নেশার টাকা না পেয়ে বাবা-মাকে কুপিয়ে জখম, অভিযুক্ত ছেলে আটক
Published: 7th, March 2025 GMT
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মাদক কেনার টাকা না দেওয়ায় বাবা-মাকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে আবুল কালাম আজাদ (৩৫) নামের এক ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় আহতরা হলেন- বাবা আব্দুর রহিম ও মা আমিনা বেগম।
গতকাল বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার বেলছড়ি ইউনিয়নের ক্যাম্পটিলা এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মাটিরাঙ্গা থানার ওসি মো.
তিনি জানান, বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে ছেলে আবুল কালাম আজাদ বাড়িতে ফিরে মা-বাবাকে নেশার টাকার জন্য চাপ দেয়। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে ক্ষিপ্ত হয়ে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মা-বাবাকে গুরুতর জখম করেন তিনি।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাটিরাঙ্গা হাসপাতালে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক দেখে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক। তারা বর্তমানে চমেকে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে ঘটনার পরপরই স্থানীয়রা অভিযুক্ত মাদকাসক্ত ছেলে আজাদকে আটক করে খবর দিলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
উৎস: Samakal
কীওয়ার্ড: আটক
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।
অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।
ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।
পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।
কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।
অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।
পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।