ভারতের কারণে অস্ট্রেলিয়ার পর দ. আফ্রিকাও গেল দুবাইতে
Published: 2nd, March 2025 GMT
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫ এর ‘এ’ গ্রুপের দলগুলোকে পাকিস্তান ও আরব আমিরাতে দৌড়াতে হয়েছে। কেবল ভারত ছাড়া। তারা দুবাইতে অবস্থান করে খেলছে সেখানেই। তাদের কোনো দৌড়াদৌড়ি নেই। এছাড়া বাংলাদেশ, নিউ জিল্যান্ড ও পাকিস্তানকে দৌড়াতে হয়েছে দুই দেশে।  
এবার সেই তালিকায় যুক্ত হলো ‘বি’ গ্রুপ থেকে সেমিফাইনালে নাম লেখানো অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকাও। যেহেতু এখনও ‘এ’ গ্রুপের খেলা শেষ হয়নি। এখনও জানা যায়নি কে গ্রুপসেরা হবে আর কে হবে রানার্স-আপ। ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন দলের বিপক্ষে সেমিফাইনালে খেলবে অস্ট্রেলিয়া। আর রানার্স-আপ দলের বিপক্ষে খেলবে দক্ষিণ আফ্রিকা।
আজকের (০২ মার্চ, ২০২৫) ভারত ও নিউ জিল্যান্ডের ম্যাচের পর জানা যাবে অস্ট্রেলিয়া ও প্রোটিয়ারা কাকে পেয়েছে প্রতিপক্ষ হিসেবে। এখন ভারত গ্রুপসেরা হলে অস্ট্রেলিয়া খেলবে তাদের বিপক্ষে। সেহেতু অজিদের যেতে হবে দুবাইতে। আবার যদি ভারত গ্রুপ রানার্স-আপ হয় তাহলে দক্ষিণ আফ্রিকা পাবে তাদের। তাই প্রোটিয়াদেরও যেতে হবে মরুর দেশে। যেহেতু এখনও নির্ধারিত হয়নি অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যে কোন দল ভারতকে পাবে তাই সম্ভাবনা মাথায় রেখে দুটি দলকেই দুবাইতে উড়াল দিতে হয়েছে পাকিস্তান থেকে।
আরো পড়ুন:
ভারতকে ২৪৯ রানের বেশি করতে দেয়নি নিউ জিল্যান্ড
তামিমের সহায়তায় অবশেষে দল পেলেন লিটন
শুক্রবার অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের মধ্যকার ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ার পর অস্ট্রেলিয়া লাহোর থেকে চার্টার্ড ফ্লাইটে দুবাইর উদ্দেশ্যে রওয়ানা করে। শনিবার ও রবিবার তারা দুবাইতে অবস্থিত আইসিসি ক্রিকেট একাডেমিতে অনুশীলন করে।
অন্যদিকে ইংল্যান্ডের বিপক্ষে শনিবার ম্যাচ খেলার পর করাচি থেকে দুবাইর উদ্দেশ্যে যাত্রা করে দক্ষিণ আফ্রিকা। তারা রবি ও সোমবার অনুশীলন করবে।
একটি সেমিফাইনাল তো পাকিস্তানে অনুষ্ঠিত হবে। তাহলে দুটি দলকেই কেন দুবাইতে উড়ে যেতে হলো?
