অ্যাসেট ট্রিপল এ অ্যাওয়ার্ডস অর্জন করেছে ইউসিবি ইনভেস্টমেন্ট
Published: 27th, February 2025 GMT
সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড (ইউসিবিআইএল) বাংলাদেশের আর্থিক খাতে আরেকটি উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করেছে। প্রতিষ্ঠানটি অ্যাসেট ট্রিপল এ অ্যাওয়ার্ডস ফর সাসটেইনেবল ফাইন্যান্স ২০২৫-এ পাঁচটি বিভাগের সকল পুরস্কার অর্জন করে, যা টেকসই অর্থায়নে এর নেতৃত্বকে সুপ্রতিষ্ঠিত করেছে।
এর আগে, ফাইন্যান্সএশিয়া অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস ২০২৪-এ ইউসিবিআইএল দক্ষিণ এশিয়া ও এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ছয়টি ক্যাটাগরিতে বিজয়ী হয়েছিল। এই ধারাবাহিক সাফল্য বাংলাদেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বাজার উন্নয়নের অন্যতম দায়িত্বশীল চালিকাশক্তি হিসেবে ইউসিবিআইএল-কে প্রতিষ্ঠিত করেছে।
অ্যাসেট ট্রিপল এ অ্যাওয়ার্ডস ফর সাসটেইনেবল ফাইন্যান্স ২০২৫-প্রাপ্ত পুরস্কারসমূহ হচ্ছে: বেস্ট অ্যাডভাইজর অ্যাওয়ার্ডস—বেস্ট বন্ড অ্যাডভাইজর; বেস্ট ইকুইটি অ্যাডভাইজর এবং বেস্ট ডিল অ্যাওয়ার্ডস—বেস্ট বন্ড; বেস্ট ইকুইটি, বেস্ট রাইটস ইস্যু।
বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান হিসেবে সবগুলো ক্যাটাগরিতে পুরস্কার অর্জনের মাধ্যমে ইউসিবিআইএল দেশের শীর্ষস্থানীয় টেকসই অর্থায়ন সহায়তাকারী প্রতিষ্ঠান হিসেবে তার অবস্থান আরও সুদৃঢ় করেছে।
বিগত কয়েক বছরে ইউসিবিআইএল ধারাবাহিকভাবে বিভিন্ন আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে, যার মধ্যে রয়েছে: টানা দুই বছর ফাইন্যান্সএশিয়া ও ইউরোমানি কর্তৃক “বাংলাদেশের সেরা ইনভেস্টমেন্ট ব্যাংক” নির্বাচিত হওয়া এবং এশিয়ামানি, দ্য অ্যাসেট ট্রিপল এ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থা থেকে একাধিক পুরস্কার অর্জন।
ইউসিবিআইএল টেকসই ও সময়োপযোগী আর্থিক সমাধানের মাধ্যমে দেশের পুঁজিবাজার ও আর্থিক খাতে ইতিবাচক পরিবর্তন আনতে প্রতিশ্রুতিবদ্ধ। বিনিয়োগকারীদের আস্থা ও অংশগ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠানটি বাংলাদেশে টেকসই ও প্রভাবশালী বিনিয়োগের নতুন দ্বার উন্মোচনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এএ
.উৎস: SunBD 24
কীওয়ার্ড: ফ ইন য ন স ট কসই
এছাড়াও পড়ুন:
ঢাকা সিটি কলেজে একাদশে ভর্তি, জেনে নিন বিস্তারিত তথ্য
ঢাকা সিটি কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ছাত্রছাত্রী ভর্তির আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে।
আবেদনের ন্যূনতম যোগ্যতা—
বিজ্ঞান বিভাগ:
১. প্রভাতি (বাংলা ভার্সন)—জিপিএ ৪.৭৫ (উচ্চতর গণিতসহ)
২. প্রভাতি (ইংরেজি ভার্সন)—জিপিএ ৪.৭৫ (উচ্চতর গণিতসহ)
৩. দিবা (বাংলা ভার্সন)—জিপিএ ৫.০০ (উচ্চতর গণিতসহ)
ব্যবসায় শিক্ষা বিভাগ:
১. প্রভাতি (বাংলা ভার্সন)—জিপিএ ৩.৫০
২. প্রভাতি (ইংরেজি ভার্সন)—জিপিএ ৪.০০
৩. দিবা (বাংলা ভার্সন)—জিপিএ ৪.০০
মানবিক বিভাগ:
১. প্রভাতি (বাংলা ভার্সন)—জিপিএ ৩.৫০
২. দিবা (বাংলা ভার্সন)—জিপিএ ৪.০০
ভর্তি ও কলেজসংক্রান্ত তথ্য
১. অনলাইনের মাধ্যমে ঢাকা সিটি কলেজকে পছন্দের তালিকায় ১ নম্বরে রেখে আবেদন করতে হবে। আবেদনের সময় থানা ‘ধানমন্ডি’ নির্বাচন করতে হবে।
২. অনলাইনে আবেদনের ওয়েবসাইট
৩. অনলাইনে ২২০ টাকা আবেদন ফি জমা দিয়ে একজন শিক্ষার্থীকে কমপক্ষে ৫টি কলেজ ও সর্বোচ্চ ১০টি কলেজে পছন্দক্রম অনুসারে আবেদন করতে হবে।
৪. আবেদনের তারিখ ৩০ জুলাই থেকে ১১ আগস্ট ২০২৫।
৫. প্রভাতি শাখা ছাত্রী এবং দিবা শাখা ছাত্রদের জন্য।
৬. ছাত্রীদের ক্লাস সকাল ৭:৩০টা থেকে এবং ছাত্রদের ক্লাস দুপুর ১২:৩০টা থেকে শুরু হয়।
বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট