ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের ভিডিও দিয়ে প্রতারণা
Published: 2nd, March 2025 GMT
ঐতিহ্যবাহী ইন্দোনেশিয়ান কালো টুপি এবং শার্ট পরে প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো একটি ইনস্টাগ্রাম ভিডিওতে ক্যামেরার সামনে কথা বলছেন। গত বছর তার নির্বাচনের পর তিনি কীভাবে তাদের সাহায্য করতে পারেন তা জানতে চাইছেন দর্শকদের কাছে।
নভেম্বরে পোস্ট করা ক্লিপে প্রাবো জানতে চেয়েছিলেন, “কে আমার কাছ থেকে সাহায্য পায়নি? এখন আপনাদের কী প্রয়োজন?”
কিন্তু ইন্দোনেশিয়ার নেতার মুখের নড়াচড়া এবং চোখের পলক ফেলার দৃশ্যটি সবকিছু ওলটপালট করে দেয়। পুলিশের তদন্তে ধরা পড়ে এটি প্রতারণামূলক ডিপফেক কেলেঙ্কারির অংশ। ইন্দোনেশিয়ার ২০টি প্রদেশে প্রতারণার এ কাণ্ড ঘটেছে।
বার্তাটির ফাঁদে পা দেওয়া ব্যক্তিদের একটি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে এবং ‘প্রশাসনিক ফি’ হিসেবে দুই লাখ ৫০ হাজার রুপি (১৫-৬০ ডলার) জমা দিতে বলা হয়েছিল, যাতে সাহায্য পাওয়া যায়। যারা জমা দিয়েছিলেন সেই অর্থ তারা আজো পর্যন্ত সাহায্য পাননি।
গত বছরের ইন্দোনেশিয়ার নির্বাচনের পর থেকে বিশেষজ্ঞরা ডিপফেকের জোয়ারের বিষয়ে সতর্ক করে দিয়েছেন। কৃত্রিম বুদ্ধিমত্তার সরঞ্জাম ব্যবহার করে প্রতারকরা বিপুল পরিমাণ অর্থ সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে। আর ভুক্তভোগীরা বলছেন যে, প্রতারণার ধরণ এতটাই উন্নত যে অন্যদেরও প্রতারিত হওয়ার ঝুঁকিতে ফেলে।
ডিপফেক ভিডিও দেখার পর প্রতারকদের হাতে দুই লাখ রুপি তুলে দেওয়া ৫৬ বছর বয়সী আরিয়ানি বলেন, “মানুষের আরো সতর্ক থাকা উচিত। পুরস্কারের প্রলোভনে সহজে বোকা হবেন না। আমার টাকার প্রয়োজন, কিন্তু তার বদলে আমাকে টাকা পাঠাতে বলা হচ্ছে। তারা এমনকি আমার সাথে ভিডিও কলও করেছে, যেন আমি সরাসরি তাদের সাথে কথা বলছি।”
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ইন দ ন শ য
এছাড়াও পড়ুন:
বিনা মূল্যে কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ, সারা দেশে ৮টি কেন্দ্রে
ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে। এ প্রশিক্ষণের মেয়াদ দুই মাস। প্রশিক্ষণটি আগামী ১২ অক্টোবর শুরু হবে, চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। প্রশিক্ষণ শেষে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রত্যেক শিক্ষার্থীকে সরকারি সনদ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ৯ অক্টোবরের মধ্যে ইমাম প্রশিক্ষণ একাডেমিতে আবেদন করতে হবে।
প্রশিক্ষণের বিষয়১. বেসিক কম্পিউটার,
২. অফিস অ্যাপ্লিকেশন ও ইউনিকোড বাংলা,
৩. ইন্টারনেট,
৪. গ্রাফিক ডিজাইন,
৫. ফ্রিল্যান্সিং,
৬. মার্কেটপ্লেস ও কনসালটিং।
আরও পড়ুনহার্ভার্ড এনভায়রনমেন্টাল ফেলোশিপ, দুই বছরে ১ লাখ ৮৫ হাজার ডলার১১ সেপ্টেম্বর ২০২৫আবেদনের যোগ্যতা১. ন্যূনতম দাখিল বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে,
২. হাফেজদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হবে,
৩. উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে,
৪. প্রার্থীকে কম্পিউটার চালনায় বেসিক জ্ঞান থাকতে হবে,
৫. যাঁদের নিজস্ব কম্পিউটার আছে, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।
ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে।যে ৮টি কেন্দ্রে প্রশিক্ষণ দেওয়া হবে১. ঢাকা,
২. চট্টগ্রাম,
৩. রাজশাহী,
৪. খুলনা,
৫. বরিশাল,
৬. সিলেট,
৭. দিনাজপুর,
৮. গোপালগঞ্জ।
আরও পড়ুনবিনা মূল্যে ২ লাখ টাকার প্রশিক্ষণ, নন-আইটি স্নাতক শিক্ষার্থীদের সুযোগ ৭ ঘণ্টা আগেদরকারি কাগজপত্র১. শিক্ষাগত যোগ্যতার সব সনদের সত্যায়িত ফটোকপি,
২. জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি,
৩. এক কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি জমা দিতে হবে,
৪. ইমামদের ক্ষেত্রে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনারের কাছ থেকে নেওয়া ইমামতির প্রমাণপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে,
৫. মাদ্রাসাছাত্রদের ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে ছাত্রত্ব প্রমাণের কপি জমা দিতে হবে।
নিবন্ধন ফিমনোনীত প্রার্থীদের নিবন্ধন ফি হিসেবে ৫০০ টাকা দিতে হবে।
দেশের ৮টি প্রশিক্ষণকেন্দ্রে এ প্রশিক্ষণ দেওয়া হবে