মেডিকেল কলেজগুলোর মান বৃদ্ধি করতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা
Published: 19th, February 2025 GMT
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, “আমরা যে পেশাতেই যাই না কেন, সবার আগে আমাদের নিজেকে ভালো মানুষ হতে হবে। ডাক্তার, শিক্ষক, ইঞ্জিনিয়ার যেকোনো পেশাতেই ভালো মানুষ হওয়াটা পূর্বশর্ত।”
বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর সিরডাপের ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে বাংলাদেশ মেডিকেল এডুকেশন অ্যাক্রিডিটেশন কাউন্সিলের উদ্যোগে আয়োজিত “বাংলাদেশে স্বীকৃতির জন্য BMEAC মানদণ্ড, নীতি ও পদ্ধতি, সাইট পরিদর্শন নির্দেশিকা এবং স্ব-মূল্যায়ন প্রতিবেদন (SAR) সম্পর্কে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষদের ওরিয়েন্টেশন সভায় তিনি এ কথা বলেন।
স্বাস্থ্য খাতে মানসম্মত শিক্ষার বিকল্প নেই জানিয়ে স্বাস্থ্য উপদেষ্টা আরো বলেন, “আমাদের শিক্ষাটা মানসম্মত হতে হবে। আমাদের চারপাশটা অন্যরকম হয়ে গেছে। আমাদের দক্ষ ভালো, মানবিক পেশাজীবি গড়ে তুলতে হবে। তাহলে এই অবস্থা থেকে আমরা দাঁড়িয়ে উঠতে পারব।”
সভায় উপস্থিত দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষদের উদ্দেশ্য স্বাস্থ্য উপদেষ্টা আরো বলেন, “আপনারা মানুষ তৈরি করার কারিগর। যথার্থ মানুষ তৈরি করতে পারলে এই দেশটার এমনিতেই পরিবর্তন ঘটবে। আমরা আমাদের মেডিকেল কলেজগুলোর শিক্ষার গুণগত মান বৃদ্ধি করে যথার্থ ভালো ডাক্তার তৈরি করতে পারলে স্বাস্থ্য খাতের মানোন্নয়ন সম্ভব।”
ঢাকা/এএএম/এসবি
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স ব স থ য উপদ ষ ট ম ড ক ল কল জ আম দ র সরক র
এছাড়াও পড়ুন:
মেটা কানেক্ট সম্মেলনে ভিআর ও এআর পণ্যে ৬ চমক
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে অবস্থিত মেটার সদর দপ্তরে আয়োজিত বার্ষিক কানেক্ট সম্মেলনের প্রথম দিনে নতুন একাধিক প্রযুক্তি ও পণ্য আনার ঘোষণা দিয়েছে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। সম্মেলনে বহুল আলোচিত রেব্যান স্মার্ট চশমার হালনাগাদ সংস্করণ উন্মোচনের পাশাপাশি ডিসপ্লে যুক্ত স্মার্ট চশমা, অ্যাথলেটদের জন্য বিশেষ চশমা, ভার্চ্যুয়াল রিয়েলিটি (ভিআর) ও অগমেন্টেড রিয়েলিটিতে (এআর) বাস্তব পরিবেশ রূপান্তরের নতুন সুবিধা যুক্তের ঘোষণা দেন তিনি। সম্মেলনের উল্লেখযোগ্য ছয়টি ঘোষণা জেনে নেওয়া যাক।
মেটা রেব্যান ডিসপ্লে