কুষ্টিয়া থেকে ঢাকায় ফেরার পথে গত ১৪ জানুয়ারি রাত ১১টার দিকে গণভবনের সামনে ছিনতাইয়ের শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক অধ্যাপক। ওই ঘটনায় তিনি শেরেবাংলা নগর থানায় মামলা করলে দেড় মাসেও কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

সম্প্রতি বিষয়টি জানাজানি হলে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ভুক্তভোগী শিক্ষক। তিনি ঘটনার বর্ণনা দিয়ে জানান, ঘটনার দিন রাত ১০টায় টেকনিক্যাল মোড়ে নেমে ঢাবি ক্যাম্পাসে যাওয়ার উদ্দেশে একটি সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করেন তিনি। গণভবনের সামনে পৌঁছামাত্রই থেমে যায় অটোরিকশাটি। চালক জানান, ইঞ্জিনে ত্রুটি দেখা দিয়েছে। তিনি সচল করার চেষ্টা করছেন। এরই মধ্যে হঠাৎ তিন ব্যক্তি তাঁর গলায় চাকু ধরে বলে, চিৎকার করলে গলা নামিয়ে দেব। এর পর তাঁর মুঠোফোন ও ব্যাগ কেড়ে নেয় ছিনতাইকারীরা।

তিনি আরও জানান, এ সময় তাঁকে জিম্মি করে ২ লাখ টাকা দাবি করে ছিনতাইকারীরা। পরে এক আত্মীয়ের কাছ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৪৫ হাজার টাকা এনে দিলে তাঁকে ছেড়ে দেওয়া হয়। তিনি বলেন, মামলায় ছিনতাইকারীদের দেওয়া বিকাশ নম্বর উল্লেখ করেছিলাম। কেন পুলিশ ছিনতাইকারীদের ধরতে পারছে না, সেটি বোধগম্য নয়।

এ বিষয়ে ঢাকার শেরেবাংলা নগর থানার ওসি মোহাম্মদ গোলাম আযম বলেন, স্যারের সঙ্গে কথা হয়েছে। স্যারকে জিম্মি করে টাকা আদায়ের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে কাজ চলছে।


 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ছ নত ই

এছাড়াও পড়ুন:

‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি

অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।

গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।

লিভারপুলের অনুশীলনে ভার্জিল ফন ডাইক ও মোহাম্মদ সালাহ

সম্পর্কিত নিবন্ধ