কোটি টাকার প্রতারণার মামলায় জেমস গ্রুপের (জেমস ট্রেডিং লি.) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শাহাদাত হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সম্প্রতি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অধীন ভাটারা আমলী আদালত পেনাল কোডের ৪২০/৪০৬/৫০৬ নং ধারা অনুযায়ী এই আদেশ দেন। আদালতের আদেশের পর শাহাদাতকে কারাগারে পাঠানো হয়।

শাহাদাত লক্ষ্মীপুর জেলা সদরের ফতেধর্মপুর গ্রামের মো.

সামছুল ইসলামের ছেলে। মামলার বাদী মোহাম্মদ মাসুদ চৌধুরী। বাদীর আইনজীবী তামান্না পারভীন জানান, আসামী শাহাদাত হোসেন বাদীর সঙ্গে বিশ্বাস ভঙ্গ, প্রতারণা এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে জামিনের শর্ত লঙ্ঘন করায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

আদালতে মামলার এজাহার সূত্রে জানা গেছে, শাহাদাত হোসেন বাদী মোহাম্মদ মাসুদ চৌধুরীর কাছ থেকে একটা ভবনের নিচতলা পাঁচ বছরের জন্য ভাড়া নেন। প্রথম পাঁচ বছর চুক্তির শর্ত অনুযায়ী আসামিরা ভাড়া দিলেও মেয়াদান্তে নতুন চুক্তি না করে অবৈধভাবে ভবন দখল করে রাখেন এবং বিগত ২০১৯ সাল থেকে আসামিরা বাদীকে কোনো মাসের ভাড়া প্রদান করেননি।

বাদীর অভিযোগ, তৎকালীন ক্ষমতাসীন সরকারের দাপট দেখিয়ে গত পাঁচ বছরের বেশি সময় ধরে ভবন দখল করে রেখেছেন আসামি। এতে করে তিনি কোটি টাকার বেশি আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। এমনকি ভাড়া চাইলে বাদীকে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়। উপয়ান্তর না দেখে বাদী ন্যায়বিচারের আশায় গত ২২ ডিসেম্বর আদালতের দ্বারস্থ হন। আদালত সবকিছু আমলে নিয়ে সম্প্রতি আসামিদের বিরুদ্ধে সমন জারি করেন। শাহাদাত জামিন চাইতে গেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সারাহ ফারজানা জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি

অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।

গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।

লিভারপুলের অনুশীলনে ভার্জিল ফন ডাইক ও মোহাম্মদ সালাহ

সম্পর্কিত নিবন্ধ