প্রকৃতি থেকে শীতের বিদায় নেওয়ার পালা। গ্রীষ্মের অপেক্ষায় এখন সবাই। গরমে শরীরের যত্ন নেওয়ার পাশাপাশি ব্যালকনির গাছগুলির আলাদাভাবে দেখভাল করতে হবে। গরমের সময় অতিরিক্ত তাপে শুকিয়ে যায় গাছের পাতা। সেই সঙ্গে গাছগুলি গোড়া থেকে শুকিয়ে যেতে শুরু করে। এ কারণে গরম পড়ার আগে গাছগুলির কীভাবে যত্ন নেবেন তা জানা জরুরি।

১.

গরমের দিনে গাছে একদিনও পানি না দিলে চলবে না। তবে বেশি গরম পড়ে গেলে পানির পরিমাণ কমিয়ে দিতে হবে। গরমকালে বেশি বেলায় গাছে পানি দেয়া ঠিক নয়। যত সকাল সকাল গাছে পানি দেয়া যায় ততই ভালো।

২. গরম মানেই গাছে বেশি পানি দিতে হবে, এমন কোনও মানে নেই। বরং বেশি পানি দিলে গাছের গোড়া পচে যেতে পারে। তাই সব সময় বেশি বেশি পানি না দিয়ে, স্প্রে করতে পারেন।

৩. গাছের যেমন পানি, হাওয়া, আলো দরকার, তেমনই প্রয়োজন ছায়ার। গ্রীষ্মকালে একটু বেলা হতে না হতেই রোদ বাড়তে থাকে। তাই সব সময় রোদে রাখার দরকার নেই। তাতে গাছের পাতা শুকিয়ে যেতে পারে।

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

সাতক্ষীরায় কলেজছাত্রীর গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা

সাতক্ষীরার তালা উপজেলায় কলেজছাত্রী সানজিদা আক্তার তুলি (১৭) গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার ইসলামকাটি ইউনিয়নের ঘোনা গ্রামের কামরুল সরদারের মেয়ে। 

বৃহস্পতিবার (১ মে) বেলা সাড়ে ১১টার দিকে নিজ গ্রামে গায়ে কোরোসিন ঢেলে আগুন দেন তুলি। দগ্ধ অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বিকালে তার মৃত্যু হয়। তুলি তালা মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী ছিলেন।

প্রতিবেশীরা জানান, বাড়িতে কেউ না থাকার সুযোগে তুলি বাড়ির সামনে উঠানের শেষ প্রান্তে বসে নিজের শরীরে কেরোসিন দিয়ে ভিজিয়ে গ্যাস লাইটের সাহায্যে আগুন ধরিয়ে দেয়। এ সময় তার মা অন্যের বাড়িতে ঝিয়ের কাজে ব্যস্ত ছিলেন এবং বাবা খুলনায় রিকশা চালাতে গিয়েছিলেন।

আরো পড়ুন:

নারায়ণগঞ্জে ৩০ স্কুলে চালু হলো ‌‘মিড ডে মিল’

রাজশাহী পলিটেকনিকে ৯ দিন ধরে তালা, শিক্ষার্থীদের বিক্ষোভ

গায়ে পুরোপুরি আগুন ধরে গেলে তার চিৎকারে প্রতিবেশীরা এসে আগুন নেভানোর চেষ্টা করে। ততক্ষণে তার শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে যায়। প্রতিবেশীদের সহযোগিতায় অ্যাম্বুলেন্স যোগে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক জানান, স্থানীয় মসজিদের ইমামকে তুলি একতরফা ভালোবেসেছিলেন। ওই যুবক তুলিকে পছন্দ করেননি। যার কারণে তিনি পালিয়ে যান। সেই কারণে হয়ত তুলি আত্মহত্যা করেছেন।

তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শাহিনুর রহমান আত্মহত্যার সত্যতা নিশ্চিত করেছেন।

ঢাকা/শাহীন/বকুল

সম্পর্কিত নিবন্ধ