গত বছরের (২০২৪) নভেম্বরের ২৪ এবং ২৫ তারিখে অনুষ্ঠিত হয়ে গিয়েছে আইপিএলের মেগা নিলাম। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হয় আসরটির ১৮তম নিলাম। আইপিএলের নিলামে দল গুছিয়ে নিয়েছিল সকলেই। তবে হঠাৎই ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ানস একজন স্পিনারের অভাব অনূভব করে। দলটি নিলামে অবিক্রিত আফগানিস্তানের স্পিনার মুজিব-উর-রহমানকে তাদের ডেরায় ভেড়ায়।
মুজিব মূলত আরেক আফগান স্পিনারের পরিবর্তে চুক্তি করেছে পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়নদের সাথে। নিলামে মুজিবের স্বদেশী স্পিনার আল্লাহ মোহাম্মদ গাজানফারকে কিনেছিল মুম্বই ইন্ডিয়ান্স। জিম্বাবুয়ে সফরে গিয়ে শিরদাঁড়ায় চোট পান গাজানফর। অন্তত চার মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে। চোটের জন্য এই ১৮ বছর বয়সী স্পিনার ছিটকে গিয়েছেন আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেও।
স্বাভাবিকভাবেই গাজানফার খেলতে পারবেন না আইপিএলেও। তরুণ এই স্পিনারের পরিবর্তেই মুজিবকে দলে টেনেছে মুম্বাই। রবিবার (১৬ ফেব্রুয়ারি, ২০২৫) এই খবর জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
আইপিএলের নিলামে এবার দুই কোটি রুপি ভিত্তিমূল্য নিয়ে অবিক্রীত ছিলেন মুজিব। সেই দুই কোটি রুপিতেই তাকে দলে নিয়েছে মুম্বাই। এক বিবৃতিতে মুম্বাই জানায়, “আফগানিস্তানের অফস্পিনার মুজিব উর রহমানকে আইপিএল ২০২৫ এর জন্য দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি ইনজুরিতে থাকা আল্লাহ গজানফারের পরিবর্তে দলে যোগ দিয়েছেন। মুম্বাই ইন্ডিয়ান্স গাজানফারের দ্রুত সুস্থতা কামনা করছে এবং মুজিবকে একক পরিবারে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছে।’
আরো পড়ুন:
‘সমস্যা খুঁজে’ বের করে কাজ শুরু লিটনের
ক্রিকেট খেলা নিয়ে রাবিতে সংঘর্ষ, শিক্ষকসহ আহত ৪
গাজানফারের মতো মুজিবও আফগানিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই চোটের জন্য। তবে আইপিএলের আগে তিনি ফিট হয়ে যাবেন।
ঢাকা/নাভিদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
এমি অ্যাওয়ার্ডস ২০২৫: বিজয়ী হলেন যারা
মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে স্থানীয় সময় সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত হয় প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসের ৭৭তম আসর। এবারের আসরে ১৩টি পুরস্কার জিতে বাজিমাত করেছে ‘দ্য স্টুডিও’। এর মধ্যে সেরা কমেডি সিরিজের পুরস্কারও রয়েছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নেট বারগেৎজি।
এমি বিজয়ী হলেন যারা—
সেরা কমেডি সিরিজ: দ্য স্টুডিও
সেরা ড্রামা সিরিজ: দ্য পিট
সেরা লিমিটেড বা অ্যানথোলজি সিরিজ: অ্যাডোলেসেন্স
আরো পড়ুন:
সত্যিই কি ফের বাবা হয়েছেন তাহসান?
রিসোর্ট খুঁজছেন ফারিয়া, সারজিস কী পরামর্শ দিলেন?
সেরা অভিনেতা (ড্রামা সিরিজ): নোয়া হয়াইল, (দ্য পিট)
সেরা অভিনেতা (কমেডি সিরিজ): সেঠ রোগেন (দ্য স্টুডিও)
সেরা অভিনেত্রী (ড্রামা সিরিজ): ব্রিট লোয়ার (সেভারেন্স)
সেরা অভিনেত্রী (কমেডি সিরিজ): জিন স্মার্ট (হ্যাকস)
সেরা অভিনেতা (লিমিটেড/অ্যানথোলজি সিরিজ): স্টিফেন গ্রাহাম (অ্যাডোলেসেন্স)
সেরা অভিনেত্রী (লিমিটেড সিরিজ/মুভি): ক্রিস্টিন মিলিওতি (দ্য পেঙ্গুইন)
সেরা পরিচালক (ড্রামা সিরিজ): অ্যাডাম র্যানডাল, (স্লো হর্সেস, হ্যালো গুডবাই)
সেরা পরিচালক (কমেডি সিরিজ): সেঠ রোগেন ও ইভান গোল্ডবার্গ (দ্য স্টুডিও, দ্য অনার)
সেরা পরিচালক (লিমিটেড সিরিজ): ফিলিপ বারান্তিনি (অ্যাডোলেসেন্স)
সেরা পার্শ্ব অভিনেত্রী (কমেডি): হান্না আইনবাইন্ডার (হ্যাকস)
সেরা পার্শ্ব অভিনেতা (কমেডি): জেফ হিলার (সামবডি সামহোয়ার)
সেরা পার্শ্ব অভিনেত্রী (ড্রামা): ক্যাথেরিন লানাসা (দ্য পিট)
সেরা পার্শ্ব অভিনেতা (ড্রামা): ট্রামেল টিলম্যান (সেভারেন্স)
সেরা পার্শ্ব অভিনেত্রী (লিমিটেড সিরিজ অথবা টিভি চলচ্চিত্র): এরিন ডোহার্টি (অ্যাডোলেসেন্স)
সেরা পার্শ্ব অভিনেতা (লিমিটেড সিরিজ অথবা টিভি চলচ্চিত্র): ওয়েন কুপার (অ্যাডোলেসেন্স)
ভ্যারাইটি টক সিরিজ: দ্য লেট শো
ভ্যারাইটি স্ক্রিপ্টেড সিরিজ: লাস্ট উইক টুনাইট উইথ জন অলিভার
তথ্যসূত্র: ভ্যারাইটি
ঢাকা/শান্ত