মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি সিরিজ ‘বেওয়াচ’ ও ‘নাইট রাইডার’খ্যাত তারকা অভিনেত্রী পামেলা বাখ আত্মহত্যা করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।  যুক্তরাষ্ট্রভিত্তিক সেলিব্রেটি গসিপ সাইট টিএমজেড এ খবর প্রকাশ করেছে।

আইন প্রয়োগকারী সূত্রের বরাত দিয়ে টিএমজেড জানিয়েছে, পামেলার পরিবারের সদস্যরা তার সঙ্গে যোগাযোগ না করতে পেরে উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে তারা পামেলার হলিউড হিলসের বাড়িতে গিয়ে তালাবদ্ধ দেখতে পান এবং বাড়িতে তাকে আবিষ্কার করেন।

গত ৫ মার্চ রাত ১০টার কিছু পর একজন অচেতন মহিলার খবর পেয়ে প্যারামেডিকের একটি টিমকে ডাকা হয় পামেলার বাড়িতে। তারা গিয়ে পামেলাকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করেন। পামেলার মাথায় গুলি লেগেছিল। তবে তারা সেখানে কোনো নোট পাননি বলেও সংবাদমাধ্যমটিকে জানানো হয়েছে।

আরো পড়ুন:

‘অস্কার পেলে চতুর্থ সন্তান উপহার দেব’, স্ত্রীর কথা রাখলেন অভিনেতা

অস্কার: সেরা সিনেমা ‘আনোরা’

লস অ্যাঞ্জেলেসের মেডিকেল পরীক্ষক অফিস জানিয়েছে, গত বুধবার মারা গেছেন পামেলা। তিনি আত্মহত্যা করেছেন।

১৯৮৯ সালে অভিনেতা ডেভিড হ্যাসেলহফের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন পামেলা। ২০০৬ সালে ভেঙে যায় এই সংসার। এ সংসারে তাদের দুটো সন্তান রয়েছে। প্রাক্তন স্ত্রীর আত্মহত্যার খবর পেয়েছেন ডেভিড।

টিএমজেড-কে ডেভিড বলেন, ‘পামেলা হ্যাসেলহফের মৃত্যুতে আমাদের পরিবার গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে ভালোবাসা, সহযোগিতার জন্য কৃতজ্ঞ। তবে এই সময়ে গোপনীয়তা রক্ষার জন্য অনুরোধ করছি।”

১৯৬২ সালে ওকলাহোমার টুলসায় জন্মগ্রহণ করেন পামেলা বাখ। ১৯৭০ সালে শিশুশিল্পী হিসেবে বাখের অভিনয় জীবন শুরু। পামেলা বাখ অভিনীত উল্লেখযোগ্য কাজগুলো হলো— ‘সোপ অপেরা দ্য ইয় অ্যান্ড দ্য রেস্টলেস’, ‘চিয়ার্স’, ‘দ্য ফল গাই’, ‘টিজে হুকার’, ‘সুপারবয়’, ‘ভাইপার’।

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র

এছাড়াও পড়ুন:

‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি

অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।

গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।

লিভারপুলের অনুশীলনে ভার্জিল ফন ডাইক ও মোহাম্মদ সালাহ

সম্পর্কিত নিবন্ধ