বাপ্পা, শিরোনামহীন ও মেঘদলেরা গাইবে হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে
Published: 19th, February 2025 GMT
এ সময়ের আলোচিত ব্যান্ড ও শিল্পীদের নিয়ে আয়োজন করা হচ্ছে ‘মেলোডি অব ম্যাভেরিক্স’ শিরোনামে এক কনসার্টের। যেখানে পারফর্ম করবেন নন্দিত কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক বাপ্পা মজুমদার, তরুণ শিল্পী ও আলভী আমির, আলোচিত সংগীতায়োজক একে রাহুল এবং ভিন্নধর্মী গানের তিন ব্যান্ড মেঘদল, কাকতাল ও সহজিয়া। আগামীকাল বিকেলে রাজধানীর হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে অনুষ্ঠিত হবে কনসার্টটি। এ আয়োজন করেছে ক্রো প্রোডাকশন।
আয়োজকরা জানান, সংগীতপ্রেমীদের একেকজনের একেক রকম পছন্দ। কিন্তু বেশির ভাগ কনসার্টে দেখা যায়, কোনো একটি নির্দিষ্ট ঘরানার গান প্রাধান্য পাচ্ছে। সে কারণেই কনসার্ট আয়োজনে ভিন্নতা নিয়ে আসতেই ‘মেলোডি অব ম্যাভেরিক্স’-এর পরিকল্পনা। যেখানে অংশ নেওয়া প্রতিটি শিল্পী ও ব্যান্ডের সংগীতায়োজনে আছে স্বতন্ত্র বৈশিষ্ট্য। তাই নির্দিষ্ট কোনো ঘরানার গানের পরিবেশনা থাকছে না এতে। যার সুবাদে কনসার্টের দর্শক-শ্রোতা মেলোডির পাশাপাশি রক, ফিউশনসহ নানা ধরনের গান শোনার সুযোগ পাবেন। আয়োজকরা আরও জানান, আগামীকাল বিকেল সাড়ে ৪টা থেকে শুরু হবে এ কনসার্ট। তার আগে বিকেল সাড়ে ৩টায় দর্শকের জন্য অ্যাম্ফিথিয়েটার গেট খুলে দেওয়া হবে। কনসার্ট চলবে রাত ১০টা পর্যন্ত। দর্শক নির্দিষ্ট মূল্যের টিকিট কেটে এ আয়োজন উপভোগ করতে পারবেন।
‘মেলোডি অব ম্যাভেরিক্স’ নিয়ে শিল্পী বাপ্পা মজুমদার বলেন, এ আয়োজনের পরিকল্পনা কিছুটা হলেও অন্যরকম মনে হবে দর্শকদের। কারণ একটাই, এ কনসার্টে থাকছে নানা ধরনের গানের পরিবেশনা। তরুণ আর প্রতিষ্ঠিত শিল্পী ও ব্যান্ডদের নিয়ে এমন আয়োজন কমই চোখে পড়ে। তাই আগামীকালের কনসার্টটি অনেকের প্রত্যাশা পূরণ করবে বলেই আশা করছি। বাপ্পার পাশাপাশি এ আয়োজন নিয়ে আশা প্রকাশ করেছেন অন্যান্য শিল্পী ও ব্যান্ড সদস্যরা।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
অজিতের পারিশ্রমিক ২৪১ কোটি টাকা!
ভারতের তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা অজিত কুমার। ভক্তদের কাছে তিনি থালা অজিত নামেই পরিচিত। গত ১০ এপ্রিল মুক্তি পায় তার অভিনীত ‘গুড ব্যাড আগলি’ সিনেমা। মুক্তির পর বক্স অফিসে বেশ সাড়া ফেলেছিল এটি। এরই মাঝে গুঞ্জন উড়ছে, পারিশ্রমিক বাড়াতে যাচ্ছেন অজিত।
পিঙ্কভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, অজিত কুমারের পরবর্তী সিনেমা ‘একে৬৪’। এখনো সিনেমাটির নাম চূড়ান্ত হয়নি। গুঞ্জন অনুযায়ী, এ সিনেমার জন্য অজিত কুমার তার পারিশ্রমিক ১৫০ কোটি রুপি থেকে বাড়িয়ে ১৭৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২০৭-২৪১ কোটি টাকার বেশি) করতে পারেন।
আরো পড়ুন:
মুক্তির আগেই কত টাকা আয় করল ‘কানতারা টু’?
আমি খুব কেঁদেছিলাম: মোহিনী
অজিত কুমার মনে করেন—‘সাধারণ গল্পের সিনেমাকেও রাজকীয়ভাবে উপস্থাপন করা উচিত।’ এই কারণে, সিনেমাটির বাজেট সম্ভবত ৩০০ থেকে ৪০০ কোটি রুপির মধ্যে হতে পারে। তবে অজিতের টিমের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
‘গুড ব্যাড আগলি’ সিনেমা নির্মাণ করেন পরিচালক আধিক রবিচন্দ্রন। ‘একে৬৪’ সিনেমাও তারই নির্মাণের কথা রয়েছে। রেসিং সিজনের বিরতিতে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। কারণ অজিত কুমার তখন তার সিনেমার দিকেই সম্পূর্ণ মনোযোগ দেবেন। শোনা যাচ্ছে, এই সিনেমা সব ধরণের দর্শকদের কথা মাথায় রেখে তৈরি করা হবে, যেখানে ‘গুড ব্যাড আগলি’ কেবল অজিত ভক্তদের কেন্দ্র করে নির্মিত হয়েছিল।
ঢাকা/শান্ত