বাংলাদেশ স্কাউটসকে আরও গতিশীল, আত্মনির্ভরশীল করে তোলার তাগিদ দিয়েছেন বিভিন্ন দপ্তরের প্রধানরা। স্কাউট আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
শনিবার কাকরাইলে বাংলাদেশ স্কাউটসের শামস হলে রোভার অঞ্চলের ১৫২তম নির্বাহী কমিটির সভায় এ আহ্বান জানান দেশের বিভিন্ন দপ্তরের প্রধানরা।
ঢাকায় রোভার অঞ্চলের সভাপতি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.
সভায় ১১টি আলোচ্যসূচিতে আলোচনা ও সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। আলোচনায় অংশগ্রহণ করে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোসাম্মৎ আসমা বেগম তার বক্তব্যে স্কাউট আন্দোলনকে আরো বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ্ বলেন, স্কাউট আন্দোলনে তরুণ সমাজ নাগরিক হিসেবে গড়ে উঠছে।
মহাপরিচালক ও কমিশনার প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান তার বক্তব্যে রোভার কার্যক্রমকে গতিশীল রাখার ব্যাপারে ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন এবং রোভার স্কাউটকে আত্মনির্ভরশীলতার ব্যাপারে তাগিদসহ কর্মমুখী শিক্ষা, কর্মময় জীবন স্লোগান ধারণ করে স্কাউটিংকে এগিয়ে নেওয়ার পরামর্শ দেন।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
এদের কোনো দিন শিক্ষা হবে না
আগের পর্বআরও পড়ুন‘বাংলাদেশের কি সুপারফোরে ওঠার চান্স আছে?’১৭ সেপ্টেম্বর ২০২৫