থমথমে কুয়েট, রামদা হাতে ভাইরাল যুবদল নেতাকে বহিষ্কার
Published: 19th, February 2025 GMT
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছে। আজ বুধবার সকাল থেকে ক্যাম্পাসের প্রধান ফটকের চারপাশে অবস্থান নিয়ে আছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কিছু শিক্ষার্থীকে আবাসিক হল ছাড়তে দেখা গেছে।
এদিকে গতকাল মঙ্গলবারের সংঘর্ষের সময় রামদা হাতে দাঁড়িয়ে থাকা যুবদল নেতা মাহবুবুর রহমানকে বহিষ্কার করেছে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। রামদা হাতে তাঁর দাঁড়িয়ে থাকার ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে (ভাইরাল) পড়ে।
আজ যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুনকুয়েট উপাচার্যের পদত্যাগসহ পাঁচ দাবি না মানা পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা১১ ঘণ্টা আগেওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে খুলনা জেলা শাখার দৌলতপুর থানা যুবদলের সহসভাপতি মাহবুবুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতাদের কোনো অপরাধের দায়দায়িত্ব দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতা-কর্মীদের তাঁর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
গতকাল দুপুর থেকে বিকেল পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলে। ছাত্ররাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় শতাধিক আহত হন।
আরও পড়ুনকুয়েটে প্রথম হামলা নিয়ে ছাত্রদল ও বৈষম্যবিরোধীদের পাল্টাপাল্টি অভিযোগ১৩ ঘণ্টা আগেগতকাল মঙ্গলবার রাতে নাম প্রকাশ করতে না চাওয়া শিক্ষার্থীরা প্রেস ব্রিফিং করে কুয়েটে ছাত্ররাজনীতি পুরোপুরি নিষিদ্ধ, শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের শাস্তি এবং উপাচার্য, সহ-উপাচার্য ও ছাত্রকল্যাণ পরিচালকের পদত্যাগসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন। আজ বেলা একটার মধ্যে দাবি পূরণের সময় বেঁধে দিয়েছেন তাঁরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কুয়েটে সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে বলে তাঁরা ঘোষণা দেন।
এদিকে আজ দুপুরে কুয়েটের উদ্ভূত পরিস্থিতি নিয়ে খুলনা প্রেসক্লাবে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। সংবাদ সম্মেলনে ছাত্রদলের কেন্দ্রীয় নেতার উপস্থিত থাকার কথা রয়েছে।
কুয়েটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের সময় রামদা হাতে দাঁড়িয়ে থাকা যুবদল নেতা মাহবুবুর রহমানকে বহিষ্কার করেছে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। যুবদল নেতা রামদা হাতে দাঁড়িয়ে থাকার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
আজ ১৯ ফেব্রুয়ারি জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: য বদল র ক ন দ র য য বদল ন ত ছ ত রদল স ঘর ষ
এছাড়াও পড়ুন:
ঢাকায় ‘রক্সনরের’ নতুন প্রধান কার্যালয় উদ্বোধন
প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান ‘রক্সনর’ ঢাকায় তাদের নতুন প্রধান কার্যালয় উদ্বোধন করেছে। প্রতিষ্ঠানটি ইলিমেন্টসকীট, মেটফর্ম, শপ ইঞ্জিন ও গেইটজিনির মতো জনপ্রিয় ওয়ার্ডপ্রেস ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পণ্য নিয়ে কাজ করে।
সম্প্রতি রাজধানীর শেওড়াপাড়ায় বেগম রোকেয়া সরণিতে কোম্পানিটির প্রধান কার্যালয় উদ্বোধন করা হয়। এর আগে প্রতিষ্ঠানটি ‘এক্সপিডস্টুডিও’ নামে পরিচিত ছিল। নাম পরিবর্তনের মাধ্যমে এখন তারা ‘রক্সনর’ নামে যাত্রা শুরু করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রযুক্তিপ্রতিষ্ঠান ওলিও–এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও প্রতিষ্ঠাতা কাওসার আহমেদ এবং স্টারটাইজের চেয়ারম্যান ও ডব্লিউপি ডেভেলপারের প্রতিষ্ঠাতা এম আসিফ রহমানসহ এক্সপোনেন্ট, কোডরেক্স, রেডিয়াস থিম, জায়ান্ট মার্কেটার্সের মতো সফটওয়্যার কোম্পানির ৫০টির বেশি প্রতিষ্ঠানের সিইও ও প্রতিষ্ঠাতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশি–বিদেশি সফটওয়্যার উদ্যোক্তারা।
প্রতিষ্ঠানটি এক্সপিডস্টুডিও, ডব্লিউপিমেট ও গেইটজিনি—এই তিনটি সফটওয়্যার ব্র্যান্ডের সঙ্গে ওয়ার্ডপ্রেস প্লাগইন, স্যাস (সফটওয়্যার এজ এ সার্ভিস) টুলস ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সমাধান নিয়ে কাজ করবে।
রক্সনরের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আতাউর রহমান বলেন, ‘এই অফিস শুধু কাজের জায়গা নয়, আমাদের ভবিষ্যতের পরিকল্পনার শুরু। এখান থেকে আমরা নতুন কর্মক্ষেত্র তৈরি করব। এর সঙ্গে আন্তর্জাতিক মানের সফটওয়্যার তৈরিতে কাজ করব। বাংলাদেশকে প্রযুক্তির দুনিয়ায় আরও এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাব।’
স্টারটাইজের চেয়ারম্যান ও ডব্লিউপি ডেভেলপারের প্রতিষ্ঠাতা এম আসিফ রহমান বলেন, এক্সপিডস্টুডিও–এর নতুন করে নতুন নাম (রক্সনর) নিয়ে শুরু করা দেখে দারুণ ভালো লাগছে। এটি শুধু নাম পরিবর্তন নয়, বরং একটি দলের নতুন ভিশন, শক্তি ও উচ্চাকাঙ্ক্ষার প্রকাশ।’
ওলিও–এর প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠাতা কাওসার আহমেদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখেন, ‘অনেক দিন পর সব পরিচিত মুখের সঙ্গে দেখা হলো। অনেক উপভোগ্য ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। সত্যিই এটা দারুণ একটা আয়োজন।’
রক্সনর জানায়, নতুন প্রধান কার্যালয় সফটওয়্যার উন্নয়ন ও বৈশ্বিক প্রযুক্তি সেবা প্রদানে অগ্রণী ভূমিকা পালন করবে। দেশের প্রতিভা কাজে লাগিয়ে বৈশ্বিক মানের স্যাস ও কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক টুল সরবরাহের ওপর গুরুত্ব দেওয়া হবে।