সিটির হয়ে হ্যাটট্রিকে আগমনী বার্তা দিলেন আরেক ‘মিসরীয় রাজা’
Published: 15th, February 2025 GMT
প্রিমিয়ার লিগে মিসরীয় রাজা বলতে সবাই এত দিন মোহাম্মদ সালাহকেই বুঝতেন। গত প্রায় এক দশকজুড়ে লিভারপুলের হয়ে নিজের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করেছেন সালাহ। শুধু লিভারপুল নয়, সালাহ নিজেকে সময়ের সেরা তারকাদের একজন হিসেবে চিনিয়েছেন। সেই সালাহর এখন লিভারপুল ছাড়ার জোর গুঞ্জন।
চুক্তির মেয়াদ না বাড়লে এ মৌসুমেই হয়তো ইংলিশ ফুটবলকে বিদায় জানিয়ে দেবেন এই উইঙ্গার। কিন্তু সালাহর লিভারপুল ছাড়ার আগেই বুঝি আরেক মিসরীয় তারকার আবির্ভাব হলো ইংল্যান্ডে! তাঁর নাম ওমর মারমুশ।
শীতকালীন দলবদলে ৫ কোটি ৯০ লাখ পাউন্ডে এইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট থেকে ম্যানচেস্টার সিটিতে আসা এই মিসরীয় ফরোয়ার্ড জাত চেনালেন নিজের তৃতীয় ম্যাচেই। আজ শনিবার নিউক্যাসলের বিপক্ষে মাত্র ১৩ মিনিটে পূরণ করেছেন নিজের প্রথম প্রিমিয়ার লিগ হ্যাটট্রিক। ম্যাচের ১৯, ২৪ ও ৩৩ মিনিটে গোল তিনটি করেছেন মারমুশ।
আরও পড়ুনদলবদলে লা লিগা–বুন্দেসলিগা–সৌদি প্রো লিগের চেয়েও বেশি খরচ করেছে ম্যান সিটি ০৫ ফেব্রুয়ারি ২০২৫১৯ মিনিটে মারমুশের প্রথম গোলে অ্যাসিস্ট করে এদিন মাইলফলকে নাম লিখেছেন সিটি গোলরক্ষক এদেরসনও। প্রিমিয়ার লিগ ইতিহাসে এখন সবচেয়ে বেশি গোলে সহায়তা করা গোলরক্ষক এদেরসন। এখন পর্যন্ত সব মিলিয়ে ৬ গোলে সহায়তা করেছেন তিনি। যেখানে শুধু এই মৌসুমেই তাঁর অ্যাসিস্ট ৩টি।
এরপর তাঁর গোলটিতে সহায়তা করেছেন ইলকায় গুন্দোয়ান এবং পরের গোলটি এসেছে সাভিনিওর দারুণ এক অ্যাসিস্টে। মারমুশের মাস্টারক্লাস পারফরম্যান্সে এদিন প্রথমার্ধেই সিটি লিড নেয় ৪-০ ব্যবধানে। বিরতির পর ৮৪ মিনিটে সিটির হয়ে চতুর্থ ও ম্যাচের শেষ গোলটি করেন জেমস ম্যাকাটি।
সিটিকে দারুণ এক জয় এনে দিয়েছেন মারমুশ.উৎস: Prothomalo
কীওয়ার্ড: কর ছ ন
এছাড়াও পড়ুন:
অমর একুশে বইমেলা শুরু ১৭ ডিসেম্বর
অমর একুশে বইমেলা, ২০২৬ চলতি বছরের ১৭ ডিসেম্বর শুরু হবে। চলবে ২০২৬ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীতে বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে বইমেলার তারিখ নির্ধারণ-সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিস্তারিত আসছে...
ঢাকা/রায়হান/রফিক