জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অসদুপায়, দুই পরীক্ষার্থী আটক
Published: 17th, February 2025 GMT
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে দুই পরীক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সোমবার সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের দ্বিতীয় শিফটের পরীক্ষা চলাকালে মোবাইল ফোনের সাহায্যে উত্তরপত্র (ওএমআর) পূরণের সময় পারমিতা দত্ত ভূমি (১৭) নামে এক পরীক্ষার্থীকে আটক করা হয়। পরে তাকে সহায়তাকারী হিসেবে পরীক্ষাকেন্দ্রের বাইরে থাকা তার বোন নিবেদিতা দত্তকেও আটক করে প্রক্টরিয়াল টিম। তারা দুজনই কিশোরগঞ্জ সদরের নয়ন চন্দ্র দত্তের মেয়ে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম সূত্রে জানা যায়, পারমিতা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ কেন্দ্রের ১৯ নম্বর কক্ষে পরীক্ষা দিচ্ছিলেন। পরীক্ষা চলাকালে তিনি মোবাইল ফোন দেখে উত্তরপত্র পূরণ করছিলেন। বিষয়টি কক্ষ পরিদর্শকের নজরে এলে তিনি শৃঙ্খলা কমিটিকে বিষয়টি জানান। পরে শৃঙ্খলা কমিটি ও প্রক্টরিয়াল টিম এসে পরীক্ষার্থীকে আটক করে এবং জিজ্ঞাসাবাদের জন্য প্রক্টর অফিসে নিয়ে যায়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার সহযোগী হিসেবে বাইরে অপেক্ষারত নিবেদিতা দত্তকেও আটক করা হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, আটক পরীক্ষার্থী মোবাইল ফোন ব্যবহার করে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করেছে, যা বিশ্ববিদ্যালয়ের নিয়মবহির্ভূত। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। মোবাইল কোর্ট না থাকায় তাদের বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
উৎস: Samakal
কীওয়ার্ড: পর ক ষ র থ
এছাড়াও পড়ুন:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁর নাম মো. আরিফুল। শুক্রবার বেলা এগারোটার দিকে তিনি ভবন থেকে পড়ে যান বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক নিংতম বলেন, বেলা এগারোটার দিকে কয়েকজন ওই শ্রমিককে নিয়ে আসেন। অবস্থা গুরুতর দেখে তখনই তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।
নির্মাণাধীন ভবনটির ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মোমিনুল করিম শুক্রবার রাতে প্রথম আলোকে বলেন, ভবনটির নির্মাণকাজ বর্তমানে বন্ধ রয়েছে। তবে কিছু শ্রমিক ওই ভবনে থাকেন। দুপুরের দিকে তিনি জানতে পারেন একজন শ্রমিক ভবন থেকে পড়ে গেছেন। তাঁকে এনাম মেডিকেলে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছিলো। সন্ধ্যাবেলায় তাঁকে জানানো হয় ওই শ্রমিক মারা গেছেন।
তবে এনাম মেডিকেলের ডিউটি ম্যানেজার সুলতান প্রথম আলোকে বলেন, জাহাঙ্গীরনগর থেকে একজন রোগীকে আনা হয়েছিল। উনি ছাদ থেকে পড়ে গেছেন বলে জানানো হয়। মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান।
শুক্রবার রাত পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলম প্রথম আলোকে বলেন, ‘আমি আধা ঘণ্টা আগে খবর পেয়েছি। সঙ্গে সঙ্গে যোগাযোগ করেছি। এমন একটি ঘটনা আমাদের আগে জানানো হয়নি কেন, তা জিজ্ঞাসা করেছি। বিষয়টি প্রো-ভিসি (এডমিন) দেখছেন।’