চ্যাম্পিয়নস লিগ: শেষ ষোলোর ড্র কাল, কোন দল কার মুখোমুখি হতে পারে
Published: 20th, February 2025 GMT
শেষ ষোলোর শেষ আটটি দলকে পেয়ে গেল উয়েফা চ্যাম্পিয়নস লিগ। ৩৬ দলের লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ আট দল সরাসরি উঠে যায় শেষ ষোলোতে। নবম থেকে ২৪তম ১৬টি দল খেলে প্লে-অফ। মঙ্গলবার ও বুধবার রাতে প্লে-অফ পর্বের দ্বিতীয় লেগ শেষে আটটি দল উঠে গেছে শেষ ষোলোতে।
এবার শেষ ষোলোর ড্রয়ের অপেক্ষা। অবশ্য খুব বেশি সময় অপেক্ষা করতে হবে না। আগামীকাল শুক্রবারই যে ড্র। সুইজারল্যান্ডের নিওনে হাউস অব ইউরোপিয়ান ফুটবলে বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হবে ড্র অনুষ্ঠান।
ড্রতে সরাসরি শেষ ষোলোতে ওঠা আট দল বাছাই এবং প্লে-অফ খেলে ওঠা আট দলকে অবাছাই বিবেচনা করা হবে। তবে এবারের ড্র পুরোপুরি উন্মুক্ত নয়। লিগ পর্বের অবস্থান বিবেচনা করেই নকআউট পর্বের কাঠামো সাজিয়েছে উয়েফা। আর এ কারণেই শেষ ষোলোর সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে দুটি দলের নাম জেনে গেছে ক্লাবগুলো। ওই দুই দলের কোনটিকে প্রতিপক্ষ হিসেবে পাওয়া যাবে ড্রতে, নির্ধারিত হবে সেটিই। এ মৌসুমে এরপর আর কোনো ড্র নেই। এরপর কে কোন পথে ফাইনালে যেতে পারে, তা নির্ধারিত হয়ে গেছে আগেই।
লিগ পর্বের শীর্ষ আট দল (বাছাই, বন্ধনীতে অবস্থান)লিভারপুল (১), বার্সেলোনা (২), আর্সেনাল (৩), ইন্টার মিলান (৪), আতলেতিকো মাদ্রিদ (৫), বায়ার লেভারকুসেন (৬), লিল (৭) ও অ্যাস্টন ভিলা (৮)। প্লে-অফের বিজয়ীরা (অবাছাই, বন্ধনীতে অবস্থান)বরুসিয়া ডর্টমুন্ড (১০), রিয়াল মাদ্রিদ (১১), বায়ার্ন মিউনিখ (১২), পিএসভি (১৪), পিএসজি (১৫), বেনফিকা (১৬), ফেইনুর্ড (১৯) ও ক্লাব ব্রুগা (২৪)।ড্র কোথায় দেখবেনসনি স্পোর্টস টেন ২ চ্যানেলে সরাসরি দেখা যাবে। এ ছাড়া উয়েফার ওয়েবসাইটও সরাসরি সম্প্রচার করবে।
আরও পড়ুনএমবাপ্পে+ম্যানচেস্টার সিটি= ভালোবাসার গল্প৩১ মিনিট আগেকীভাবে ড্র হবে• লিগ পর্বের অবস্থান অনুযায়ী দলগুলোকে চারটি আলাদা ভাগে করা হয়েছে। যেমন ১ ও ২; ৩ ও ৪; ৫ ও ৬ এবং ৭ ও ৮। এর মানে হলো ১ ও ২ নম্বর দলের ফাইনালের আগে মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই। অন্য তিন জোড়ার জন্যও একই হিসাব।• ১ ও ২ নম্বর লিভারপুল ও বার্সেলোনা সম্ভাব্য প্রতিপক্ষ ১৫ থেকে ১৮তম দল (টিকে আছে পিএসজি ও বেনফিকা)।
• ৩ ও ৪ নম্বর আর্সেনাল ও ইন্টার মিলানের সম্ভাব্য প্রতিপক্ষ ১৩, ১৪, ১৯ অথবা ২০তম দল (টিকে আছে পিএসভি ও ফেইনুর্ড)।
• ৫ ও ৬ নম্বর দল আতলেতিকো ও লেভারকুসেনের সম্ভাব্য প্রতিপক্ষ ১১, ১২, ২১ ও ২২ নম্বর দল (রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন টিকে আছে)।
