পিরোজপুরে জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি মোছাব্বির মাহামুদ সানি ‘সন্ত্রাসী’ হামলায় আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে পিরোজপুরের পাড়েরহাট মোড় পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় সানির মাথা রক্তান্ত জখম হয় এবং ডান হাত ভেঙে যায়। এসময় সানির সঙ্গে থাকা সানজিদ নামে আরও একজন আহত হয়। তার শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়।

আহত মোছাব্বির মাহামুদ সানি দাবি করেন, শুক্রবার রাতে তারাবীর নামাজ পড়ে বের হলে তাঁতীদলের কয়েকজন সন্ত্রাসীসহ আওয়ামী ফ্যাসিবাদী পিরোজপুরের সাবেক এমপি একেএমএ আউয়াল ও সাবেক পৌর মেয়র হাবিবুর রহমান মালেকের পালিত সন্ত্রাসীরা হামলা চালায়।

পিরোজপুর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রাজিব পাইক জানান, মোছাব্বির মাহামুদ সানি ও সানজিদ নামে দু’জন আহত অবস্থায় রাত ১১টার দিকে হাসপাতালে আসে। তাদের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এছাড়া ছানির ডান হাত ফ্র্যাকচার হয়েছে।

পিরোজপুর সদর থানার ওসি আব্দুস সোবাহান জানান, খবর পেয়ে ঘটনাস্থানে এবং হাসপাতালে পুলিশ গিয়েছে। হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

আমির খান আলোচিত যে ৭ সিনেমা ফিরিয়ে দিয়েছিলেন

‘সাজন’
লরেন্স ডিসুজার এই রোমান্টিক সিনেমাটি উপমহাদেশজুড়েই ব্যাপক জনপ্রিয়তা পায়, সিনেমাটির গানগুলোও মানুষের মুখে মুখে ফেরে। বিভিন্ন ভাষায় সিনেমাটির রিমেক হয়। তবে মূল সিনেমাটিই আদতে একটি ফরাসি নাটক থেকে অনুপ্রাণিত। আলোচিত এ হিন্দি সিনেমায় অভিনয় করেন সঞ্জয় দত্ত, মাধুরী দীক্ষিত ও সালমান খান। এ ছাড়া ছিলেন কাদের খান। ১৯৯১ সালে এটি ছিল সবচেয়ে ব্যবসাসফল হিন্দি সিনেমা। শুরুতে এ ছবির প্রস্তাব যায় আমির খানের কাছে। কিন্তু তাঁর কাছে চরিত্রটি পছন্দ হয়নি। আমির খান জানান, চরিত্রটির সঙ্গে তিনি কোনোভাবেই একাত্মবোধ করতে পারছেন না, তাই ফিরিয়ে দেন।

‘ডর’ সিনেমার দৃশ্য। আইএমডিবি

সম্পর্কিত নিবন্ধ