বন্দরে একটি সরকারি কমিউনিটি ক্লিনিকের জানালার থাই গ্লাস খুলে নিয়েছে একটি সংঘবদ্ধ চোরের দল।  গত ২৬ ফেব্রুয়ারি রাতে নাসিক ২৭ নং ওয়ার্ড মুরাদপুর এলাকায় অবস্থিত স্বাস্থ্য কেন্দ্রে এ চুরির ঘটনা ঘটে।  

জানালার থাই গ্লাস না থাকায় ঝুঁকিতে রয়েছে মূল্যবান সরকারি ঔষধ সহ ভেতরের আসবাবপত্র।  এ ঘটনায়  সিএইচসিপি বিলকিস বাদী হয়ে বন্দর থানায় একটি অভিযোগ দায়ের করেন। ঘটনাটি গত ৪ দিন অতিবাহিত হলেও পুলিশের সহায়তা পাচ্ছে না বলে  ক্লিনিক কর্তৃপক্ষ ও এলাকাবাসীর অভিযোগ।

ক্লিনিকের সভাপতি সাইদুর রহমান সানোয়ার জানান, গত ২৬ ফেব্রুয়ারি রাতে ক্লিনিকের ৬ টি জানালার ১২টি  থাই গ্লাস খুলে চুরি করে নিয়ে যাওয়ার পরদিন পার্শ্ববর্তী একটি প্রতিষ্ঠানের সিসি ফুটেজে দেখা যায় দুইজন ব্যক্তি জানালার থাই গ্লাস নিয়ে যাচ্ছে। 

এ ঘটনায় বন্দর থানায় একটি অভিযোগ দায়ের করলেও গত ৫ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ।  তবে তদন্তকারি অফিসার ধামগড় পুলিশ ফাঁড়ির এসআই মফিজের যোগাযোগ করা হলে তিনি ঘটনাস্থলে আসবেন জানান।    
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

‘ক্যারিয়ারে সবচেয়ে কঠিন সিদ্ধান্ত’ নিয়ে টটেনহাম ছাড়ার ঘোষণা সনের

টটেনহাম হটস্পার ছাড়ার ঘোষণা দিয়েছেন ক্লাবটির অধিনায়ক সন হিউং-মিন। এই গ্রীষ্মেই অর্থাৎ ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরুর আগেই উত্তর লন্ডনের ক্লাবটি ছাড়েন তিনি। দীর্ঘ এক দশক পর টটেনহাম ছাড়বেন দক্ষিণ কোরিয়ান এ ফরোয়ার্ড।

বায়ার লেভারকুসেন থেকে ২০১৫ সালে টটেনহামে যোগ দেন ৩৩ বছর বয়সী সন। ইংল্যান্ডের ক্লাবটির হয়ে ৪৫৪ ম্যাচ খেলার পথে ইউরোপা লিগ জিতেছেন। ২০১৯ সালে উঠেছিলেন চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও। সিউলে প্রাক্‌–মৌসুম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে টটেনহাম ছাড়ার ঘোষণা দেন সন।

আরও পড়ুনধর্ষণের অভিযোগে হাকিমির বিচার দাবি ফরাসি কৌঁসুলিদের১ ঘণ্টা আগে

সন বলেন, ‘সংবাদ সম্মেলন শুরুর আগে বলতে চাই, এই গ্রীষ্মেই আমি ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্তে ক্লাবও আমাকে সম্মানের সঙ্গে সহায়তা করছে।’
টটেনহামের ইতিহাসেই অন্যতম সেরাদের একজন সন। ক্লাবটির হয়ে ১৭৩ গোল করা সন গত মে মাসে ইউরোপা লিগ জিতলেও মৌসুমটা তাঁর ভালো কাটেনি। চোটে পড়েছেন কয়েকবার এবং ফর্মও খুব একটা ভালো ছিল না।

সংবাদ সম্মেলনে আবেগাক্রান্ত হয়ে পড়েন সন

সম্পর্কিত নিবন্ধ