প্রেক্ষাপট

বাংলাদেশের নারীরা মুক্তিযুদ্ধ, যুদ্ধ-পরবর্তী পুনর্গঠন, স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং আন্তর্জাতিক সংহতি আন্দোলনে নেতৃত্ব দিয়ে সামাজিক পরিবর্তনে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। ১৯৯৫ সালে বেইজিংয়ে অনুষ্ঠিত চতুর্থ বিশ্ব নারী সম্মেলন নারীদের প্রতি সব ধরনের বৈষম্য দূর করার জন্য জাতিসংঘ সিডও (CEDAW) চুক্তির প্রতি প্রতিশ্রুতি আরও দৃঢ় করে। এটি লিঙ্গভিত্তিক সহিংসতা, অর্থনৈতিক ক্ষমতায়ন, রাজনৈতিক প্রতিনিধিত্ব এবং আইনি সংস্কারের বিষয়ে আন্দোলনকে আরও ত্বরান্বিত করে।

১৯৯১ সাল থেকে দেশের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে বিভিন্ন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে বিভিন্ন দফায় নারীরা দায়িত্ব পালন করলেও দেশের সর্বস্তরে নারীর অবস্থান এবং ক্ষমতায়ন সমভাবে দৃশ্যমান হয়নি। নারীর প্রতি অবিচার এবং ঘরে-বাইরে সর্বত্র যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতার সংখ্যা ক্রমেই বেড়ে চলেছিল। ফলে ২০২০ সালে বাংলাদেশে নারীবাদী আন্দোলন এবং জনরোষের শক্তিশালী উত্থান ঘটে, যা মূলত ধর্ষণ ও যৌন সহিংসতার ক্রমবর্ধমান ঘটনার প্রতিক্রিয়ায় সৃষ্টি হয়েছিল। সাম্প্রতিক ‘কোটা সংস্কার আন্দোলন’-এর মাধ্যমে নারীদের জন্য নির্ধারিত ১০ শতাংশ কোটা বাতিল করা হয়েছে, যা কাঠামোগত বৈষম্যকে আরও বাড়িয়ে তুলেছে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (SDGs) লক্ষ্যগুলোর সঙ্গে অসংগতিপূর্ণ। এর ফলে নারীরা আরও ঝুঁকির মধ্যে পড়েছেন।

২০২৪-এর যে বৈষম্যবিরোধী আন্দোলন সরকার পরিবর্তনে ভূমিকা রেখেছিল, সেখানেও নারীরা অন্তর্বর্তীকালীন সরকার ও সংস্কার কমিশনে ন্যায্য প্রতিনিধিত্ব পাননি, বিশেষ করে তরুণ নারীরা আরও উপেক্ষিত হয়েছেন। তাই নারীর ক্ষমতায়ন, লিঙ্গসমতা এবং নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধের জন্য চলমান আন্দোলন আরও জোরদার করা এখন আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ।

দেশে নারী আন্দোলনের পূর্ববর্তী সাফল্যকে সম্মান জানিয়ে আরও অন্তর্ভুক্তিমূলক, লিঙ্গ সংবেদনশীল ও সমতাভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে বাংলাদেশ মহিলা পরিষদ ও বহ্নিশিখা, ইউএন উইমেনের সহায়তায় একটি দাবিনামা তৈরি করেছে। বিভিন্ন পর্যায়ের ও প্রজন্মের নারীদের একত্র করে, বিশেষত যাঁরা প্রতিনিয়ত বৈষম্যের শিকার হচ্ছেন, তাঁদের সমান অধিকার নিশ্চিত করার লক্ষ্যেই এই চার্টার প্রণয়ন করা হয়েছে। এটি একটি অন্তর্ভুক্তিমূলক ও আন্তপ্রজন্মভিত্তিক পদ্ধতিতে তৈরি করা হয়েছে, যেখানে জাতীয় থেকে প্রান্তিক পর্যায় পর্যন্ত বিভিন্ন অংশীদারের শতভাগ অংশগ্রহণ ও মতামতকে গুরুত্ব দেওয়া হয়েছে।

