সামান গ্রুপের প্রধান পরিচালনা কর্মকর্তা হলেন আজম খান
Published: 3rd, March 2025 GMT
১ মার্চ থেকে সামান গ্রুপের চিফ অপারেটিং অফিসার বা প্রধান পরিচালন কর্মকর্তার দায়িত্ব নিয়েছেন আজম খান। এর আগে তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির হেড অব কমিউনিকেশনস পদে কর্মরত ছিলেন। সামান গ্রুপ লুব্রিক্যান্ট, কৃষি ও খাদ্য, ওয়ার্ক টার্মিনাল (কো-ওয়ার্কিং স্পেস), ই-কমার্স, প্রপার্টিজ ও কমিউনিকেশনস খাতে ব্যবসা পরিচালনা করছে।
আজম খান ১৯৮৮ সালে ভলান্টারি হেলথ সার্ভিসেস সোসাইটিতে (ভিএইচএসএস) সহকারী প্রকাশনা কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীকালে কারিতাস বাংলাদেশে জনসংযোগ কর্মকর্তা, স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির জনসংযোগ কর্মকর্তা, ডাচ্–বাংলা ব্যাংক পিএলসির জনসংযোগ কর্মকর্তা, ঢাকা ব্যাংক পিএলসির জনসংযোগ প্রধান ও ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক পিএলসির বিপণন, উন্নয়ন ও জনসংযোগ বিভাগের প্রধান ছিলেন।
১৯৮৮ সালে আজম খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ক প এলস র কর মকর ত আজম খ ন জনস য গ
এছাড়াও পড়ুন:
‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি
অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।
গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।