শেষ অধ্যায়ে প্রবেশ করেছে ইউরোপীয় শীর্ষ লিগ। এখন শীর্ষ দলগুলোর চোখ সরাসরি শিরোপার দিকে। কোথাও কোথাও লড়াই এক পক্ষীয় থাকলেও কোথাও আবার বেশ রোমাঞ্চকর রূপ ধারণ করেছে। লা লিগায় যেমন ত্রিমুখী শিরোপা লড়াই রীতিমতো রুদ্ধশ্বাস এক আখ্যানে রূপ নিয়েছে।

এ পরিস্থিতিতে শিরোপা জিততে পারে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদ। ইতালিয়ান লিগ সিরি ‘আ’তেও চলছে শীর্ষস্থান দখলের লড়াই। তবে প্রিমিয়ার লিগ ও বুন্দেসলিগার শিরোপা লড়াই ক্রমশ এক পক্ষীয় হয়ে যাচ্ছে। কোনো নাটকীয়তা না হলে প্রিমিয়ার লিগে লিভারপুল ও বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখই হয়তো শিরোপা জিততে যাচ্ছে।

বার্সা-রিয়াল-আতলেতিকোর রোমাঞ্চকর লড়াই

লা লিগায় গত মঙ্গলবার রায়ো ভায়েকানোকে হারিয়ে শীর্ষে উঠে আসে বার্সেলোনা। এরপর শনিবার রাতে লাস পালমাসের বিপক্ষেও জয় পেয়েছে তারা। এই দুই জয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষ স্থানটা বার্সার দখলেই থাকল। যদিও রিয়ালের চেয়ে বার্সা এগিয়ে আছে কেবল গোল ব্যবধানে।

আরও পড়ুনদুই বদলির গোলে আতলেতিকোর আড়াই ঘণ্টার ‘রাজত্ব’ কাড়ল বার্সেলোনা২৩ ফেব্রুয়ারি ২০২৫

২৫ ম্যাচে বার্সার পয়েন্ট ৫৪ এবং গোল ব্যবধান (‍+৪২), সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল। কারণ, গোল ব্যবধানে পিছিয়ে আছে রিয়াল (‍+৩১)। নিজেদের ম্যাচে জিরোনাকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল। লড়াইয়ে অবশ্য আতলেতিকোও বেশ ভালোভাবে আছে। শেষ ম্যাচে ভ্যালেন্সিয়াকে ৩-০ গোলে হারানো আতলেতিকো ২৫ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে আছে ৩ নম্বরে।

অবশেষে নাপোলিকে সরাল ইন্টার মিলান

কিছুদিন ধরেই সিরি ‘আ’র শীর্ষে থাকা নাপোলির ঘাড়ে নিশ্বাস ফেলছিল ইন্টার মিলান। তবে কোনোভাবেই শীর্ষে উঠতে পারছিল না। এবার শেষ পর্যন্ত সফল হয়েছে তারা। নাপোলির হারের সুযোগ নিয়ে শীর্ষে উঠে এল ইন্টার। সর্বশেষ ম্যাচে জেনোয়ার বিপক্ষে ইন্টার জিতলেও নিজেদের ম্যাচ হেরে গেছে নাপোলি। সাবেক চ্যাম্পিয়নদের ২-১ গোলে হারিয়েছে কোমো। এই হারে ২৬ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে নাপোলি। আর সমান ম্যাচে এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে উঠে এসেছে ইন্টার। লড়াইয়ে অবশ্য আতালান্তাও আছে। তাদের পয়েন্ট ২৬ ম্যাচে ৫৪।

ইংল্যান্ডে শিরোপা জয়ের পথে লিভারপুল

শনিবার রাতে আর্সেনাল হারায় লিভারপুলের সামনে সুযোগ এসেছিল ১১ পয়েন্টে এগিয়ে যাওয়ার। ম্যাচটা ম্যানচেস্টার সিটির বিপক্ষে হওয়ায় খানিকটা ভয় ছিল লিভারপুলের ভক্তদের। কিন্তু সিটির মাঠে লিভারপুল পেয়েছে ২-০ গোলের দারুণ এক জয়।

আরও পড়ুনব্যালন ডি’অরের পথে সালাহ, প্রিমিয়ার লিগ জয়ের পথে লিভারপুল৩ ঘণ্টা আগে

এ জয়ে ২৬ ম্যাচে লিভারপুলের পয়েন্ট ৬৪ আর এক ম্যাচ কম খেলে আর্সেনালের পয়েন্ট এখন ৫৩। এ পর্যায়ে এসে লিভারপুল পা না হড়কালে তাদের ছোঁয়াটা প্রায় অসম্ভাব গানারদের জন্য। ফলে নাটকীয় কিছু না হলে শিরোপা যে লিভারপুরের হাতে উঠতে যাচ্ছে, তা বলাই যায়। অন্য দিকে লিভারপুলের কাছে হারা সিটি সেরা চারে থাকলেও ‘অল রেড’দের চেয়ে ২০ পয়েন্টে পিছিয়ে আছে।

