বিপিএলে টিকিট থেকে আয় ১৩ কোটি: বিসিবি সভাপতি
Published: 17th, February 2025 GMT
বিপিএলের ১১তম আসরে টিকিট থেকে ১৩ কোটি ২৫ লাখ টাকার মতো রেভিনিউ হয়েছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সোমবার বিসিবির এক ভিডিও বার্তায় এই তথ্য জানান তিনি।
ফারুক আহমেদ জানান, এবারের বিপিএলে ১২ কোটি ২৫ লাখ টাকার মতো টিকিট বিক্রি হয়েছে। এছাড়া একটি প্রতিষ্ঠানের কাছে তিন বছরের জন্য অনলাইন ই-টিকেটিং স্বর্ত বিক্রি করা হয়েছে। প্রতি বছর সেখান থেকে ১ কোটি টাকা পাবে বিসিবি। সব মিলিয়ে বিপিএলের টিকিট বিক্রি রেভিনিউ ১৩ কোটি টাকা ছাড়িয়েছে।
তিনি আরও জানান, বিপিএলের আগের ১০ আসরে সব মিলিয়ে ১৫ কোটি টাকার মতো টিকিট বিক্রি হয়েছে। ওই তুলনায় এক আসরেই বিসিবি প্রায় সমপরিমাণ টিকিট বিক্রি থেকে রেভিনিউ করেছে।
বিপিএলে অংশ নেওয়া ফ্র্যাঞ্চাইজি অনেক বছর ধরেই বিপিএলের রেভিনিউ ভাগাভাগি চাচ্ছে। বিসিবি সভাপতি জানিয়েছেন, এখনই বিপিএলের সামগ্রিক রেভিনিউ শেয়ার করা সম্ভব হচ্ছে না। তবে টিকিট বিক্রি থেকে অর্জিত রেভিনিউয়ের একটা বড় অংশ বিপিএলের সপ্তম আসরে অংশ নেওয়া ফ্র্যাঞ্চাইজির মধ্যে ভাগ করে দেওয়া হবে।
বিসিবি সভাপতি সোমবার ক্রিকেটের নানা বিষয় নিয়ে আলোচনা করতে সাবেক অধিনায়কদের বৈঠকে ডেকেছিলেন। সেখানে বিপিএলের জন্য নতুন উইন্ডো খোঁজার পরামর্শ এসেছে। যাতে বিদেশি লিগের সঙ্গে বিপিএলের সূচি সাংঘর্ষিক না হয় এবং মানসম্মত বিদেশি ক্রিকেটার পাওয়া যায়।
জানা গেছে, ওই সভায় ১৫ জন অধিনায়ককে ডাকা হয়েছিল। এর মধ্যে ৯ জন সভায় সরাসরি অংশ নিয়েছিলেন। কেউ কেউ জুম মিটিংয়ে বৈঠকে যুক্ত হয়েছিলেন। তবে রকিবুল ইসলাম, তামিম ইকবাল, খালেদ মাহমুদ সুজন সভায় অংশ নেননি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব প এল ফ র ক আহম দ ব প এল র
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুই পুলিশ।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর এক পারিবারিক বিরোধের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। খবর বিবিসির।
আরো পড়ুন:
শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪
ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা, ভাঙচুর-আগুন
পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান, অভিযুক্ত বন্দুকধারী পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছে।
গুলির ঘটনার পর ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের স্প্রিং গ্রোভ এলাকার একটি স্কুল জেলা সাময়িকভাবে ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণা করে। তবে পরে জানানো হয়, স্কুল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের জন্য বর্তমানে কোনো সক্রিয় হুমকি নেই। এ ঘটনা ঘটে ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে অবস্থিত ইয়র্ক কাউন্টির এক গ্রামীণ এলাকায়।
তারা বলছে, আগের দিন শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।
পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বিকেলে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “আমরা তিনজন মহামূল্যবান প্রাণ হারালাম, যারা এই দেশকে সেবা দিয়েছেন। এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজ হিসেবে আমাদের আরো ভালো করতে হবে।”
নিহত তিন কর্মকর্তার সম্মানে গভর্নর শাপিরো রাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।
ঢাকা/ইভা