খাগড়াছড়ির পানছড়িতে দুই আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ ও জেএসএসের মধ্যে গোলাগুলির সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে এক গৃহবধূ মারা গেছেন। নিহত নারীর নাম রূপসী চাকমা। দুর্গম এলাকায় হওয়া পুলিশ এখনো তাঁর লাশ উদ্ধার করতে পারেনি।

আজ সোমবার সকালে পানছড়ি উপজেলার দুদকছড়ার হাতিমারা গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় পার্বত্য চট্টগ্রামের দুটি আঞ্চলিক রাজনৈতিক দলের দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। বন্দুকযুদ্ধ চলার সময় নিজের ঘরে কাজ করছিলেন রূপসী চাকমা। হঠাৎ একটি বুলেট ছিটকে এসে তাঁর মাথায় বিদ্ধ হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। রূপসী চাকমা ওই গ্রামের হেমন্ত চাকমার স্ত্রী বলে জানা গেছে।

স্থানীয় লোকজন জানান, সকাল থেকে দুই পক্ষের গোলাগুলি চলছিল। এ সময় ওই গৃহবধূ বাড়িতে কাজ করছিলেন। ছিটকে আসা বুলেট লেগে তাঁর মৃত্যু হয়।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

জসিম উদ্দিন বলেন, পানছড়ির দুর্গম এলাকা উত্তর দুদুকছড়া এলাকায় দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে। এতে এক গৃহবধূর মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে এলাকাটি দুর্গম হওয়ায় পুলিশ লাশ উদ্ধার করতে পারেনি।

এ ঘটনায় ইউপিডিএফের অন্যতম সংগঠক অংগ্য মারমা বলেন, জেএসএসের লোকজন এসে এলোপাতাড়ি গুলি করেন। এ সময় তাঁদের গুলিতে এলাকার সাধারণ এক গৃহবধূ মারা যান। তবে এ ঘটনায় জেএসএসের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: গ হবধ

এছাড়াও পড়ুন:

ডিএইচএস মোটরস দেশে আনল চীনের ‘জিএসি’ ব্র্যান্ডের গাড়ি

ডিএইচএস মোটরস লিমিটেড তার পোর্টফোলিওতে যুক্ত করেছে আরেকটি আন্তর্জাতিক ব্র্যান্ড চীনের ‘জিএসি’। জিএসি চীনের পঞ্চম বৃহত্তম অটোমোবাইল নির্মাতা। নিজস্ব গাড়ির পাশাপাশি জিএসি চীনে হোন্ডা এবং টয়োটা গাড়ির যৌথ উদ্যোগ অংশীদার।

বৃহস্পতিবার (১ মে) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ঢাকা মোটর শোতে এ খ্যাতনামা ব্র্যান্ড উদ্বোধন করা হয়।

বাংলাদেশে জিএসির যে মডেলগুলো সরবরাহ করা হচ্ছে, সেগুলো হলো— কমপ্যাক্ট এসইউভি জিএসি EMKOO, ছোট ও স্পোর্টি এসইউভি জিএসি EMZOOM এবং বিলাসবহুল এমপিভি জিএসি E9।

বাংলাদেশের বাজারে জিএসি উদ্বোধনের মাধ্যমে দেশের অটোমোবাইল শিল্পকে আরো শক্তিশালী করল ডিএইচএস মোটরস লিমিটেড।

অনুষ্ঠানে জানানো হয়, ভবিষ্যতে ডিএইচএস মোটরস লিমিটেড জিএসির ইভি মডেল যুক্ত করে তাদের মডেল লাইনআপ বাড়ানোর পরিকল্পনা করছে। এছাড়া, ডিএইচএস খুব শিগগিরই দেশে জিএসি গাড়ির অ্যাসেম্বলি শুরু করার পরিকল্পনা করছে।

অনুষ্ঠানে ডিএইচএস মোটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান জামান খান, জেনারেল ম্যানেজার আরমান রশীদ ও ফারহান সামাদ, জিএসির কান্ট্রি ম্যানেজার ড্যানিয়েল ঝাউ, রেমন ওয়াং প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকা/হাসান/রফিক

সম্পর্কিত নিবন্ধ