চ্যাম্পিয়নস লিগ: শেষ ষোলোর ড্র কাল, কোন দল কার মুখোমুখি হতে পারে
Published: 20th, February 2025 GMT
শেষ ষোলোর শেষ আটটি দলকে পেয়ে গেল উয়েফা চ্যাম্পিয়নস লিগ। ৩৬ দলের লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ আট দল সরাসরি উঠে যায় শেষ ষোলোতে। নবম থেকে ২৪তম ১৬টি দল খেলে প্লে-অফ। মঙ্গলবার ও বুধবার রাতে প্লে-অফ পর্বের দ্বিতীয় লেগ শেষে আটটি দল উঠে গেছে শেষ ষোলোতে।
এবার শেষ ষোলোর ড্রয়ের অপেক্ষা। অবশ্য খুব বেশি সময় অপেক্ষা করতে হবে না। আগামীকাল শুক্রবারই যে ড্র। সুইজারল্যান্ডের নিওনে হাউস অব ইউরোপিয়ান ফুটবলে বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হবে ড্র অনুষ্ঠান।
ড্রতে সরাসরি শেষ ষোলোতে ওঠা আট দল বাছাই এবং প্লে-অফ খেলে ওঠা আট দলকে অবাছাই বিবেচনা করা হবে। তবে এবারের ড্র পুরোপুরি উন্মুক্ত নয়। লিগ পর্বের অবস্থান বিবেচনা করেই নকআউট পর্বের কাঠামো সাজিয়েছে উয়েফা। আর এ কারণেই শেষ ষোলোর সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে দুটি দলের নাম জেনে গেছে ক্লাবগুলো। ওই দুই দলের কোনটিকে প্রতিপক্ষ হিসেবে পাওয়া যাবে ড্রতে, নির্ধারিত হবে সেটিই। এ মৌসুমে এরপর আর কোনো ড্র নেই। এরপর কে কোন পথে ফাইনালে যেতে পারে, তা নির্ধারিত হয়ে গেছে আগেই।
লিগ পর্বের শীর্ষ আট দল (বাছাই, বন্ধনীতে অবস্থান)লিভারপুল (১), বার্সেলোনা (২), আর্সেনাল (৩), ইন্টার মিলান (৪), আতলেতিকো মাদ্রিদ (৫), বায়ার লেভারকুসেন (৬), লিল (৭) ও অ্যাস্টন ভিলা (৮)। প্লে-অফের বিজয়ীরা (অবাছাই, বন্ধনীতে অবস্থান)বরুসিয়া ডর্টমুন্ড (১০), রিয়াল মাদ্রিদ (১১), বায়ার্ন মিউনিখ (১২), পিএসভি (১৪), পিএসজি (১৫), বেনফিকা (১৬), ফেইনুর্ড (১৯) ও ক্লাব ব্রুগা (২৪)।ড্র কোথায় দেখবেনসনি স্পোর্টস টেন ২ চ্যানেলে সরাসরি দেখা যাবে। এ ছাড়া উয়েফার ওয়েবসাইটও সরাসরি সম্প্রচার করবে।
আরও পড়ুনএমবাপ্পে+ম্যানচেস্টার সিটি= ভালোবাসার গল্প৩১ মিনিট আগেকীভাবে ড্র হবে• লিগ পর্বের অবস্থান অনুযায়ী দলগুলোকে চারটি আলাদা ভাগে করা হয়েছে। যেমন ১ ও ২; ৩ ও ৪; ৫ ও ৬ এবং ৭ ও ৮। এর মানে হলো ১ ও ২ নম্বর দলের ফাইনালের আগে মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই। অন্য তিন জোড়ার জন্যও একই হিসাব।• ১ ও ২ নম্বর লিভারপুল ও বার্সেলোনা সম্ভাব্য প্রতিপক্ষ ১৫ থেকে ১৮তম দল (টিকে আছে পিএসজি ও বেনফিকা)।
• ৩ ও ৪ নম্বর আর্সেনাল ও ইন্টার মিলানের সম্ভাব্য প্রতিপক্ষ ১৩, ১৪, ১৯ অথবা ২০তম দল (টিকে আছে পিএসভি ও ফেইনুর্ড)।
• ৫ ও ৬ নম্বর দল আতলেতিকো ও লেভারকুসেনের সম্ভাব্য প্রতিপক্ষ ১১, ১২, ২১ ও ২২ নম্বর দল (রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন টিকে আছে)।
• ৭ ও ৮ নম্বর দল লিল ও অ্যাস্টন ভিলার সম্ভাব্য প্রতিপক্ষ ৯, ১০, ২৩ ও ২৪তম দল (টিকে আছে ব্রুগা ও ডর্টমুন্ড)।শেষ ষোলোর লাইনআপলিভারপুল/বার্সেলোনা-পিএসজি
লিভারপুল/বার্সেলোনা-বেনফিকা
লিল/অ্যাস্টন ভিলা-ক্লাব ব্রুগা
লিল/অ্যাস্টন ভিলা-বরুসিয়া ডর্টমুন্ড
আতলেতিকো/লেভারকুসেন-রিয়াল মাদ্রিদ
আতলেতিকো/লেভারকুসেন-বায়ার্ন মিউনিখ
আর্সেনাল/ইন্টার মিলান-পিএসভি
আর্সেনাল/ইন্টার মিলান-ফেইনুর্ডকোয়ার্টার ফাইনাল১ (লিভারপুল/বার্সেলোনা-পিএসজি: লিল/অ্যাস্টন ভিলা-ক্লাব ব্রুগা)
২ (আতলেতিকো/লেভারকুসেন-রিয়াল মাদ্রিদ: আর্সেনাল/ইন্টার মিলান-পিএসভি)
৩ (লিভারপুল/বার্সেলোনা-বেনফিকা: লিল/অ্যাস্টন ভিলা-বরুসিয়া ডর্টমুন্ড)
৪ (আতলেতিকো/লেভারকুসেন-বায়ার্ন মিউনিখ: আর্সেনাল/ইন্টার মিলান-ফেইনুর্ড)সেমিফাইনালকোয়ার্টার ফাইনাল (১)- কোয়ার্টার ফাইনাল (২)
কোয়ার্টার ফাইনাল (৩)- কোয়ার্টার ফাইনাল (৪)কবে কোন পর্ব
শেষ ষোলো: ৪/৫ ও ১১/১২ মার্চ
