তিন স্পিনার নিয়ে খেলবে ভারত, কেমন হবে বাংলাদেশের একাদশে
Published: 19th, February 2025 GMT
পুরো চ্যাম্পিয়ন্স ট্রফি দুবাইতে খেলবে ভারত। সেখানকার শুষ্ক ও স্পিন বান্ধব উইকেটের কথা বিবেচনা করা দলে পাঁচ স্পিনার রেখেছেন ভারতীয় ক্রিকেট দলের নির্বাচকরা। এর মধ্যে বাংলাদেশের বিপক্ষে বৃহস্পতিবারের ম্যাচে একাদশে তিন স্পিনার রাখার বিষয়টি এক প্রকার নিশ্চিত।
রবীন্দ্র জাদেজার একাদশে থাকা নিশ্চিত। কুলদীপ যাদব খেলবেন নাকি বরুণ চক্রবর্তী এটার ওপর নির্ভর করবে অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দরের মধ্যে একজনের একাদশে থাকা। এছাড়া পেস আক্রমণে হার্শিট রানার চেয়ে এগিয়ে বাঁ-হাতি পেসার অর্শদ্বীপ।
অলরাউন্ডার মিলিয়ে ভারতের ব্যাটিং লাইন আপ খুবই শক্তিশালী। যে কারণে ঋষভ পান্তের একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা একেবারেই কম। ভারতের এই স্পিন অ্যাটাকের বিপক্ষে বাংলাদেশ কেমন একাদশ সাজাবে সেটা নিয়ে আছে বেশ আলোচনা।
তাওহীদ হৃদয় স্পিন ভালো খেলেন। যে কারণে মিডল অর্ডারে একাদশে থাকার বড় দাবিদার তিনি। অভিজ্ঞতা বিবেচনায় মাহমুদউল্লাহ থাকবেন একাদশে। আবার ওয়েস্ট ইন্ডিজ সফরে ফিনিশার রোলে অসাধারণ খেলা জাকের আলীকে বাদ দেওয়া কঠিন হবে। বাস্তবতা হচ্ছে- এই তিনজনের অন্তত একজনকে রাখতে হবে একাদশের বাইরে।
ভারতের বিপক্ষে কেমন একাদশ সাজাবেন? এমন প্রশ্নে অধিনায়ক নাজমুল শান্ত ম্যাচের আগ পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন। ভারতের এক সংবাদ মাধ্যম মধ্যে দাবি করেছে, ভারতের স্পিন আক্রমণ সামলাতে এই তিন জনের দু’জনকে একাদশে রাখতে পারে বাংলাদেশ। সেক্ষেত্রে তানজিদ তামিমকে বাদ দেওয়া হতে পারে। নাজমুল শান্ত ওপেনিংয়ে এসে তিনে মিরাজকে খেলানো হতে পারে।
ভারতের টপ অর্ডারের ব্যাটিং লাইন আপ ডানহাতিতে ভরা। একাদশে বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ তাই অটোমেটিক চয়েজ হতে পারেন। মিরাজের সঙ্গে স্পিন আক্রমণে থাকতে পারেন রিশাদ হোসেনও। নাজমুল শান্তর ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে ভারতীয় সাংবাদিকরা নাহিদ রানাকে নিয়েই প্রশ্ন করেছেন বেশি। নাহিদকে হুমকি মানতে শুরু করেছেন ভারতীয়রা।
অধিনায়ক শান্ত নাহিদের প্রশংসা করলেও একাদশে থাকার নিশ্চয়তা দেননি। পেসার তাসকিন আহমেদ এই দলে অটোচয়েজ হয়ে উঠেছেন। দুবাইয়ের উইকেটে মুস্তাফিজ হতে পারেন তার অটোমেটিক সঙ্গী। ভারতকে ব্যাটিং দিয়ে হারানো কঠিন। বাংলাদেশ তাই ছয় বোলার নিয়ে নামতে পারে। সেক্ষেত্রে তানজিম সাকিব ও নাহিদ রানার মধ্যে একজনকে বেছে নিতে হবে। প্রস্তুতি ম্যাচে নাহিদকে মাত্র ২ ওভার বোলিং করিয়ে তাকে সতেজই রেখেছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ তামিম, সৌম্য সরকার, নাজমুল শান্ত, মেহেদী মিরাজ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান।
ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, অক্ষর প্যাটেল, হার্ডিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, অর্শদ্বীপ সিং, বরুণ চক্রবর্তী। 
     
উৎস: Samakal
কীওয়ার্ড: আহম দ
এছাড়াও পড়ুন:
‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি
অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।
গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।