নারী ও কন্যাশিশুর অধিকার

এ বছর আন্তর্জাতিক নারী দিবসের বিষয়বস্তু  হলো, ‘সকল নারী ও মেয়েদের জন্য: অধিকার, সমতা এবং ক্ষমতায়ন। ইউএন উইমেনের বেইজিং ডিক্লারেশন এবং প্ল্যাটফর্ম ফর অ্যাকশনের ৩০তম বার্ষিকী উপলক্ষে বৈশ্বিক প্রচারণার আওতায় ‘সকল নারী ও মেয়েদের জন্য’ বিষয়বস্তুর অধীনে এ বছর আন্তর্জাতিক নারী দিবসে একটি জোরালো আহ্বান জানানো হয়। তিনটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য জোর দেওয়া হচ্ছে, যা হলো নারী এবং কন্যাশিশুদের অধিকার উন্নীত করা, নারী ও কন্যাশিশুদের পূর্ণ মানবাধিকার প্রতিষ্ঠার জন্য অবিরাম সংগ্রাম চালিয়ে যাওয়া এবং সব ধরনের সহিংসতা, বৈষম্য ও শোষণের বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ গড়ে তোলা—

১। নারী ও মেয়েদের অধিকারের অগ্রগতি: সব ধরনের সহিংসতা, বৈষম্য এবং শোষণকে চ্যালেঞ্জ করে নারী ও মেয়েদের পূর্ণাঙ্গ মানবাধিকারের জন্য নিরলসভাবে লড়াই চালিয়ে যাওয়া।

২। লিঙ্গসমতা প্রচার: কাঠামোগত বাধা দূর করা, পিতৃতন্ত্র ভাঙা, চিরাচরিত বৈষম্য দূর করা এবং প্রান্তিক নারী ও কন্যাশিশু, বিশেষ করে তরুণীদের কণ্ঠ তুলে ধরা করা, যাতে অন্তর্ভুক্তি এবং ক্ষমতায়ন নিশ্চিত করা যায়।

৩। ক্ষমতায়ন বৃদ্ধি: শিক্ষা, কর্মসংস্থান, নেতৃত্ব এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অন্তর্ভুক্তিমূলক প্রবেশাধিকার নিশ্চিত করে ক্ষমতা কাঠামো পুনর্নির্ধারণ। তরুণী ও মেয়েদের নেতৃত্ব ও উদ্ভাবনের সুযোগকে অগ্রাধিকার দেওয়া।

জুলাইয়ের আন্দোলনের পর নারীপক্ষ অন্তর্বর্তী সরকারকে মোট ৮টি ক্যাটাগরিকে প্রাধান্য দিয়ে একটি দাবিনামা উপস্থাপন করে। বিভাগীয় পর্যায়ে অংশীজনদের সঙ্গে বিস্তর আলোচনার মাধ্যমে নারী অধিকার প্রতিষ্ঠায় তারা স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের প্রস্তাবনা দেয়। আটটি বিভাগের মধ্যে রয়েছে: সহিংসতা থেকে নারীদের মুক্তি, নারীদের অর্থনৈতিক অধিকার, নারীদের রাজনৈতিক অধিকার, নারীদের স্বাস্থ্য অধিকার, নারীদের শিক্ষা, জলবায়ু ও পরিবেশ রক্ষা, প্রান্তিক নারীদের অধিকার এবং সাম্প্রদায়িক ঐক্য প্রতিষ্ঠা।

বাংলাদেশ মহিলা পরিষদ এবং বহ্নিশিখা সম্মিলিতভাবে যে দাবিনামাটি তৈরি করেছে, তা ছয়টি প্রধান বিষয়ের ওপর গুরুত্ব আরোপ করেছে—শিক্ষা, যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতা, স্বাস্থ্য, আইন সংস্কার ও ন্যায়বিচারের প্রাপ্যতা, নারীদের অংশগ্রহণ, অর্থনৈতিক ক্ষমতায়ন, সিদ্ধান্ত গ্রহণ এবং অবৈতনিক কাজ; জেন্ডার বাজেট এবং সুশাসন। নারী এবং প্রান্তিক সম্প্রদায়গুলোর ওপর বিরূপ প্রভাব ফেলছে এমন গুরুত্বপূর্ণ বিষয়গুলো সমাধানের জন্য নির্দিষ্ট সুপারিশ করা হয়েছে এই ক্ষেত্রগুলোর অধীনে; যা স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি সংস্কারের জন্য বাস্তবায়নযোগ্য।