• ৭ ও ৮ নম্বর দল লিল ও অ্যাস্টন ভিলার সম্ভাব্য প্রতিপক্ষ ৯, ১০, ২৩ ও ২৪তম দল (টিকে আছে ব্রুগা ও ডর্টমুন্ড)।শেষ ষোলোর লাইনআপলিভারপুল/বার্সেলোনা-পিএসজি
লিভারপুল/বার্সেলোনা-বেনফিকা
লিল/অ্যাস্টন ভিলা-ক্লাব ব্রুগা
লিল/অ্যাস্টন ভিলা-বরুসিয়া ডর্টমুন্ড
আতলেতিকো/লেভারকুসেন-রিয়াল মাদ্রিদ
আতলেতিকো/লেভারকুসেন-বায়ার্ন মিউনিখ
আর্সেনাল/ইন্টার মিলান-পিএসভি
আর্সেনাল/ইন্টার মিলান-ফেইনুর্ডকোয়ার্টার ফাইনাল১ (লিভারপুল/বার্সেলোনা-পিএসজি: লিল/অ্যাস্টন ভিলা-ক্লাব ব্রুগা)
২ (আতলেতিকো/লেভারকুসেন-রিয়াল মাদ্রিদ: আর্সেনাল/ইন্টার মিলান-পিএসভি)
৩ (লিভারপুল/বার্সেলোনা-বেনফিকা: লিল/অ্যাস্টন ভিলা-বরুসিয়া ডর্টমুন্ড)
৪ (আতলেতিকো/লেভারকুসেন-বায়ার্ন মিউনিখ: আর্সেনাল/ইন্টার মিলান-ফেইনুর্ড)সেমিফাইনালকোয়ার্টার ফাইনাল (১)- কোয়ার্টার ফাইনাল (২)
কোয়ার্টার ফাইনাল (৩)- কোয়ার্টার ফাইনাল (৪)কবে কোন পর্ব
শেষ ষোলো: ৪/৫ ও ১১/১২ মার্চ
কোয়ার্টার ফাইনাল: ৮/৯ ও ১৫/১৬ এপ্রিল
সেমিফাইনাল: ২৯/৩০ এপ্রিল ও ৬/৭ মে
ফাইনাল: ৩১ মে (মিউনিখ)
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ল ল অ য স টন ভ ল ক য় র ট র ফ ইন ল ল গ পর ব ফ ইন র ড আতল ত ক অবস থ ন পর ব র প এসজ প এসভ
এছাড়াও পড়ুন:
যাত্রাবাড়ীতে বিদ্যুৎমিস্ত্রিকে পিটিয়ে হত্যা
রাজধানীতে হাত ও পা বেঁধে রড দিয়ে পিটিয়ে আনোয়ার হোসেন (৪৩) নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে যাত্রাবাড়ীর কাউন্সিল শরিফ পাড়ায় বাসের অবকাঠামো তৈরির একটি কারখানায় এ ঘটনা ঘটে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বিদ্যুৎমিস্ত্রি ছিলেন আনোয়ার হোসেন। তাঁর কর্মস্থল ছিল পুরান ঢাকার সদরঘাটে। পারিবারিক সূত্র জানায়, আনোয়ার হোসেন স্ত্রী ও দুই মেয়ে নিয়ে রাজধানীর মাতুয়াইলের মৃধাবাড়ি এলাকায় থাকতেন।
আনোয়ারের ভাই দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, গতকাল ভোরে আনোয়ার বাসা থেকে নামাজ পড়ার উদ্দেশ্যে বের হন। পরে খবর পান, তাঁর ভাইকে কাউন্সিল উত্তর শরিফ পাড়ায় বাসের অবকাঠামো তৈরির গ্যারেজে নিয়ে হাত–পা বেঁধে রাখা হয়েছে। এরপর সেখানে গিয়ে আনোয়ারের হাত–পা বাঁধা ও রক্তাক্ত মুমূর্ষু অবস্থায় দেখতে পান তাঁর মা।
লোহার রড দিয়ে পেটানো হয়েছে বলে মৃত্যুর আগের তাঁর মাকে জানিয়েছিলেন আনোয়ার। তাঁর ভাই এ কথা জানিয়ে বলেন, এর কিছুক্ষণ পরই ঘটনাস্থলেই আনোয়ারের মৃত্যু হয়। এরপর যাত্রাবাড়ীর থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
গতকাল সন্ধ্যায় যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, ভোরে সঙ্গী সুমনকে নিয়ে আনোয়ার বাসের কাঠামো তৈরির কারখানায় চুরি করতে যান। এ সময় সেখানে থাকা লোকজন তাঁকে পিটিয়ে হত্যা করে। তাঁর সঙ্গী সুমন পালিয়ে যান।