রাজধানীর উত্তরা পূর্ব এলাকায় মোটরসাইকেলে অজ্ঞাত ট্রাকের ধাক্কায় আব্দুর রহমান রাব্বি (২২) ও কালিমা আকরাম মীম (২০) নামে এক দম্পতি নিহত হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দিনগত রাত দেড়টার দিকে মোটরসাইকেলে অজ্ঞাত ট্রাক ধাক্কা দিলে এ দম্পতি দুর্ঘটনায় পতিত হন। পরে গুরুতর আহত অবস্থায় বন্ধুবান্ধব ও পথচারীরা উদ্ধার করে তাদের ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসেন। রাত পৌনে ৩ টার দিকে কর্তব্যরত চিকিৎসক রাব্বিকে মৃত ঘোষণা করেন। আজ মঙ্গলবার সকাল পৌনে ৭ টার দিকে তার স্ত্রী মিমও চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহতদেরকে হাসপাতালে নিয়ে আসা বন্ধু মানিক হোসেন বলেন, “রাতে এই দম্পতি মোটরসাইকেলে টঙ্গী থেকে উত্তরা যাওয়ার পথে উত্তরাপূর্ব  বিএনএস সেন্টারের সামনে একটি অজ্ঞাত ট্রাক পিছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তারা আইল্যান্ডে আঘাত লেগে গুরুতর আহত হয়। আমরা খবর পেয়ে দম্পতিকে রাতে ঢাকা মেডিকেল নিয়ে আসলে চিকিৎসক রাব্বিকে মৃত বলে জানান ও মিম সকালের দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।”

তিনি জানান, মৃত রাব্বি টঙ্গীর পশ্চিম রসুলবাগ আউচপাড়ার মোক্তার হোসেনের বাড়ির আব্দুর রবের ছেলে। রাব্বির স্ত্রী মিম গাজীপুরের গোপালপুর ছোট মসজিদ টিএন্ডটি টঙ্গী পূর্ব এলাকার আব্দুল করিমের মেয়ে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক বলেন, “উত্তরা থেকে সড়ক দুর্ঘটনায় এক দম্পতিকে ঢাকা মেডিকেল নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে।”

ঢাকা/বুলবুল/টিপু 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে এখনো শাহবাগে অবরোধকারীরা

জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ বাস্তবায়ন এবং স্থায়ী বিধানে যুক্ত করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে আজ শুক্রবারও অবস্থান কর্মসূচি পালন করছেন ‘জুলাই যোদ্ধারা’। গতকালের মতো আজকেও শাহবাগে যান চলাচল বন্ধ রয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের (আহত) ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। অবরোধকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ‘জুলাই যোদ্ধা সংসদ’ নামে একটি প্ল্যাটফর্মের উদ্যোগে এ কর্মসূচি নেওয়া হয়।

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শাহবাগ মোড়ে গতকাল বৃহস্পতিবার থেকে অবরোধকারীরা অবস্থান করছেন

সম্পর্কিত নিবন্ধ