খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় মাদক কেনার টাকা না দেওয়ায় বাবা‌-মাকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে আবুল কালাম আজাদ (৩৫) না‌মের এক ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় আহতরা হলেন- বাবা আব্দুর রহিম ও মা আমিনা বেগম।

গতকাল বৃহস্পতিবার গভীর রা‌তে উপজেলার বেলছ‌ড়ি ইউনিয়নের ক্যাম্পটিলা এলাকায় এ ঘটনা ঘ‌টে। বিষয়‌টি নিশ্চিত করেছেন মা‌টিরাঙ্গা থানার ওসি মো.

তৌ‌ফিকুল ইসলাম তৌ‌ফিক।

তি‌নি জানান, বৃহস্পতিবার দিবাগত রাত একটার দি‌কে ছেলে আবুল কালাম আজাদ বাড়িতে ফিরে মা-বাবাকে নেশার টাকার জন্য চাপ দেয়। টাকা দি‌তে অপারগতা প্রকাশ কর‌লে ক্ষিপ্ত হ‌য়ে ধারা‌লো দা দি‌য়ে এলোপাতা‌ড়ি কুপিয়ে মা-বাবাকে গুরুতর জখম করেন তিনি।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার ক‌রে মা‌টিরাঙ্গা হাসপাতা‌লে নি‌য়ে গে‌লে অবস্থা আশঙ্কাজনক দেখে প্রাথ‌মিক চি‌কিৎসা শে‌ষে উন্নত চি‌কিৎসার জন্য চট্টগ্রাম মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে পাঠান কর্তব্যরত চিকিৎসক। তারা বর্তমানে চমেকে চিকিৎসাধীন রয়েছেন।

এদি‌কে ঘটনার পরপরই স্থানীয়রা অভিযুক্ত মাদকাসক্ত ছেলে আজাদকে আটক ক‌রে খবর দি‌লে পু‌লিশ তা‌কে গ্রেপ্তার ক‌রে। পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

উৎস: Samakal

কীওয়ার্ড: আটক

এছাড়াও পড়ুন:

আমির খান আলোচিত যে ৭ সিনেমা ফিরিয়ে দিয়েছিলেন

‘সাজন’
লরেন্স ডিসুজার এই রোমান্টিক সিনেমাটি উপমহাদেশজুড়েই ব্যাপক জনপ্রিয়তা পায়, সিনেমাটির গানগুলোও মানুষের মুখে মুখে ফেরে। বিভিন্ন ভাষায় সিনেমাটির রিমেক হয়। তবে মূল সিনেমাটিই আদতে একটি ফরাসি নাটক থেকে অনুপ্রাণিত। আলোচিত এ হিন্দি সিনেমায় অভিনয় করেন সঞ্জয় দত্ত, মাধুরী দীক্ষিত ও সালমান খান। এ ছাড়া ছিলেন কাদের খান। ১৯৯১ সালে এটি ছিল সবচেয়ে ব্যবসাসফল হিন্দি সিনেমা। শুরুতে এ ছবির প্রস্তাব যায় আমির খানের কাছে। কিন্তু তাঁর কাছে চরিত্রটি পছন্দ হয়নি। আমির খান জানান, চরিত্রটির সঙ্গে তিনি কোনোভাবেই একাত্মবোধ করতে পারছেন না, তাই ফিরিয়ে দেন।

‘ডর’ সিনেমার দৃশ্য। আইএমডিবি

সম্পর্কিত নিবন্ধ