নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও এলাকায় বোরো ক্ষেতে হানা দিয়েছে বন্যহাতির পাল। গত শুক্রবার রাতে ৩০-৪০টি হাতি নাকুগাঁও এলাকার ফিলামিনা চিসিমের জমিতে তাণ্ডব চালায়। তাঁর সোয়া দুই একর জমির ফসল নষ্ট হয়ে গেছে। এলাকাবাসীর প্রতিরোধে পাহাড়ে ফিরে গেছে হাতির পাল।
 হাতির পালটি নাকুগাঁওয়ের বানেরটিলায় সীমান্তবর্তী ১১১৫ নম্বর পিলারের কাছে অবস্থান করায় দুশ্চিন্তায় রয়েছেন স্থানীয় কৃষক। গ্রামবাসী হাতি তাড়াতে বন বিভাগ ও সরকারিভাবে উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।
 কিষানি ফিলামিনা চিসিম বলেন, ‘ঋণ কইরা ৪৫ কাডা (কাঠা) জমিতে বোরো ধান লাগাইছি। রাইতে (রাতে) হঠাৎ কইরা হাতির পাল ক্ষেতে নাইম্মা আমার জমির ধান খাইয়া আর পাও (পা) দিয়া ফসল মাডির (মাটির) লগে মিশাইয়া ফালাইছে।’ তিনি বলেন, ‘আমাদের ডাক-চিৎকারে গ্রামবাসী হই-হুল্লোড় কইরা ক্ষেত থাইকা হাতি সরাইছে। বাকি ফসল রক্ষায় রাইত জাইগা পাহারা দিতাছি।’
 স্থানীয় কয়েকজন কৃষক জানান, ৩০-৪০টির মতো বন্যহাতি খাবারের সন্ধানে নাকুগাঁও এলাকায় চলতি বোরো ধান ক্ষেতে হানা দিচ্ছে। মধুটিলা ইকোপার্কের রেঞ্জার দেওয়ান আলী বলেন, হাতি ও মানুষের সহবস্থানে থাকার ব্যাপারে বন বিভাগ সবসময় কাজ করে যাচ্ছে।
  
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
গভীর রাতে সীতাকুণ্ডের ৪ বিএনপি নেতা বহিষ্কার
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা বিএনপির চার নেতাকে বহিষ্কার করা হয়েছে। দলীয় মনোনয়নকে কেন্দ্র করে সহিংসতা, হানাহানি ও রাস্তা অবরোধসহ নানাবিধ জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে তাদের বহিষ্কার করা হয়।
সোমবার (৩ নভেম্বর) মধ্যরাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
আরো পড়ুন:
নির্বাচন: বিএনপির যে প্রার্থীদের সঙ্গে লড়বেন এনসিপির শীর্ষ নেতারা
বিএনপির প্রার্থী তালিকায় নেই তারকারা
 
বহিষ্কৃত নেতারা হলেন- সীতাকুণ্ড উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলাউদ্দিন মনি, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর, সীতাকুন্ড পৌরসভার আহ্বায়ক মামুন, যুবদলের সোনাইছড়ীর সাধারণ সম্পাদক মমিন উদ্দিন মিন্টু।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সন্ধ্যার পরে দলীয় মনোনয়নকে কেন্দ্র করে তারা (বহিষ্কৃতরা) চট্টগ্রাম উত্তর জেলাধীন সীতাকুন্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কদমরসুল, ভাটিয়ারী বাজার, জলিল গেট এলাকায় সহিংসতা, হানাহানি ও রাস্তা অবরোধসহ নানাবিধ জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হন। এসব কর্মকাণ্ডের জন্য দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে এই চার নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত তরা সবাই সীতাকুণ্ডে মনোননয় বঞ্চিত বিএনপি নেতা আসলাম চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।
ঢাকা/রেজাউল/মাসুদ