আইসিসি অবশ্য এ বিষয়ে দল দুটিকে জানিয়েছে, ‘‘এটার মানে হলো আমরা তো জানি না কোন দলকে দুবাই গিয়ে সেমিফাইনাল খেলতে হবে। যতোক্ষণ না নিউ জিল্যান্ড ও ভারতের মধ্যকার ম্যাচ শেষ হবে ততোক্ষণ জানার সুযোগও নেই। ফলশ্রুতিতে সাম্যতা ও সব দলের প্রস্তুতির সমান সুবিধা নিশ্চিত করতে যে দুটি দল ‘বি’ গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করবে তারা দুবাইতে ভ্রমণ করবে পাকিস্তানে তাদের গ্রুপপর্বের ম্যাচ শেষ হওয়ার পর। এরপর যখন নির্ধারিত হবে যে কোন দল ভারতের বিপক্ষে সেমিফাইনাল খেলবে তাদেরকে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করার সুযোগ দেওয়া হবে।’’
মঙ্গলবার (০৪ মার্চ) দুবাইতে অনুষ্ঠিত হবে প্রথম সেমিফাইনাল। আর বুধবার (০৫ মার্চ) লাহোরে অনুষ্ঠিত হবে দ্বিতীয় সেমিফাইনাল।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স ম ফ ইন ল
এছাড়াও পড়ুন:
নারী বিশ্বকাপের চ্যাম্পিয়ন কত টাকা পাবে, সপ্তম হওয়া বাংলাদেশ পেয়েছে কত
৩০ সেপ্টেম্বর শুরু হওয়া ২০২৫ আইসিসি নারী বিশ্বকাপ শেষ হচ্ছে আজ। নাবি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ট্রফির জন্য লড়বে স্বাগতিক ভারত ও দক্ষিণ আফ্রিকা। দুই দলের জন্যই প্রথমবার শিরোপা জয়ের সুযোগ এটি। তবে ট্রফির পাশাপাশি অর্থের হাতছানিও কম নয়।
বিশ্বকাপ জিতলে ভারত বা দক্ষিণ আফ্রিকা পাবে ৪৪ লাখ ৮০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৫ কোটি টাকা। ফাইনালে হেরে রানার্সআপ হওয়া দলের প্রাপ্তি চ্যাম্পিয়নের ঠিক অর্ধেক—২২ লাখ ৪০ হাজার ডলার। দুই ফাইনালিস্ট দলের মধ্যে কারা কত পায়, সেটি জানতে তাই ফাইনালের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে বাকি ৬ দলের কারা কত পাচ্ছে, সেই হিসাব এরই মধ্যে সম্পন্ন।
এবারের নারী বিশ্বকাপে মোট ১ কোটি ৩৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার অর্থ পুরস্কার রেখেছে আইসিসি, যা ২০২২ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত আসরে ছিল মাত্র ৩৫ লাখ ডলার। এমনকি ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত ছেলেদের বিশ্বকাপেও মোট প্রাইজমানি ছিল কম—১ কোটি ডলার।
রেকর্ড অর্থ পুরস্কারের কারণে প্রতিটি দলের প্রাপ্তিও বেড়েছে। পুরস্কারগুলো মোট তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এগুলো হচ্ছে অংশগ্রহণ, টুর্নামেন্টে অবস্থান এবং জয়সংখ্যা। এর মধ্যে প্রথমটি সবার জন্যই সমান। অর্থাৎ বাংলাদেশ যা পাবে, চ্যাম্পিয়ন হওয়া দলও তা-ই পাবে। এই খাত থেকে বাংলাদেশ পাচ্ছে আড়াই লাখ ডলার।
আরও পড়ুনবিশ্বকাপে কেমন খেলল বাংলাদেশের মেয়েরা২৭ অক্টোবর ২০২৫টুর্নামেন্টে অবস্থানের ভিত্তিতে যে অর্থ, সেখানে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের অর্থের পরিমাণ তো আগেই বলা হয়েছে। অংশগ্রহণকারী অন্য ৬ দলের মধ্যে দুই সেমিফাইনালিস্ট ১১.২০ লাখ ডলার করে, পঞ্চম ও ষষ্ঠ স্থানে দুই দল ৭ লাখ ডলার করে আর সপ্তম ও অষ্টম স্থানে থাকা দুই দল ২ লাখ ৮০ হাজার ডলার করে পাচ্ছে। বাংলাদেশ লিগ পর্বের খেলায় ৩ পয়েন্ট নিয়ে সপ্তম হয়েছে। অর্থাৎ টুর্নামেন্টে অবস্থানের দিক থেকে বাংলাদেশ পাচ্ছে ২.৮০ লাখ ডলার।
তৃতীয় খাত জয়ের সংখ্যায়। বাংলাদেশ দল ৭ ম্যাচের মধ্যে জয় পেয়েছে একটিতে—পাকিস্তানের বিপক্ষে। এখান থেকে জয় বাবদ ৩৪ হাজার ৩১৪ মার্কিন ডলার পেয়েছে বাংলাদেশ।
সব মিলিয়ে এবারের নারী বিশ্বকাপ থেকে বাংলাদেশ অংশগ্রহণ বাবদ আড়াই লাখ, সপ্তম হিসেবে ২.৮০ লাখ এবং এক জয় বাবদ ৩৪৩১৪ ডলার মিলিয়ে মোট ৫ লাখ ৬৪ হাজার ৩১৪ ডলার পাচ্ছে, যা বর্তমান মুদ্রাবাজার অনুসারে (১ ডলার= ১২২.৩২ টাকা ধরে) বাংলাদেশি টাকায় ৬ কোটি ৯০ লাখ ২৭ হাজার টাকা।
আরও পড়ুননারী বিশ্বকাপের প্রাইজমানি বাড়ল চার গুণ, কোন দল কত টাকা পাবে০১ সেপ্টেম্বর ২০২৫