ফওজিয়া মোসলেম,

সভাপ্রধান, বাংলাদেশ মহিলা পরিষদ

‘রাজনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে নারীদের নেতৃত্বে ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি পাবে। আমাদের মনে রাখতে হবে যে নারীদের রাজনৈতিক ক্ষমতায়ন শুধু নারীদের জন্য গুরুত্বপূর্ণ নয়; বরং এটি জাতীয় উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে মূলধারার রাজনীতিতে অন্তর্ভুক্ত হওয়া উচিত।’

Suvra Kanti Das.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ক ষমত য ন ত ক ক ষমত দ র জন য র জন ত ক দ র কর র র জন গ রহণ

এছাড়াও পড়ুন:

টিকটকে যুক্ত হলো ফুটনোটস, যে সুবিধা পাওয়া যাবে

ছোট আকারের ভিডিও দেখার সুযোগ থাকায় নিয়মিত দীর্ঘ সময় একটানা টিকটক অ্যাপ ব্যবহার করেন অনেকে। তবে টিকটকে থাকা সব ভিডিও সবার জন্য উপযোগী নয়। কেউ আবার ভিডিও দেখার পরও বিষয়বস্তু সঠিকভাবে বুঝতে পারেন না। এ সমস্যা সমাধানে ভিডিওর প্রাসঙ্গিক তথ্য ও পটভূমি বার্তা আকারে প্রদর্শনের জন্য ‘ফুটনোটস’–এর সুবিধা চালু করেছে টিকটক। কমিউনিটিভিত্তিক নতুন এ সুবিধা চালুর ফলে টিকটকে থাকা বিভিন্ন ভিডিওর সঙ্গে তথ্যনির্ভর নোট যুক্ত করতে পারবেন ‘ফুটনোটস কন্ট্রিবিউটর’ হিসেবে নির্বাচিত ব্যক্তিরা।

টিকটক জানিয়েছে, যখন একাধিক ফুটনোটস কন্ট্রিবিউটর ভিডিওর সঙ্গে থাকা কোনো ফুটনোটকে সহায়ক বলে মূল্যায়ন করবেন, তখন সেটি ভিডিওর সঙ্গে দৃশ্যমান হবে। এতে দর্শকেরা সহজেই ভিডিওর বিষয়বস্তু সম্পর্কে জানতে পারবেন। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে বসবাসকারীরা নতুন সুবিধাটি ব্যবহার করতে পারবেন।

গত এপ্রিলে ফুটনোটসের সুবিধার পরীক্ষামূলক সংস্করণ চালু করে টিকটক। এরই মধ্যে প্রায় ৮০ হাজার টিকটক ব্যবহারকারীকে ফুটনোটস কন্ট্রিবিউটর হিসেবে নির্বাচন করা হয়েছে। তাঁদের মধ্যে যাঁরা নির্ধারিত মানদণ্ডে উত্তীর্ণ হয়েছেন, তাঁরা এখন ভিডিওর জন্য তথ্যসমৃদ্ধ নোট লিখতে পারবেন এবং অন্যদের লেখা নোট যাচাই করে রেটিং দিতে পারবেন।

টিকটকের ফুটনোটসের সুবিধা অনেকটা খুদে ব্লগ লেখার সাইট এক্সের (সাবেক টুইটার) ‘কমিউনিটি নোটস’ ব্যবস্থার মতো। সেখানেও ব্যবহারকারীরা বিভিন্ন দৃষ্টিভঙ্গির আলোকে ভিডিও বা পোস্টের সঙ্গে প্রাসঙ্গিক তথ্য যোগ করতে পারেন। ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডস প্ল্যাটফর্মেও মেটা সম্প্রতি একই রকম সুবিধা চালু করেছে। ইউটিউবেও একই ধরনের একটি কমিউনিটিনির্ভর তথ্য যাচাইয়ের সুবিধা বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।

সূত্র: দ্য ভার্জ

সম্পর্কিত নিবন্ধ

  • টিকটকে যুক্ত হলো ফুটনোটস, যে সুবিধা পাওয়া যাবে