ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের ভিডিও দিয়ে প্রতারণা
Published: 2nd, March 2025 GMT
ঐতিহ্যবাহী ইন্দোনেশিয়ান কালো টুপি এবং শার্ট পরে প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো একটি ইনস্টাগ্রাম ভিডিওতে ক্যামেরার সামনে কথা বলছেন। গত বছর তার নির্বাচনের পর তিনি কীভাবে তাদের সাহায্য করতে পারেন তা জানতে চাইছেন দর্শকদের কাছে।  
নভেম্বরে পোস্ট করা ক্লিপে প্রাবো জানতে চেয়েছিলেন, “কে আমার কাছ থেকে সাহায্য পায়নি? এখন আপনাদের কী প্রয়োজন?”
কিন্তু ইন্দোনেশিয়ার নেতার মুখের নড়াচড়া এবং চোখের পলক ফেলার দৃশ্যটি সবকিছু ওলটপালট করে দেয়। পুলিশের তদন্তে ধরা পড়ে এটি প্রতারণামূলক ডিপফেক কেলেঙ্কারির অংশ। ইন্দোনেশিয়ার ২০টি প্রদেশে প্রতারণার এ কাণ্ড ঘটেছে।
বার্তাটির ফাঁদে পা দেওয়া ব্যক্তিদের একটি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে এবং ‘প্রশাসনিক ফি’ হিসেবে দুই লাখ ৫০ হাজার রুপি (১৫-৬০ ডলার) জমা দিতে বলা হয়েছিল, যাতে সাহায্য পাওয়া যায়। যারা জমা দিয়েছিলেন সেই অর্থ তারা আজো পর্যন্ত সাহায্য পাননি।
গত বছরের ইন্দোনেশিয়ার নির্বাচনের পর থেকে বিশেষজ্ঞরা ডিপফেকের জোয়ারের বিষয়ে সতর্ক করে দিয়েছেন। কৃত্রিম বুদ্ধিমত্তার সরঞ্জাম ব্যবহার করে প্রতারকরা বিপুল পরিমাণ অর্থ সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে। আর ভুক্তভোগীরা বলছেন যে, প্রতারণার ধরণ এতটাই উন্নত যে অন্যদেরও প্রতারিত হওয়ার ঝুঁকিতে ফেলে।
ডিপফেক ভিডিও দেখার পর প্রতারকদের হাতে দুই লাখ রুপি তুলে দেওয়া ৫৬ বছর বয়সী আরিয়ানি বলেন, “মানুষের আরো সতর্ক থাকা উচিত। পুরস্কারের প্রলোভনে সহজে বোকা হবেন না। আমার টাকার প্রয়োজন, কিন্তু তার বদলে আমাকে টাকা পাঠাতে বলা হচ্ছে। তারা এমনকি আমার সাথে ভিডিও কলও করেছে, যেন আমি সরাসরি তাদের সাথে কথা বলছি।”
   
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ইন দ ন শ য
এছাড়াও পড়ুন:
‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি
অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।
গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।