ব্যাট হাতে বীরত্ব দেখালেন বেন ডাকেট। তাকে দারুণ সঙ্গ দিলেন জো রুট। তাদের দুজনের ব্যাটে ভর করে অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় সংগ্রহ পেয়েছে ইংল্যান্ড।

আজ শনিবার (২২ ফেব্রুয়ারি, ২০২৫) বিকেলে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে ইংল্যান্ড। বেন ডাকেটের ১৬৫ ও রুটের ৬৮ রানের ইনিংসে ভর করে ৮ উইকেটে ৩৫১ রান করে। জিততে অস্ট্রেলিয়াকে করতে হবে ৩৫২ রান।

বিস্তারিত আসছে.

..

আরো পড়ুন:

ভারতের মুখোমুখি হওয়ার আগে পাকিস্তানের প্রেরণা ২০১৭

সাকিবকে দলে ভিড়িয়ে আলোচনায় রূপগঞ্জ

ঢাকা/আমিনুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

আমদানি বৃদ্ধি ইতিবাচক, ধারাবাহিকতা থাকতে হবে

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম তিন মাসে মূলধনি যন্ত্রপাতি ও ভোগ্যপণ্যের ঋণপত্র খোলার হারে যে প্রবৃদ্ধি হয়েছে, সেটিকে আমি ইতিবাচক হিসেবেই দেখছি। তবে তিন মাসের চিত্র দিয়ে সামগ্রিক অবস্থা এখনো মূল্যায়ন করার সময় হয়নি।

মূলধনি যন্ত্রপাতি আমদানিতে হঠাৎ প্রায় ২৩ শতাংশ প্রবৃদ্ধি ঘটেছে। এটা সুখবর হলেও কোনো বড় প্রকল্পের মালামাল আমদানিতে এত বেশি প্রবৃদ্ধি হয়েছে কি না, তা খতিয়ে দেখা দরকার। যদি সত্যিকারের নতুন নতুন কারখানার যন্ত্রপাতি আমদানির মাধ্যমে এ প্রবৃদ্ধি ঘটে, তাহলে তা অর্থনীতির জন্য ইতিবাচক।

মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধারাবাহিকতা থাকলেই বলা যাবে, দেশে বিনিয়োগ হচ্ছে। বিনিয়োগ হলে সামনে কর্মসংস্থানও বাড়বে। আর তাতে অর্থনীতিতেও গতি সঞ্চার হবে।

মূলধনি যন্ত্রপাতির মতো ভোগ্যপণ্যের ঋণপত্র খোলার হারও বাড়ছে। বাংলাদেশ ব্যাংক তিন মাসের যে তুলনা করে দেখিয়েছে, তাতে ঋণপত্র খোলার হার ২০ শতাংশ বেড়েছে।

সব মিলিয়ে মূলধনি যন্ত্রপাতি আমদানিতে যে প্রবৃদ্ধি হয়েছে, তা আগামী কয়েক মাস অব্যাহত থাকলে অর্থনীতিতে কর্মচাঞ্চল্য বাড়বে।

মোহাম্মদ মোস্তফা হায়দার, পরিচালক, টি কে গ্রুপ

সম্পর্কিত নিবন্ধ