ঘুষ গ্রহণের দায়ে খুলনা আদালত কর্মচারীর ১০ বছরের কারাদণ্ড
Published: 25th, February 2025 GMT
খুলনার আদালতে রায় পাইয়ে দেওয়ার কথা বলে ঘুষ গ্রহণের অভিযোগে খুলনা বিভাগীয় স্পেশাল জজ আদালতের সাবেক প্রসেস সার্ভেয়ার (জারিকারক) কাম হিসাব রক্ষক অলক কুমার নন্দীকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায় আরো ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) খুলনা বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক আশরাফুল ইসলাম এ রায় প্রদান করেন।
আদালতে দুদকের পিপি খন্দকার মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেন। রায় ঘোষণার সময় আসামি অলক কুমার নন্দী আদালতে উপস্থিত ছিলেন।
আইনজীবী জানান, চলমান একটি মামলার রায় পাইয়ে দেওয়ার কথা বলে অলক কুমার নন্দী একজন আসামির স্ত্রীর কাছ থেকে দেড় লাখ টাকা ঘুষ গ্রহণ করেন। কিন্তু পরবর্তীতে ওই মামলার রায় তার বিপক্ষে গেলে তিনি ওই টাকা ফেরত দাবি করেন। এই নিয়ে তালবাহানা করলে তার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়। প্রাথমিক তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তাকে বরখাস্ত করা হয়।
এ ঘটনায় ২০০০ সালের ৩০ মে দুদকের সাবেক পরিদর্শক কেএম মেজবাহ উদ্দিন বাদী হয়ে অলক কুমার নন্দীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। তদন্ত শেষে দুদকের পরিদর্শক সুভাষ চন্দ্র দত্ত ২০০৪ সালে আদালতে মামলার চার্জশিট প্রদান করেন।
ঢাকা/নুরুজ্জামান/এস
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বেক্সিমকোর বন্ধ কারখানা চালুর উদ্যোগ
বেক্সিমকো গ্রুপের বন্ধ কারখানাগুলো পুনরায় চালু করার জন্য জাপানের রিভাইভাল নামক একটি প্রতিষ্ঠান ২৪৫ কোটি টাকা বিনিয়োগ করতে যাচ্ছে। এই উদ্যোগে রিভাইভালের সাথে যুক্ত রয়েছে যুক্তরাষ্ট্রের ইকোমিলি। সরকার এই যৌথ বিনিয়োগে সম্মতি দিয়েছে এবং ত্রিপক্ষীয় চুক্তি সাক্ষরের অপেক্ষায় রয়েছে, যেখানে রিভাইভাল, জনতা ব্যাংক ও বেক্সিমকো অন্তর্ভুক্ত থাকবে। প্রাথমিকভাবে ১৫টি কারখানা চালুর চেষ্টা চলছে। বুয়েট ইনভেস্টমেন্ট নেটওয়ার্কের মাধ্যমে আরও ১০ কোটি ডলার ঋণের ব্যবস্থা করা হবে।