রাজধানীর উত্তরা পূর্ব এলাকায় মোটরসাইকেলে অজ্ঞাত ট্রাকের ধাক্কায় আব্দুর রহমান রাব্বি (২২) ও কালিমা আকরাম মীম (২০) নামে এক দম্পতি নিহত হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দিনগত রাত দেড়টার দিকে মোটরসাইকেলে অজ্ঞাত ট্রাক ধাক্কা দিলে এ দম্পতি দুর্ঘটনায় পতিত হন। পরে গুরুতর আহত অবস্থায় বন্ধুবান্ধব ও পথচারীরা উদ্ধার করে তাদের ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসেন। রাত পৌনে ৩ টার দিকে কর্তব্যরত চিকিৎসক রাব্বিকে মৃত ঘোষণা করেন। আজ মঙ্গলবার সকাল পৌনে ৭ টার দিকে তার স্ত্রী মিমও চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহতদেরকে হাসপাতালে নিয়ে আসা বন্ধু মানিক হোসেন বলেন, “রাতে এই দম্পতি মোটরসাইকেলে টঙ্গী থেকে উত্তরা যাওয়ার পথে উত্তরাপূর্ব  বিএনএস সেন্টারের সামনে একটি অজ্ঞাত ট্রাক পিছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তারা আইল্যান্ডে আঘাত লেগে গুরুতর আহত হয়। আমরা খবর পেয়ে দম্পতিকে রাতে ঢাকা মেডিকেল নিয়ে আসলে চিকিৎসক রাব্বিকে মৃত বলে জানান ও মিম সকালের দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।”

তিনি জানান, মৃত রাব্বি টঙ্গীর পশ্চিম রসুলবাগ আউচপাড়ার মোক্তার হোসেনের বাড়ির আব্দুর রবের ছেলে। রাব্বির স্ত্রী মিম গাজীপুরের গোপালপুর ছোট মসজিদ টিএন্ডটি টঙ্গী পূর্ব এলাকার আব্দুল করিমের মেয়ে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক বলেন, “উত্তরা থেকে সড়ক দুর্ঘটনায় এক দম্পতিকে ঢাকা মেডিকেল নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে।”

ঢাকা/বুলবুল/টিপু 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

করিডর দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে: তারেক রহমান

করিডর দেওয়া না–দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত জনগণের কাছ থেকে আসতে হবে বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এ ধরনের সিদ্ধান্ত আসতে হবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ বৃহস্পতিবার বিকেলে মহান মে দিবসে আয়োজিত শ্রমিক সমাবেশে ‘করিডর’ নিয়ে কথা বলেন তারেক রহমান। জাতিসংঘের তত্ত্বাবধানে মিয়ানমারের রাখাইনে সহায়তা পাঠানোর জন্য ‘মানবিক করিডর’ স্থাপন নিয়ে চলমান আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশের স্বাধীনতাপ্রিয় জনগণ মনে করে, করিডর দেওয়া না–দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত আসতে হবে জনগণের কাছ থেকে। সিদ্ধান্ত আসতে হবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে। এ ধরনের পরিস্থিতিতে গণতান্ত্রিক বিশ্বের দেশে দেশে এটাই নিয়ম, এটাই রীতি।’

জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত এই সমাবেশে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, অভ্যন্তরীণ যুদ্ধে লিপ্ত মিয়ানমারের রাখাইনে মানবিক সাহায্য পৌঁছানোর জন্য বাংলাদেশকে করিডর হিসেবে ব্যবহারের অনুমতি দেওয়ার ব্যাপারে অন্তর্বর্তী সরকার নাকি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে। দেশের স্বাধীনতা–সার্বভৌমত্বের সঙ্গে জড়িত এমন একটি স্পর্শকাতর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু জনগণকে জানায়নি। এমনকি জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গেও কোনো আলোচনা করার প্রয়োজন বোধ করেনি।

দেশের জনগণকে না জানিয়ে অন্তর্বর্তী সরকার এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে কি না কিংবা নেওয়া উচিত কি না, এই মুহূর্তে সেই বিতর্ক তুলতে চান না উল্লেখ করে তারেক রহমান বলেন, বিএনপির বক্তব্য স্পষ্ট—বিদেশিদের স্বার্থ নয়, অন্তর্বর্তী সরকারকে সবার আগে দেশের জনগণের স্বার্থ নিশ্চিত করতে হবে।

ফ্যাসিবাদী শাসনের অবসানের পর এ বছর রমজান মাসে নিত্যপণ্যের দাম তুলনামূলকভাবে সহনীয় থাকায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান তারেক রহমান। তবে তিনি বলেন, রমজান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আবার চাল ও তেলের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। চাল–তেলের দাম বেড়েছে কিন্তু মানুষের আয় বাড়েনি। তাহলে জনগণ এখন তাদের এমন ভোগান্তির কথা কার কাছে, কোথায় কীভাবে বলবে?

নয়াপল্টনে মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে সমাবেশে নেতা-কর্মীদের একাংশ। ঢাকা, ১ মে

সম্পর্কিত নিবন্ধ