বাপ্পা, শিরোনামহীন ও মেঘদলেরা গাইবে হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে
Published: 19th, February 2025 GMT
এ সময়ের আলোচিত ব্যান্ড ও শিল্পীদের নিয়ে আয়োজন করা হচ্ছে ‘মেলোডি অব ম্যাভেরিক্স’ শিরোনামে এক কনসার্টের। যেখানে পারফর্ম করবেন নন্দিত কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক বাপ্পা মজুমদার, তরুণ শিল্পী ও আলভী আমির, আলোচিত সংগীতায়োজক একে রাহুল এবং ভিন্নধর্মী গানের তিন ব্যান্ড মেঘদল, কাকতাল ও সহজিয়া। আগামীকাল বিকেলে রাজধানীর হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে অনুষ্ঠিত হবে কনসার্টটি। এ আয়োজন করেছে ক্রো প্রোডাকশন।
আয়োজকরা জানান, সংগীতপ্রেমীদের একেকজনের একেক রকম পছন্দ। কিন্তু বেশির ভাগ কনসার্টে দেখা যায়, কোনো একটি নির্দিষ্ট ঘরানার গান প্রাধান্য পাচ্ছে। সে কারণেই কনসার্ট আয়োজনে ভিন্নতা নিয়ে আসতেই ‘মেলোডি অব ম্যাভেরিক্স’-এর পরিকল্পনা। যেখানে অংশ নেওয়া প্রতিটি শিল্পী ও ব্যান্ডের সংগীতায়োজনে আছে স্বতন্ত্র বৈশিষ্ট্য। তাই নির্দিষ্ট কোনো ঘরানার গানের পরিবেশনা থাকছে না এতে। যার সুবাদে কনসার্টের দর্শক-শ্রোতা মেলোডির পাশাপাশি রক, ফিউশনসহ নানা ধরনের গান শোনার সুযোগ পাবেন। আয়োজকরা আরও জানান, আগামীকাল বিকেল সাড়ে ৪টা থেকে শুরু হবে এ কনসার্ট। তার আগে বিকেল সাড়ে ৩টায় দর্শকের জন্য অ্যাম্ফিথিয়েটার গেট খুলে দেওয়া হবে। কনসার্ট চলবে রাত ১০টা পর্যন্ত। দর্শক নির্দিষ্ট মূল্যের টিকিট কেটে এ আয়োজন উপভোগ করতে পারবেন।
‘মেলোডি অব ম্যাভেরিক্স’ নিয়ে শিল্পী বাপ্পা মজুমদার বলেন, এ আয়োজনের পরিকল্পনা কিছুটা হলেও অন্যরকম মনে হবে দর্শকদের। কারণ একটাই, এ কনসার্টে থাকছে নানা ধরনের গানের পরিবেশনা। তরুণ আর প্রতিষ্ঠিত শিল্পী ও ব্যান্ডদের নিয়ে এমন আয়োজন কমই চোখে পড়ে। তাই আগামীকালের কনসার্টটি অনেকের প্রত্যাশা পূরণ করবে বলেই আশা করছি। বাপ্পার পাশাপাশি এ আয়োজন নিয়ে আশা প্রকাশ করেছেন  অন্যান্য শিল্পী ও ব্যান্ড সদস্যরা।
  
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি
অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।
গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।