জার্মানিতে বায়ার্নের দাপট

ব্যবধান ধরে রেখেই দাপটের সঙ্গে শিরোপার দিকে এগোচ্ছে বায়ার্ন মিউনিখ। নিজেদের কাজ ঠিকঠাক করে প্রতিপক্ষে কোনো সুযোগই দিচ্ছে না তারা। ফলে লেভারকুসেন এখন ঠিক পথে এগোলেও বায়ার্নে কাছাকাছি যেতে পারছে না। নিজেদের শেষ ম্যাচে ফ্রাঙ্কফুর্টকে ৪-০ গোলে হারিয়েছে তারা। ফলে ২৩ ম্যাচে শীর্ষে থাকা বায়ার্নের পয়েন্ট ৫৮। অন্য দিকে হোলস্টাইন কিলকের ২-০ গোলে হারানো লেভারকুসেন আছে দুই নম্বরে। তাদের পয়েন্ট ২৩ ম্যাচে ৫০। বুন্দেসলিগায় বাকি আছে আর ১১ ম্যাচ।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবধ ন আতল ত ক ইন ট র

এছাড়াও পড়ুন:

রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা নেই, প্রতিযোগিতামূলক অবস্থায় থাকব: বাণিজ্য উপদেষ্টা

১৫ শতাংশ কমিয়ে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ২০ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।  ২০ শতাংশ শুল্ক আরোপ করায় বাংলাদেশ প্রতিযোগিতামূলক অবস্থায় থাকবে বলে মনে করছেন বাণিজ্য উপদেষ্টা।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা প্রথম আলোকে জানান, বাণিজ্য উপদেষ্টা তাঁর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ‘বাংলাদেশের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করায় আমরা প্রতিযোগিতামূলক অবস্থায় থাকব। যুক্তরাষ্ট্রে আমাদের রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা নেই। তবে আমরা ২০ শতাংশের নিচে প্রত্যাশা করেছিলাম।’

স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাহী আদেশে নতুন এই হার ঘোষণা করা হয়। সবশেষ বাংলাদেশকে চিঠি দিয়ে ৩৫ শতাংশ পাল্টা শুল্কের কথা জানিয়েছিল মার্কিন প্রশাসন। সে হিসাবে শুল্ক ১৫ শতাংশ কমিয়ে নতুন হার ঘোষণায় করা হয়েছে।

ট্রাম্পের ওই নির্বাহী আদেশ হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আদেশে বাংলাদেশ ছাড়াও কয়েক ডজন দেশের ওপর মার্কিন শুল্কের হার তুলে ধরা হয়েছে। বাকি দেশগুলোর মধ্যে ভারতের ওপর ২৫ শতাংশ,পাকিস্তানের ওপর ১৯ শতাংশ, আফগানিস্তানের ওপর ১৫ শতাংশ,  ব্রাজিলের ওপর ১০ শতাংশ, ইন্দোনেশিয়ার ওপর ১৯ শতাংশ, মালয়েশিয়ার ওপর ১৯ শতাংশ, মিয়ানমারের ওপর ৪০ শতাংশ, ফিলিপাইনের ওপর ১৯ শতাংশ, শ্রীলঙ্কার ওপর ২০ শতাংশ ও ভিয়েতনামের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন।

আজ থেকে বাংলাদেশকে বর্তমানের গড় ১৫ শতাংশ ও নতুন পাল্টা শুল্ক ২০ শতাংশ, অর্থাৎ মোট ৩৫ শতাংশ শুল্ক দিয়ে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করতে হবে।

পাল্টা শুল্ক নিয়ে আলোচনা জন্য বাংলাদেশের প্রতিনিধি দল বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছে। শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) সঙ্গে টানা তিন দিন আলোচনা করেন প্রতিনিধি দলের সদস্যরা। মঙ্গল ও বুধবারের পর গতকাল বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো আলোচনা হয়।

বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। এ ছাড়াও দলে ছিলেন—জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্যসচিব মাহবুবুর রহমান ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজনীন কাউসার চৌধুরী।

আরও পড়ুন১৫ শতাংশ কমিয়ে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক ২০ শতাংশ ১ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