গত বৃহস্পতিবার কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপে গোল করে বছরটা শুরু করেন লিওনেল মেসি। এরপর আজ সকালে মেজর লিগ সকারের (এমএলএস) নতুন মৌসুমেও ঝলক দেখিয়েছেন মেসি। নিজে গোল না পেলেও হারতে থাকা ইন্টার মায়ামিকে জোড়া গোলে সহায়তা করেছেন এই ফরোয়ার্ড।

আর্জেন্টাইন মহাতারকার কল্যাণে নিউইয়র্ক সিটির বিপক্ষে শেষ পর্যন্ত ২–২ গোলে ড্র করে মাঠ ছাড়ে ইন্টার মায়ামি। এই ম্যাচে প্রথম গোলে সহায়তা করে নতুন এক রেকর্ড গড়েছেন মেসি। পরে অবশ্য রেকর্ডটা আরও সমৃদ্ধ করেছেন তিনি।

চেজ স্টেডিয়ামে আজ ম্যাচের ৫ মিনিটে টমাস আভিলেসের গোলে সহায়তা করেন মেসি। নিউইয়র্কের পেনাল্টি বক্সে ঢুকে পড়া মেসি বাঁ পায়ে বল ঠেলে দেন টমাস আভিলেসের কাছে।

আরও পড়ুনমেসি–ঝলকে বাঁচল প্রায় ৮০ মিনিট ১০ জন নিয়ে খেলা মায়ামি২১ ঘণ্টা আগে

মেসির কাছ থেকে বল পেয়ে গোল করতে একেবারেই বেগ পেতে হয়নি আভিলেসের। এই গোলের মধ্য দিয়ে এমএলএসের ইতিহাসে দ্রুততম সময়ে ৪০ গোলে অবদান (২১ গোল ও ১৯ গোলে সহায়তা) রাখার নতুন রেকর্ড গড়েছেন বিশ্বকাপজয়ী এই মহাতারকা।

মাত্র ২৬ লিগ ম্যাচে এই রেকর্ড নিজের করে নিয়েছেন মেসি। পাশাপাশি এদিন দুই গোলে সহায়তা করে ক্যারিয়ারে নিজের মোট অ্যাসিস্টের সংখ্যাটাকে ৩৮১–তে নিয়ে গেলেন সাবেক এই বার্সেলোনা ফরোয়ার্ড। এই রেকর্ডে মেসির আশপাশেও নেই কেউ।
ম্যাচ শেষে দলকে হার থেকে বাঁচানো মেসির দারুণ প্রশংসা করেছেন ইন্টার মায়ামি কোচ হ্যাভিয়ের মাচেরানো।

আরও পড়ুনএমএলএসে সবচেয়ে দামি নন মেসিরা, শীর্ষে কারা২২ ঘণ্টা আগে

৩৭ বছর বয়সী মেসিকে নিয়ে মাচেরানো বলেন, ‘সে এই দলের প্রাণ। মাঠে নিশ্চয়ই আপনারা সেটা দেখেছেন। সে মাঠে এমন একজন শিশুর মতো খেলে, যে কখনো হারতে চায় না। এটাই আমাদেরকে অনেকটা এগিয়ে রেখেছে। বিষয়টা শুধু সে মাঠে কী করে, তা নয়; বরং সতীর্থর্দের মধ্যে সে যেভাবে বিষয়টা ছড়িয়ে দেয়, সেটাও দারুণ। ৩৭ বছর বয়সে সে যা অর্জন করছে, সেটা অসাধারণ।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র কর ড

এছাড়াও পড়ুন:

ফিলিস্তিনি জনগণকে গণহত্যা থেকে রক্ষায় পররাষ্ট্র উপদেষ্টার আহ্বান

ফিলিস্তিনের জনগণকে গণহত্যা ও নিষ্ঠুরতম বর্বরতা থেকে রক্ষা করতে অবিলম্বে পরিপূর্ণ যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

ফিলিস্তিন সংকটের একটি শান্তিপূর্ণ সমাধানে গতকাল মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে দেওয়া বক্তব্যে পররাষ্ট্র উপদেষ্টা এ আহ্বান জানান।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ইসরায়েল এখন পর্যন্ত ৫৮ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। তারা গণহত্যা অব্যাহত রেখেছে। ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী সবাইকে বিচারের আওতায় আনার আহ্বান জানান তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি বাংলাদেশের অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত করেন। সেই সঙ্গে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি স্থাপনের একমাত্র পথ হিসেবে দ্বি–রাষ্ট্র সমাধান বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

গাজা পুনর্গঠনে আরব দেশগুলোর পরিকল্পনাকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, বাংলাদেশ জাতিসংঘের নেতৃত্বে গাজা পুনর্গঠন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে প্রস্তুত রয়েছে। গাজায় জাতিসংঘের ত্রাণ বিতরণ কার্যক্রমে বাধা দেওয়ার যেকোনো প্রচেষ্টা সর্বাত্মকভাবে প্রতিরোধ করার আহ্বান জানান তিনি।

ফ্রান্স ও সৌদি আরবের যৌথ উদ্যোগে নিউইয়র্কে তিন দিনব্যাপী ‘জাতিসংঘ হাই লেভেল ইন্টারন্যাশনাল কনফারেন্স ফর দ্য পিসফুল সেটেলমেন্ট অব দ্য কোয়েশ্চেন অব প্যালেস্টাইন অ্যান্ড দ্য ইমপ্লিমেন্টেশন অব দ্য টু স্টেট সল্যুশন’ শীর্ষক মন্ত্রীপর্যায়ের এই সম্মেলন আয়োজন করা হয়েছে। বাংলাদেশসহ ১১৮টি দেশের প্রতিনিধিরা এতে অংশ নিচ্ছেন।

সম্পর্কিত নিবন্ধ

  • নিউইয়র্কে দিদারুলকে ‘গার্ড অব অনার’, হাজারো মানুষের শ্রদ্ধা-ভালোবাসায় শেষবিদায়
  • মেসিকে শাস্তির নামে ‘বিশ্রাম’ দিয়েছে এমএলএস
  • নিউইয়র্কের রাস্তায় নীল সোনম কাপুর
  • ভুল এলিভেটর, যাকে খুশি গুলি, যেন কোনো শুটিং গেম
  • যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তাহলে কি ফিলিস্তিনের প্রতি সমর্থন গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠছে
  • ফিলিস্তিনি জনগণকে গণহত্যা থেকে রক্ষায় পররাষ্ট্র উপদেষ্টার আহ্বান