প্রিমিয়ার লিগে মিসরীয় রাজা বলতে সবাই এত দিন মোহাম্মদ সালাহকেই বুঝতেন। গত প্রায় এক দশকজুড়ে লিভারপুলের হয়ে নিজের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করেছেন সালাহ। শুধু লিভারপুল নয়, সালাহ নিজেকে সময়ের সেরা তারকাদের একজন হিসেবে চিনিয়েছেন। সেই সালাহর এখন লিভারপুল ছাড়ার জোর গুঞ্জন।

চুক্তির মেয়াদ না বাড়লে এ মৌসুমেই হয়তো ইংলিশ ফুটবলকে বিদায় জানিয়ে দেবেন এই উইঙ্গার। কিন্তু সালাহর লিভারপুল ছাড়ার আগেই বুঝি আরেক মিসরীয় তারকার আবির্ভাব হলো ইংল্যান্ডে! তাঁর নাম ওমর মারমুশ।

শীতকালীন দলবদলে ৫ কোটি ৯০ লাখ পাউন্ডে এইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট থেকে ম্যানচেস্টার সিটিতে আসা এই মিসরীয় ফরোয়ার্ড জাত চেনালেন নিজের তৃতীয় ম্যাচেই। আজ শনিবার নিউক্যাসলের বিপক্ষে মাত্র ১৩ মিনিটে পূরণ করেছেন নিজের প্রথম প্রিমিয়ার লিগ হ্যাটট্রিক। ম্যাচের ১৯, ২৪ ও ৩৩ মিনিটে গোল তিনটি করেছেন মারমুশ।

আরও পড়ুনদলবদলে লা লিগা–বুন্দেসলিগা–সৌদি প্রো লিগের চেয়েও বেশি খরচ করেছে ম্যান সিটি ০৫ ফেব্রুয়ারি ২০২৫

১৯ মিনিটে মারমুশের প্রথম গোলে অ্যাসিস্ট করে এদিন মাইলফলকে নাম লিখেছেন সিটি গোলরক্ষক এদেরসনও। প্রিমিয়ার লিগ ইতিহাসে এখন সবচেয়ে বেশি গোলে সহায়তা করা গোলরক্ষক এদেরসন। এখন পর্যন্ত সব মিলিয়ে ৬ গোলে সহায়তা করেছেন তিনি। যেখানে শুধু এই মৌসুমেই তাঁর অ্যাসিস্ট ৩টি।

এরপর তাঁর গোলটিতে সহায়তা করেছেন ইলকায় গুন্দোয়ান এবং পরের গোলটি এসেছে সাভিনিওর দারুণ এক অ্যাসিস্টে। মারমুশের মাস্টারক্লাস পারফরম্যান্সে এদিন প্রথমার্ধেই সিটি লিড নেয় ৪-০ ব্যবধানে। বিরতির পর ৮৪ মিনিটে সিটির হয়ে চতুর্থ ও ম্যাচের শেষ গোলটি করেন জেমস ম্যাকাটি।  

সিটিকে দারুণ এক জয় এনে দিয়েছেন মারমুশ.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: কর ছ ন

এছাড়াও পড়ুন:

বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে ফের ককটেল বিস্ফোরণ

রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার রাত ১১টার দিকে এই বিস্ফোরণ হয়। এতে ইমন হাওলাদার নামে একজন আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিকুস সালেহীন সাংবাদিকদের জানান, কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ শাখার জুলাই পদযাত্রার চিত্র প্রদর্শনী চলছিল। এর মধ্যে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে উপস্থিত নেতাকর্মীসহ লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রমনা থানা পুলিশকে ঘটনাটি জানানো হয়েছে।

তবে কে বা কারা কীভাবে এই ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ ব্যাপারে জানতে রমনা থানার ওসির মোবাইল ফোন নম্বরে কল করা হলে তিনি রিসিভ করেননি। তবে রমনা থানার ডিউটি অফিসার এসআই জালাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ সেখানে যায়। বিস্তারিত জানার চেষ্টা চলছে। সেইসঙ্গে এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।

এদিকে বিস্ফোরণের সময় ঘটনাস্থলে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানা শাখার যুগ্ম আহ্বায়ক ইমন হাওলাদার আহত হন। তবে তার আঘাত গুরুতর নয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

এর আগেও এনসিপি কার্যালয় ও আশপাশের এলাকায় একাধিকবার ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সর্বশেষ গত ৩ জুলাই রাত ৮টার দিকে শাহবাগ মোড়ে জুলাই প্রদর্শনী চলাকালে দুটি ককটেল বিস্ফোরিত হয়। এর আগের দিন দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পদযাত্রার প্রদর্শনীর গাড়িতে বিস্ফোরণ হয়।

সম্পর্কিত নিবন্ধ