৫০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে ১৫০ রানের ইনিংস কম নেই। সংখ্যাটা ১৫০ ছুঁয়েছে ২০২৩ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই। আহমেদাবাদে ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে ১৫২ রান করে অপরাজিত ছিলেন।

ওয়ানডেতে ‘সার্ধশত’র সংখ্যাটা এখন ১৬৩। যার সর্বশেষটি কাল লাহোরে করেছেন ইব্রাহিম জাদরান। আফগানিস্তান ওপেনারের ১৭৭ রানের ইনিংসটা চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় করে দিয়েছে ইংল্যান্ডকে।

জাদরানের ১৭৭ রানের ইনিংসটি আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ। ওয়ানডেতে আফগানিস্তানের সর্বোচ্চ ইনিংসও এটি। আগের রেকর্ডটাও অবশ্য জাদরানেরই ছিল, ২০২২ সালে পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে ১৬২। ওয়ানডে ক্যারিয়ারের দুবার ১৫০ ছাড়িয়েই দারুণ এক কীর্তি গড়েছেন ২৩ বছর বয়সী এই ব্যাটসম্যান। ৫৪ বছরের ওয়ানডে ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে বয়স ২৪ হওয়ার আগেই দুবার ১৫০ ছাড়ালেন ডানহাতি এই ব্যাটসম্যান।

ওয়ানডেতে সবচেয়ে বেশি ১৫০ ছাড়ানো ইনিংস ভারতের রোহিত শর্মার.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: জ দর ন ১৫০ ছ

এছাড়াও পড়ুন:

তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।

বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।

উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।

ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।

এএএম//

সম্পর্কিত নিবন্ধ