জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আগামী বছর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের (৫৫তম ব্যাচ) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা জাবিসহ অন্য তিনটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে নেওয়ার প্রস্তাব করার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান। এ ছাড়া অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার প্রস্তাব করবেন বলেও জানিয়েছেন তিনি। ১৩ ফেব্রুয়ারি দুপুরে সমাজবিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় সাংবাদিকদের অধ্যাপক কামরুল আহসান বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যদি তার সমপর্যায়ের বিশ্ববিদ্যালয়ের সম্মতি ও সহযোগিতা পায়, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে। আমরাও অন্য বিশ্ববিদ্যালয়কে এখানে ভর্তি পরীক্ষা নিতে সহযোগিতা করব। প্রশ্নপত্রের নিরাপত্তা ও পরিদর্শকদের অঙ্গীকার ও মান রক্ষা করতে পারলে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া সম্ভব।’

আরও পড়ুনমেডিকেলে ভর্তিতে আবার সময় বৃদ্ধি১৭ ঘণ্টা আগে

উপাচার্য বলেন, ‘এ ক্ষেত্রে আমরা চোখ বন্ধ করে ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে বিশ্বাস করতে পারি। তাই আমি ব্যক্তিগতভাবে আগামী ফোরামে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার প্রস্তাব দিতে চাই।’

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান, সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক এম আবদুর রব, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক শামসুল আলম, প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম, সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক মুহাম্মদ রেজাউল রাকিব ও শৃঙ্খলা কমিটির অন্য সদস্যরা।

আরও পড়ুনবিদেশে পড়াশোনা, বিশ্ববিদ্যালয়–বিষয় বেছে নিতে অনুসরণ করুন এই ১২ ধাপ ২ ঘণ্টা আগে

৯ ফেব্রুয়ারি ‘ডি’ ইউনিটের (জীববিজ্ঞান অনুষদ) মাধ্যমে জাবির ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে ও ‘সি-১’ ইউনিট কলা ও মানবিক অনুষদ (নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ) এবং ‘বি’ ইউনিটের (সমাজবিজ্ঞান অনুষদ) পরীক্ষার মাধ্যমে ১৭ ফেব্রুয়ারি (সোমবার) তা শেষ হবে।

উল্লেখ্য, এ বছরের ভর্তি পরীক্ষায় মোট ১ হাজার ৮১৪টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ২ লাখ ৬২ হাজার ৪৫০টি। সেই হিসাবে প্রতিটি আসনের জন্য লড়বেন ১৪৫ জন শিক্ষার্থী।

আরও পড়ুনজাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল মাস্টার্স, ফি ৩০০ টাকা২২ ঘণ্টা আগে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উপ চ র য পর ক ষ বর ষ র

এছাড়াও পড়ুন:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁর নাম মো. আরিফুল। শুক্রবার বেলা এগারোটার দিকে তিনি ভবন থেকে পড়ে যান বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক নিংতম বলেন, বেলা এগারোটার দিকে কয়েকজন ওই শ্রমিককে নিয়ে আসেন। অবস্থা গুরুতর দেখে তখনই তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।

নির্মাণাধীন ভবনটির ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মোমিনুল করিম শুক্রবার রাতে প্রথম আলোকে বলেন, ভবনটির নির্মাণকাজ বর্তমানে বন্ধ রয়েছে। তবে কিছু শ্রমিক ওই ভবনে থাকেন। দুপুরের দিকে তিনি জানতে পারেন একজন শ্রমিক ভবন থেকে পড়ে গেছেন। তাঁকে এনাম মেডিকেলে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছিলো। সন্ধ্যাবেলায় তাঁকে জানানো হয় ওই শ্রমিক মারা গেছেন।

তবে এনাম মেডিকেলের ডিউটি ম্যানেজার সুলতান প্রথম আলোকে বলেন, জাহাঙ্গীরনগর থেকে একজন রোগীকে আনা হয়েছিল। উনি ছাদ থেকে পড়ে গেছেন বলে জানানো হয়। মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান।

শুক্রবার রাত পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলম প্রথম আলোকে বলেন, ‘আমি আধা ঘণ্টা আগে খবর পেয়েছি। সঙ্গে সঙ্গে যোগাযোগ করেছি। এমন একটি ঘটনা আমাদের আগে জানানো হয়নি কেন, তা জিজ্ঞাসা করেছি। বিষয়টি প্রো-ভিসি (এডমিন) দেখছেন।’

সম্পর্কিত নিবন্ধ

  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
  • বাংলাদেশে নতুন প্রজাতির ব্যাঙ
  • ‘বিচার প্রক্রিয়া ও সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে হবে’
  • জুলাই ডকুমেন্টরিতে ‘ফুটেজ’ না থাকায় জাবি ছাত্রদল নেতার হট্টগোল