আলোর মুখ দেখছে নিউ জিল্যান্ড ‘এ’র বাংলাদেশ সফর
Published: 4th, March 2025 GMT
শেখ হাসিনা সরকারের পতনের পর নানা অস্থিরতার মধ্যে দেশের মাটিতে নারী বিশ্বকাপ আউওজনের যোগ্যতা হারায় বাংলাদেশ। শুধু তাই নয়, সফরে আসার কথা ছিল নিউ জিল্যান্ড ‘এ’ দলের। তখন সেটি বাতিল হয়। অবশেষে আলোর মুখ দেখছে এই সিরিজ।
আসছে মে’তে বাংলাদেশ সফর করবে নিউ জিল্যান্ড ‘এ’ দল। এই সফরে ওয়ানডে ও চারদিনের ম্যাচ হবে। অবশ্য এখনও পূর্ণাঙ্গ সূচি তৈরি হয়নি। দুই বোর্ড আলোচনা করে সূচি চূড়ান্ত করবে।
এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশের চলমান পরিস্থিতি, ভেন্যুসহ সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করার জন্য ইতিমধ্যে নিউ জিল্যান্ড ক্রিকেটের দুই সদস্যের প্রতিনিধি দল ঢাকায় অবস্থান করছে।
আরো পড়ুন:
সুজনের জায়গায় হাবিবুল
মুশফিক-মাহমুদউল্লাহকে নিয়ে সিদ্ধান্ত নেয়নি বিসিবি, থাকছেন সিমন্স-সালাউদ্দিন
এই প্রতিনিধি দলকে মঙ্গলবার (৪ মার্চ, ২০২৫) ক্রিকেট অপারেশন্স বিভাগের ইনচার্জ মিরপুর শের-ই-বাংলা ঘুরিয়ে দেখান। আগামীকালও তাদের ঢাকায় অবস্থানের কথা রয়েছে।
গত বছরের সেপ্টেম্বরের সূচি অনুযায়ী দুটি চার দিনের ম্যাচ এবং তিনটি ওয়ানডে ম্যাচ হওয়ার কথা ছিল। এখন পর্যন্ত সূচি চূড়ান্ত না হলেও ম্যাচের সংখ্যা অপরিবর্তিত থাকতে পারে।
ঢাকা/রিয়াদ/নাভিদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
পাকিস্তান আকাশসীমা বন্ধ করায় এয়ার ইন্ডিয়ার ৬০ কোটি ডলার ক্ষতির আশ
পাকিস্তান ভারতীয় বিমান সংস্থাগুলোর জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দেওয়ার পর এয়ার ইন্ডিয়ার ৬০ কোটি ডলার লোকসান হতে পারে। এয়ার ইন্ডিয়ার একটি চিঠির বরাত দিয়ে বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
চিঠিতে বলা হয়েছে, “ধরে নিচ্ছি যে, পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকবে যা আগামী বছর পর্যন্ত দীর্ঘায়িত হতে পারে। তাতে যে বাড়তি খরচ হবে তার মধ্যে রয়েছে বিকল্প রুটে বিমানগুলোর দীর্ঘ উড্ডয়নের জন্য বর্ধিত জ্বালানি খরচ।
বিমান সংস্থাটি সতর্ক করে দিয়েছে জানিয়েছে, ফ্লাইটের সময় যত বেশি হবে, যাত্রীদেরও তার উপর প্রভাব পড়বে। ফ্লাইট দীর্ঘায়িত হওয়ার কারণে নিষেধাজ্ঞার সময়কালে প্রতি বছর ৫৯ কোটি ১০ লাখ ডলারেরও বেশি ক্ষতির আশঙ্কা রয়েছে।
২২ এপ্রিল ভারত অধিকৃত কাশ্মিরে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। এ ঘটনার জন্য কোনো প্রমাণ ছাড়াই পাকিস্তানকে অভিযুক্ত করেছে ভারত। নয়াদিল্লি পরের দিনই সিন্ধু জলচুক্তি স্থগিতসহ পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ নেয়। এর জবাবে পাকিস্তান ভারতের বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে দেওয়াসহ বেশ কিছু পদক্ষেপ নেয়।
বিমান পরিবহন মন্ত্রণালয়কে লেখা চিঠির উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানিয়েছে, ক্ষতি পোষাতে এয়ার ইন্ডিয়া সরকারের কাছে আনুপাতিক ভর্তুকির জন্য অনুরোধ করেছে।
চিঠিতে বলা হয়েছে, “প্রভাবিত আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ভর্তুকি একটি ভালো, যাচাইযোগ্য এবং ন্যায্য বিকল্প... পরিস্থিতির উন্নতি হলে ভর্তুকি প্রত্যাহার করা যেতে পারে।”
ঢাকা/শাহেদ