজি, রাজনৈতিক দুর্বৃত্তায়নের বিরুদ্ধে কথা বলেছি। কিন্তু নারায়ণগঞ্জসহ সারাদেশে কোথাও চাঁদাবাজি, দখলবাজি রাজনৈতিক দুবৃত্তায়ন বন্ধ হয়নি। যারা ভাবছেন ভোট কেন্দ্র দখল করে, ব্যালটে সিল মেরে বাক্স ভরবেন- তাদের সেই স্বপ্ন দুঃস্বপ্নই থেকে যাবে।’
তিনি বলেন, ‘আগামীতে জনগণ যাকে ভোট দিয়ে নেতা বানাবে, জনপ্রতিনিধি বানাবে, জনগণ যাকে নির্বাচিত করবে সেই দেশ শাসন করবে। এখন আমাদের কাজ হচ্ছে জনগণকে সচেতন করা। পরিবর্তনের যে ডাক গণঅধিকার পরিষদ দিয়েছে সেই বার্তা জনগনের কাছে পৌঁছে দেওয়া।’
শুক্রবার বিকেলে বিসিক এলাকায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুব অধিকার পরিষদ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, ‘যে যত বড়, তার দাায়িত্ব তত বেশি। যে বড় জায়গায় আছে, তার তত বেশি কাজ করার সুযোগ আছে।’ তিনি বড় রাজনৈতিক দলের উদ্দেশ্যে বলেন, ‘পাঁচ আগস্টের পর ফ্যাসিবাদি হাসিনার পতনের পর আগামীর বাংলাদেশ বিনির্মাণ ও জনগনের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য আমাদের সকলকে জাতীয় ঐক্য ও সংহতি বজায় রাখতে হবে। কিন্তু কোনো দল যদি মনে করে আমরা একাই একশ, আমরা একাই সরকারকে নিয়ন্ত্রণ করব, আমারই সব হতাকর্তা- তাদেরকে বলব আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা নেন। এই দেশের মানুষ কাউকে পরোয়া করে না। বিগত ১৬ বছরের হাসিনার দানবীয় শাসন হটাতে এই দেশের ছাত্র-জনতা, শ্রমিক, সাধারণ খেটে খাওয়া মানুষ রাজপথে বুক পেতে দিয়েছে। আগামীতে নতুন করে তারা এই দেশে কোনো ফ্যাসিবাদ তৈরি হতে দেবে না।’
নারায়ণগঞ্জ মহানগর যুব আধিকার পরিষদের সভাপতি শেখ সাব্বির হোসেন রাজের সভাপতিত্বে সমাবেশ বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের যুগ্ম সম্পাদক ও মুখপত্র ফারুক হাসান, কেন্দ্রীয় নেতা ওয়াহিদুর রহমান মিল্কি, আবুল খায়ের শান্ত, জেলা গণআধিকার পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ, সাধারণ সম্পাদক আক্তার হোসেন, যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরিয়ান শিপন, সাংগঠনিক সম্পাদক তুহিন আহমেদ জয়সহ অনেকে।