এখন রিল বানিয়েই অনেকে তারকা হয়ে যাচ্ছেন: তানজিকা আমিন
Published: 18th, February 2025 GMT
এই সময়ে মিডিয়ায় অস্থির সময় যাচ্ছে। এটি নিয়ে নানা অনুষ্ঠান আয়োজনে কথাও বলছেন শিল্পীরা। সম্প্রতি একটি বেসরকারী টেলিভিশন চ্যানেলে এক সেলিব্রেটি শোতে মিডিয়ার অসঙ্গতি তুলে ধরেন নন্দিত অভিনেত্রী তানজিকা আমিন।
এই অভিনেত্রী বলেন, ‘আমি হাঁটছি , কী খাচ্ছি কোথায় যাচ্ছি-এ নিয়ে রিল হচ্ছে। এখনতো রিল বানিয়েই অনেকে তারকা হয়ে যাচ্ছেন। তারপরে দুই লাখ, চার লাখ টাকা করে হাকাচ্ছেন। এটা তো আমরাও করতে পারি। একটি ছেলেকে সঙ্গে রেখে দিয়ে ভিডিও করলেই তো হয়। এতদিন যারা অভিনয় শিখে এসেছে তারা পাচ্ছে একটি নাটকে ২০ থেকে ৫০ হাজার টাকা। তাদের কোন মূল্য নেই। যার ভিউ যত বেশী তখন তাদের কাজে নেওয়া হচ্ছে । তাদের অভিনীত ফিকশনের ছোট ছোট রিল করে যখন ফেসবুক বা অন্যান্য মাধ্যমে দেওয়া হচ্ছে ভিউ বেড়ে যাচ্ছে। ওই শিল্পীরা একটা নাটকের গল্পও বলতে পারবে না।
মিডিয়ার দুরবস্থার কারণে অনেক অভিনয়শিল্পী আভিনয় থেকে দুরে চলে যাচ্ছেন উল্লেখ করে তিনি আরও বলেন , ‘ একটি প্ল্যাটফর্ম ধরুন ‘এক্স’। সেখানে একজন অভিনয়শিল্পী কাজ করেছেন তার নামও এক্স। ওই প্ল্যটফর্মের বানানো তিনটি প্রডাকশন ফ্লপ করলো। অডিয়েন্স দেখলো না। পরবর্তী প্রডাকশনগুলোও ওই শিল্পীকে নিয়ে করা হচ্ছে। ভিউ চক্রের কারনেই এমনটি হচ্ছে। এই ব্যাপারটার জন্য অনেক ভালো অভিনয়শিল্পী পেছনে পড়ে যাচ্ছেন। অনেকে আবার রাগে ক্ষোভে ইন্ডাষ্ট্রি থেকে চলে যাচ্ছেন। ইন্ড্রাষ্ট্রি যখন এককেন্দ্রিক হয়ে যাচ্ছে। এটি চলতে থাকলে তো ইন্ড্রাষ্ট্রি হয়ে দাঁড়াবে না। এটি তো প্রাইভেট লিমিটেড কোম্পানী হয়ে যাচ্ছে। এ কারণে ইন্ড্রাষ্ট্রি ছোট হচ্ছে, ন্যারো হচ্ছে।
গত বছরেরর শেষের দিকে নতুন জীবন শুরু করেছেন তানজিকা। বিয়ে করেছেন অষ্ট্রেলিয়া প্রবাসী সাইফ বসুনিয়াকে। ছয় বছর আগে তাদের পরিচয় ছিল। এপরপর বন্ধুত্ব। পরে বিয়ে। তানজিকার স্বামী ২৫ বছরের বেশি সময় ধরে অস্ট্রেলিয়ার সিডনিতে থাকেন। বিয়ের পর অভিনয় ছাড়বেন কিনা, এমন প্রশ্নও উঠে। এ বিষয়ে তাঁর ভাষ্য, ‘অভিনয় আমার প্রাণের জায়গা। ঢাকা আমার প্রাণের শহর। ফলে দুটোর কোনোটিই ছাড়ছি না। তবে কিছু কারণে আমাকে তো যাওয়া আসার মধ্যে থাকতে হবে। তানজিকার কথা যে সত্য তা প্রমাণ মেলে। কাজও করছেন সমানতালে। ২৪ ফেব্রুয়ারি থেকে মাছরাঙা টেলিভিশনে প্রচার শুরু হবে তার অভিনীত ধারাবাহিক অনলাইন,অফলাইন-সিজন টু। এটি পরিচালনা করেছেন সাগর জাহান।
উৎস: Samakal
কীওয়ার্ড: কর ছ ন
এছাড়াও পড়ুন:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাইকোলজিতে প্রফেশনাল এমএস কোর্স, আবেদনের সময় বৃদ্ধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞান বিভাগে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে প্রফেশনাল এমএস কোর্সে আবদনের সময় বাড়ানো হয়েছে। তৃতীয় ব্যাচের ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের আবেদনপত্র গ্রহণ ও জমাদানের সর্বশেষ তারিখ ২২ মে ২০২৫। ভর্তি পরীক্ষা ২৩ মে ২০২৫, সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে অনুষ্ঠিত হবে।
আরও পড়ুনপ্রাথমিক শিক্ষকদের বেতন এক ধাপ বাড়ানোর উদ্যোগ, ভিন্নমত শিক্ষকদের২৮ এপ্রিল ২০২৫আরও পড়ুনজাপানে উচ্চশিক্ষা: যাত্রা শুরু করবেন কোথা থেকে, কীভাবে?২৮ এপ্রিল ২০২৫