দিল্লিতে ভূমিকম্প হওয়ার কয়েক ঘণ্টা পর কাঁপল বিহার। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা ২ মিনিটে বিহারের সিওয়ানে ভূকম্পন অনুভূত হয়।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (এনসিএস) তথ্য অনুযায়ী, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল। বিহারের এই ভূমিকম্প দিল্লির কম্পনের আফটার শক বলে ধারণা করা হচ্ছে।

এর আগে, ভোর ৫টা ৩৬ মিনিটে ভারতের রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকা ভূমিকম্পে কেঁপে উঠে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসিন্দাদের মধ্যে। লোকজন ছুটোছুটি করে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।

রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪। এর উৎপত্তিস্থল দিল্লির মধ্যেই এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ৫ কিলোমিটার গভীরে। তাৎক্ষণিক পৃথক ভূমিকম্পের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে, ভূমিকম্পের পর ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে এক বার্তায় জনগণকে শান্ত থাকার আহ্বান জানান এবং সতর্কতার সঙ্গে নিরাপত্তা নির্দেশিকা মেনে চলার পরামর্শ দেন।

তিনি বলেছেন, ‘‘কর্তৃপক্ষ পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে।’’

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

ঢাকা/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ভ ম কম প

এছাড়াও পড়ুন:

যারা ছোট পর্দায় কাজ করি, সবারই লক্ষ্য থাকে বড় পর্দা: জোভান

ফারহান আহমেদ জোভান

সম্পর্কিত নিবন্ধ