বন্দরে সরকারি কমিউনিটি ক্লিনিকে চুরি
Published: 2nd, March 2025 GMT
বন্দরে একটি সরকারি কমিউনিটি ক্লিনিকের জানালার থাই গ্লাস খুলে নিয়েছে একটি সংঘবদ্ধ চোরের দল। গত ২৬ ফেব্রুয়ারি রাতে নাসিক ২৭ নং ওয়ার্ড মুরাদপুর এলাকায় অবস্থিত স্বাস্থ্য কেন্দ্রে এ চুরির ঘটনা ঘটে।
জানালার থাই গ্লাস না থাকায় ঝুঁকিতে রয়েছে মূল্যবান সরকারি ঔষধ সহ ভেতরের আসবাবপত্র। এ ঘটনায় সিএইচসিপি বিলকিস বাদী হয়ে বন্দর থানায় একটি অভিযোগ দায়ের করেন। ঘটনাটি গত ৪ দিন অতিবাহিত হলেও পুলিশের সহায়তা পাচ্ছে না বলে ক্লিনিক কর্তৃপক্ষ ও এলাকাবাসীর অভিযোগ।
ক্লিনিকের সভাপতি সাইদুর রহমান সানোয়ার জানান, গত ২৬ ফেব্রুয়ারি রাতে ক্লিনিকের ৬ টি জানালার ১২টি থাই গ্লাস খুলে চুরি করে নিয়ে যাওয়ার পরদিন পার্শ্ববর্তী একটি প্রতিষ্ঠানের সিসি ফুটেজে দেখা যায় দুইজন ব্যক্তি জানালার থাই গ্লাস নিয়ে যাচ্ছে।
এ ঘটনায় বন্দর থানায় একটি অভিযোগ দায়ের করলেও গত ৫ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ।  তবে তদন্তকারি অফিসার ধামগড় পুলিশ ফাঁড়ির এসআই মফিজের যোগাযোগ করা হলে তিনি ঘটনাস্থলে আসবেন জানান।    
  
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি
অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।
গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।