মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি সিরিজ ‘বেওয়াচ’ ও ‘নাইট রাইডার’খ্যাত তারকা অভিনেত্রী পামেলা বাখ আত্মহত্যা করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।  যুক্তরাষ্ট্রভিত্তিক সেলিব্রেটি গসিপ সাইট টিএমজেড এ খবর প্রকাশ করেছে।

আইন প্রয়োগকারী সূত্রের বরাত দিয়ে টিএমজেড জানিয়েছে, পামেলার পরিবারের সদস্যরা তার সঙ্গে যোগাযোগ না করতে পেরে উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে তারা পামেলার হলিউড হিলসের বাড়িতে গিয়ে তালাবদ্ধ দেখতে পান এবং বাড়িতে তাকে আবিষ্কার করেন।

গত ৫ মার্চ রাত ১০টার কিছু পর একজন অচেতন মহিলার খবর পেয়ে প্যারামেডিকের একটি টিমকে ডাকা হয় পামেলার বাড়িতে। তারা গিয়ে পামেলাকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করেন। পামেলার মাথায় গুলি লেগেছিল। তবে তারা সেখানে কোনো নোট পাননি বলেও সংবাদমাধ্যমটিকে জানানো হয়েছে।

আরো পড়ুন:

‘অস্কার পেলে চতুর্থ সন্তান উপহার দেব’, স্ত্রীর কথা রাখলেন অভিনেতা

অস্কার: সেরা সিনেমা ‘আনোরা’

লস অ্যাঞ্জেলেসের মেডিকেল পরীক্ষক অফিস জানিয়েছে, গত বুধবার মারা গেছেন পামেলা। তিনি আত্মহত্যা করেছেন।

১৯৮৯ সালে অভিনেতা ডেভিড হ্যাসেলহফের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন পামেলা। ২০০৬ সালে ভেঙে যায় এই সংসার। এ সংসারে তাদের দুটো সন্তান রয়েছে। প্রাক্তন স্ত্রীর আত্মহত্যার খবর পেয়েছেন ডেভিড।

টিএমজেড-কে ডেভিড বলেন, ‘পামেলা হ্যাসেলহফের মৃত্যুতে আমাদের পরিবার গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে ভালোবাসা, সহযোগিতার জন্য কৃতজ্ঞ। তবে এই সময়ে গোপনীয়তা রক্ষার জন্য অনুরোধ করছি।”

১৯৬২ সালে ওকলাহোমার টুলসায় জন্মগ্রহণ করেন পামেলা বাখ। ১৯৭০ সালে শিশুশিল্পী হিসেবে বাখের অভিনয় জীবন শুরু। পামেলা বাখ অভিনীত উল্লেখযোগ্য কাজগুলো হলো— ‘সোপ অপেরা দ্য ইয় অ্যান্ড দ্য রেস্টলেস’, ‘চিয়ার্স’, ‘দ্য ফল গাই’, ‘টিজে হুকার’, ‘সুপারবয়’, ‘ভাইপার’।

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র

এছাড়াও পড়ুন:

৬ মিনিটেই ইতিহাসে সালাহ, কেইনের লাগল ৬৩ মিনিট

চ্যাম্পিয়নস লিগে নতুন মৌসুমে স্কোরলাইনে নাম লেখাতে দেরি করেননি মোহাম্মদ সালাহ—সময় নিয়েছেন মাত্র ৬ মিনিট। অ্যানফিল্ডে গতকাল রাতে চ্যাম্পিয়নস লিগে নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে আতলেতিকো মাদ্রিদকে ৩-২ গোলে হারায় লিভারপুল। ম্যাচের ৬ মিনিটের মধ্যে গোল করানোর পাশাপাশি মিসরীয় ফরোয়ার্ড নিজেও একটি গোল করেন। আর তাতেই দারুণ এক রেকর্ড গড়েছেন লিভারপুল কিংবদন্তি।

আরও পড়ুনকেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব৫ ঘণ্টা আগে

৪ মিনিটে সালাহর ফ্রি–কিক লিভারপুল লেফট ব্যাক অ্যান্ড্রু রবার্টসনের পায়ে লেগে জালে জড়ায়। দুই মিনিট পরই বক্সের ভেতর থেকে দারুণ ফিনিশিংয়ে গোল করেন সালাহ। ‘অপ্টা’ জানিয়েছে, সালাহ চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে কোনো ইংলিশ ক্লাবের হয়ে ম্যাচের প্রথম ৬ মিনিটের মধ্যে গোল করার পাশাপাশি গোল করালেন। যেকোনো ক্লাবের হিসাবে সালাহ এই তালিকায় তৃতীয়। এর আগে মারিয়ানো বোমবার্দা ও করিম বেনজেমা প্রথম ৬ মিনিটের মধ্যে গোল করার পাশাপাশি গোল করিয়েছেন।

আতলেতিকোর বিপক্ষে গোল পেয়েছেন সালাহ

সম্পর্কিত নিবন্ধ