১ মার্চ থেকে সামান গ্রুপের চিফ অপারেটিং অফিসার বা প্রধান পরিচালন কর্মকর্তার দায়িত্ব নিয়েছেন আজম খান। এর আগে তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির হেড অব কমিউনিকেশনস পদে কর্মরত ছিলেন। সামান গ্রুপ লুব্রিক্যান্ট, কৃষি ও খাদ্য, ওয়ার্ক টার্মিনাল (কো-ওয়ার্কিং স্পেস), ই-কমার্স, প্রপার্টিজ ও কমিউনিকেশনস খাতে ব্যবসা পরিচালনা করছে।

আজম খান ১৯৮৮ সালে ভলান্টারি হেলথ সার্ভিসেস সোসাইটিতে (ভিএইচএসএস) সহকারী প্রকাশনা কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীকালে কারিতাস বাংলাদেশে জনসংযোগ কর্মকর্তা, স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির জনসংযোগ কর্মকর্তা, ডাচ্‌–বাংলা ব্যাংক পিএলসির জনসংযোগ কর্মকর্তা, ঢাকা ব্যাংক পিএলসির জনসংযোগ প্রধান ও ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক পিএলসির বিপণন, উন্নয়ন ও জনসংযোগ বিভাগের প্রধান ছিলেন।

১৯৮৮ সালে আজম খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ক প এলস র কর মকর ত আজম খ ন জনস য গ

এছাড়াও পড়ুন:

আজ প্রথম প্রেম দিবস

বেশিরভাগ ক্ষেত্রে প্রথম প্রেম পূর্ণতা পায় না। কিন্তু প্রথম প্রেমের মিষ্টিমধুর সময়টা মনে গেঁথে থাকে। কখনও কবিতায়, কখনও গানে সেই প্রেমের স্মৃতি ফিরে পায় মানুষ। আজ প্রথম প্রেম দিবস। আজ ১৮ সেপ্টেম্বর, প্রথম প্রেম দিবস। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে দিবসটি পালন করা হয়।এরপর থেকে প্রতিবছরই উদ্‌যাপিত হচ্ছে দিবসটি।

প্রথম প্রেম মানুষ ভোলে না কেন? 
মানুষ প্রথম প্রেমে পড়ে কৈশোর কিংবা প্রথম তারুণ্যে। এ সময়  শরীরে হ্যাপি হরমোনের প্রভাব থাকে প্রবল। যার ফলে ভালোবাসার মানুষের প্রতি আকর্ষণ থাকে বেশি। 

আরো পড়ুন:

আজ বিশ্ব বাঁশ দিবস

কাজাকিস্তানের যাযাবর জাতির করুণ ইতিহাস 

ভালো লাগার মুহূর্তগুলোত মানুষকে সুখের অনুভূতি দেয়। যাকে ভাবলে এই সুখ অনুভূতি হয়, যে কাছে থাকলে নিজেকে পৃথিবীর সেরা সুখী মানুষ মনে হয়-সেই মানুষটিকে কোনো কারণে হারিয়ে ফেললেও ভোলা যায় না। 

আক্ষরিক অর্থে কেউ কাউকে ভালোবাসা শেখায় না, কিন্তু ভালোবাসার উপলক্ষ্য এনে দেয়। ভালোবাসার অনুভূতিগুলো যাকে প্রথম বলা যায়, তাকে তো ভোলার কথা না!

ন্যাশনাল ডে ক্যালেন্ডার অবলম্বনে

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