পুরো চ্যাম্পিয়ন্স ট্রফি দুবাইতে খেলবে ভারত। সেখানকার শুষ্ক ও স্পিন বান্ধব উইকেটের কথা বিবেচনা করা দলে পাঁচ স্পিনার রেখেছেন ভারতীয় ক্রিকেট দলের নির্বাচকরা। এর মধ্যে বাংলাদেশের বিপক্ষে বৃহস্পতিবারের ম্যাচে একাদশে তিন স্পিনার রাখার বিষয়টি এক প্রকার নিশ্চিত। 

রবীন্দ্র জাদেজার একাদশে থাকা নিশ্চিত। কুলদীপ যাদব খেলবেন নাকি বরুণ চক্রবর্তী এটার ওপর নির্ভর করবে অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দরের মধ্যে একজনের একাদশে থাকা। এছাড়া পেস আক্রমণে হার্শিট রানার চেয়ে এগিয়ে বাঁ-হাতি পেসার অর্শদ্বীপ। 

অলরাউন্ডার মিলিয়ে ভারতের ব্যাটিং লাইন আপ খুবই শক্তিশালী। যে কারণে ঋষভ পান্তের একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা একেবারেই কম। ভারতের এই স্পিন অ্যাটাকের বিপক্ষে বাংলাদেশ কেমন একাদশ সাজাবে সেটা নিয়ে আছে বেশ আলোচনা। 

তাওহীদ হৃদয় স্পিন ভালো খেলেন। যে কারণে মিডল অর্ডারে একাদশে থাকার বড় দাবিদার তিনি। অভিজ্ঞতা বিবেচনায় মাহমুদউল্লাহ থাকবেন একাদশে। আবার ওয়েস্ট ইন্ডিজ সফরে ফিনিশার রোলে অসাধারণ খেলা জাকের আলীকে বাদ দেওয়া কঠিন হবে। বাস্তবতা হচ্ছে- এই তিনজনের অন্তত একজনকে রাখতে হবে একাদশের বাইরে। 

ভারতের বিপক্ষে কেমন একাদশ সাজাবেন? এমন প্রশ্নে অধিনায়ক নাজমুল শান্ত ম্যাচের আগ পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন। ভারতের এক সংবাদ মাধ্যম মধ্যে দাবি করেছে, ভারতের স্পিন আক্রমণ সামলাতে এই তিন জনের দু’জনকে একাদশে রাখতে পারে বাংলাদেশ। সেক্ষেত্রে তানজিদ তামিমকে বাদ দেওয়া হতে পারে। নাজমুল শান্ত ওপেনিংয়ে এসে তিনে মিরাজকে খেলানো হতে পারে। 

ভারতের টপ অর্ডারের ব্যাটিং লাইন আপ ডানহাতিতে ভরা। একাদশে বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ তাই অটোমেটিক চয়েজ হতে পারেন। মিরাজের সঙ্গে স্পিন আক্রমণে থাকতে পারেন রিশাদ হোসেনও। নাজমুল শান্তর ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে ভারতীয় সাংবাদিকরা নাহিদ রানাকে নিয়েই প্রশ্ন করেছেন বেশি। নাহিদকে হুমকি মানতে শুরু করেছেন ভারতীয়রা। 

অধিনায়ক শান্ত নাহিদের প্রশংসা করলেও একাদশে থাকার নিশ্চয়তা দেননি। পেসার তাসকিন আহমেদ এই দলে অটোচয়েজ হয়ে উঠেছেন। দুবাইয়ের উইকেটে মুস্তাফিজ হতে পারেন তার অটোমেটিক সঙ্গী। ভারতকে ব্যাটিং দিয়ে হারানো কঠিন। বাংলাদেশ তাই ছয় বোলার নিয়ে নামতে পারে। সেক্ষেত্রে তানজিম সাকিব ও নাহিদ রানার মধ্যে একজনকে বেছে নিতে হবে। প্রস্তুতি ম্যাচে নাহিদকে মাত্র ২ ওভার বোলিং করিয়ে তাকে সতেজই রেখেছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। 

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ তামিম, সৌম্য সরকার, নাজমুল শান্ত, মেহেদী মিরাজ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান।   

ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, অক্ষর প্যাটেল, হার্ডিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, অর্শদ্বীপ সিং, বরুণ চক্রবর্তী। 
    

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আহম দ

এছাড়াও পড়ুন:

মাগুরায় চোর সন্দেহে একজনকে বাড়ি থেকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা

মাগুরার মহম্মদপুর উপজেলায় চুরির অভিযোগে এক ব্যক্তিকে বাড়ি থেকে ধরে নিয়ে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার জাঙ্গালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে বেলা পৌনে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত ব্যক্তির নাম মো. ইসরাফিল (৪০)। তাঁর বাড়ি উপজেলা সদরের জাঙ্গালিয়া গ্রামে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ ভোরে জাঙ্গালিয়া গ্রামে তিনটি মুঠোফোন ও নগদ ১ হাজার ৬০০ টাকা চুরি হয়। সকাল সাড়ে ছয়টার দিকে এলাকাবাসী ইসরাফিলকে নিজ বাড়ি থেকে ধরে এনে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ইসরাফিলের পরিবারের একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, কয়েক দিন আগে পূর্ব নারায়ণপুর গ্রামের ইমরুল নামের এক ব্যক্তির মুঠোফোন চুরি হয়। সে সময় থেকেই ইসরাফিলকে সন্দেহ করা হচ্ছিল। আজ এলাকায় আরও একটি চুরির ঘটনা ঘটলে স্থানীয় লোকজন জড়ো হয়ে তাঁকে বাড়ি থেকে ধরে এনে পিটিয়ে হত্যা করেন।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বলেন, একরামুল নামের এক ব্যক্তির বাড়ি থেকে তিনটি মুঠোফোন ও টাকা চুরি হয়। ওই ঘটনায় ইসরাফিলকে অভিযুক্ত করে স্থানীয় লোকজন পিটুনি দেন। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তাঁর বিরুদ্ধে আগে কয়েকটি চুরির অভিযোগ থাকলেও বর্তমানে কোনো মামলা নেই। এ ঘটনায় তাঁর পরিবার থানায় কোনো লিখিত অভিযোগ দেয়নি।

সম্পর্কিত নিবন্ধ

  • লক্ষ্মীপুরে মামলায় জড়ানোর প্রতিবাদ ভুক্তভোগী পরিবারের
  • মাগুরায় চোর সন্দেহে একজনকে বাড়ি থেকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা