স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, “আমরা যে পেশাতেই যাই না কেন, সবার আগে আমাদের নিজেকে ভালো মানুষ হতে হবে। ডাক্তার, শিক্ষক, ইঞ্জিনিয়ার যেকোনো পেশাতেই ভালো মানুষ হওয়াটা পূর্বশর্ত।”

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর সিরডাপের ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে বাংলাদেশ মেডিকেল এডুকেশন অ্যাক্রিডিটেশন কাউন্সিলের উদ্যোগে আয়োজিত “বাংলাদেশে স্বীকৃতির জন্য BMEAC মানদণ্ড, নীতি ও পদ্ধতি, সাইট পরিদর্শন নির্দেশিকা এবং স্ব-মূল্যায়ন প্রতিবেদন (SAR) সম্পর্কে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষদের ওরিয়েন্টেশন সভায় তিনি এ কথা বলেন।

স্বাস্থ্য খাতে মানসম্মত শিক্ষার বিকল্প নেই জানিয়ে স্বাস্থ্য উপদেষ্টা আরো বলেন, “আমাদের শিক্ষাটা মানসম্মত হতে হবে। আমাদের চারপাশটা অন্যরকম হয়ে গেছে। আমাদের দক্ষ ভালো, মানবিক পেশাজীবি গড়ে তুলতে হবে। তাহলে এই অবস্থা থেকে আমরা দাঁড়িয়ে উঠতে পারব।”

সভায় উপস্থিত দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষদের উদ্দেশ্য স্বাস্থ্য উপদেষ্টা আরো বলেন, “আপনারা মানুষ তৈরি করার কারিগর। যথার্থ মানুষ তৈরি করতে পারলে এই দেশটার এমনিতেই পরিবর্তন ঘটবে। আমরা আমাদের মেডিকেল কলেজগুলোর শিক্ষার গুণগত মান বৃদ্ধি করে যথার্থ ভালো ডাক্তার তৈরি করতে পারলে স্বাস্থ্য খাতের মানোন্নয়ন সম্ভব।”

ঢাকা/এএএম/এসবি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স ব স থ য উপদ ষ ট ম ড ক ল কল জ আম দ র সরক র

এছাড়াও পড়ুন:

বগুড়ায় ধানক্ষেত থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

বগুড়া সদরে ধানক্ষেত থেকে জহুরুল ইসলাম (৪৫) নামের এক বেকারি ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (৪ নভেম্বর) ভোরে উপজেলার নুনগোলা ইউনিয়নের হাজরাদিঘী তালুকদার পাড়ায় এ ঘটনা ঘটে। জহুরুল ওই এলাকায় দীর্ঘদিন শ্বশুরবাড়িতে থেকে বেকারি ব্যবসা করে আসছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, জহুরুলের মোবাইলে কল আসার পর তিনি বাড়ি থেকে হন। এরপর তিনি আর ফেরেননি। পরদিন ভোরে স্থানীয়রা ধানক্ষেতে কাজ করতে গিয়ে তার লাশ পড়ে থাকতে দেখে। এরপর লোকমুখে ঘটনাটি ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তফা মঞ্জুর বলেন, “এটি একটি হত্যাকাণ্ড। মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তবে কি কারণে এ হত্যাকাণ্ড তা এখনও জানা যায়নি। লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।”

ঢাকা/এনাম/এস

সম্পর্কিত নিবন্ধ