কোয়ার্টার ফাইনাল: ৮/৯ ও ১৫/১৬ এপ্রিল
সেমিফাইনাল: ২৯/৩০ এপ্রিল ও ৬/৭ মে
ফাইনাল: ৩১ মে (মিউনিখ)
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ল ল অ য স টন ভ ল ক য় র ট র ফ ইন ল ল গ পর ব ফ ইন র ড আতল ত ক অবস থ ন পর ব র প এসজ প এসভ
এছাড়াও পড়ুন:
সিলেটে বাসদ কার্যালয়ে পুলিশের অভিযান, আটক ২২
ব্যাটারিচালিত রিকশা শ্রমিকদের আন্দোলন কেন্দ্র করে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সিলেট কার্যালয়ে অভিযান চালিয়ে ২২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (১ নভেম্বর) সকালে নগরের আম্বরখানাস্থ বাসদ কার্যালয় থেকে তাদের আটক করে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়।
বাসদ নেতারা অভিযোগ করেছেন, সকালে নিয়মিত পাঠচক্র চলাকালে হঠাৎ পুলিশ কার্যালয় ঘেরাও করে নেতাকর্মীদের ধরে নিয়ে যায়।
আরো পড়ুন:
যুক্তরাষ্ট্রে প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের অর্থ সহায়তা দিল শিবির
বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে এগিয়ে নিতে সিকৃবি উপাচার্যের অঙ্গীকার
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘‘নিষেধাজ্ঞা সত্ত্বেও আজ (শনিবার) ব্যাটারিচালিত রিকশা শ্রমিকরা নগরে কর্মসূচি পালনের চেষ্টা করেছিল। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকার সন্দেহে কয়েকজনকে আটক করা হয়েছে। যাচাই-বাছাই শেষে অভিযোগের সত্যতা মিললে তাদের গ্রেপ্তার দেখানো হবে। গ্রেপ্তারদের নাম পরবর্তীতে জানানো হবে।’’
বাসদের সিলেট জেলা সভাপতি আবু জাফর বলেন, ‘‘ব্যাটারিচালিত রিকশার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে আজ (শনিবার) চৌহাট্টা থেকে আমাদের পূর্বঘোষিত ‘ভুখা মিছিল’ কর্মসূচি ছিল। কিন্তু শুক্রবার (৩১ অক্টোবর) রাতে পুলিশ নিষেধাজ্ঞা দেয়। এরপর আমরা কর্মসূচি স্থগিত করি। তবে সব শ্রমিককে তা জানানো সম্ভব হয়নি। সকালে শহীদ মিনার এলাকায় কয়েকজন শ্রমিক জড়ো হন। কিন্তু কার্যালয়ে শুধু পাঠচক্র চলছিল। সেখানে অভিযান চালিয়ে পুলিশ ২২ নেতাকর্মীকে ধরে নিয়ে গেছে।’’
এর আগে একই ইস্যুতে শুক্রবার (৩১ অক্টোবর) মধ্যরাতে নগরের আখালিয়া কালীবাড়ী এলাকার বাসা থেকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিলেটের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমনকেও আটক করে পুলিশ।
গত মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চৌহাট্টা-জিন্দাবাজার সড়ক অবরোধ করে আন্দোলন করেন ব্যাটারিচালিত অটোরিকশা শ্রমিকরা। ওই সময় আনোয়ার হোসেন সুমনসহ কয়েকজন বামঘরানার রাজনীতিকও আন্দোলনে অংশ নেন। আন্দোলনকারীরা ব্যাটারি রিকশা চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ ১১ দফা দাবি তুলে ধরে তা মেনে নিতে রবিবার (২ নভেম্বর) পর্যন্ত সময় বেঁধে দেন। সেই আলটিমেটাম শেষ হওয়ার একদিন আগে সিপিবির সুমন ও বাসদের ২২ নেতাকর্মীকে আটক করা হলো।
শনিবার (১ নভেম্বর) বিকেলে সংবাদ সম্মেলনে সিলেট মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী বলেন, ‘‘ব্যাটারি রিকশা শ্রমিকদের আন্দোলনে তৃতীয় পক্ষ ইন্ধন দিচ্ছে। পাল্টাপাল্টি কর্মসূচির কারণে সংঘাতের আশঙ্কায় রবিবারের কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হয়নি।’’
গত সেপ্টেম্বরের শেষ দিকে সিলেট মহানগরীতে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে অভিযান শুরু করে পুলিশ। পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরীর উদ্যোগে পরিচালিত এই অভিযানে শতাধিক রিকশা জব্দ ও একাধিক চার্জিং পয়েন্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এরপর থেকে নগরে ব্যাটারি রিকশা চলাচল বন্ধ রয়েছে।
ঢাকা/নুর/বকুল