ছক্কা মেরে সেঞ্চুরি তামিমের, মোহামেডানের বড় জয়
Published: 9th, March 2025 GMT
প্রথম ম্যাচে হেরেই গিয়েছিল তারকায় ঠাসা মোহামেডান। পরেরটিতে জয় পেলেও হাসেনি অধিনায়ক তামিম ইকবালের ব্যাট। প্রিমিয়ার লিগের প্রথম দুই ম্যাচে ২২ ও ১৪ রানে আউট হয়ে যাওয়া তামিম মোহামেডানের হয়ে সেঞ্চুরিই তুলে নিয়েছেন আজ। বিকেএসপিতে পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে মোহামেডান ৭ উইকেটের জয়ও পেয়েছে।
আগে ব্যাটিংয়ে নেমে পারটেক্স ৪৬.
জাওয়াদ রোয়ান ৪৫ বলে ৪২ রান করেন। তবে তাঁদের এই রান দলের স্কোর খুব বেশি বড় করতে পারেনি। ৯.৩ ওভার বোলিং করে ৫০ রান দিয়ে ৪ উইকেট পান মোহামেডানের তাইজুল ইসলাম, নাসুম আহমেদ পান ৩ উইকেট।
অল্প রান তাড়ায় নেমে ৩৫ রানেই দুই উইকেট হারিয়ে ফেলে মোহামেডান। তবে ৬৫ বলে ফিফটি পূর্ণ করেন তামিম। ৪৩ বলে ৩৭ রান করে ফেরেন তাওহিদ হৃদয়ও। এরপরই মুশফিকুর রহিমের সঙ্গে জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তামিম।
১১ চার ও ৫ ছক্কার ইনিংসে ১১২ বলে ১২৫ রান করেন তামিম। সেঞ্চুরিও পূর্ণ করেন ছক্কা মেরে। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি তাঁর ২৩তম সেঞ্চুরি। ৪৪ বলে ৩৫ রান আসে মুশফিকুর রহিমের ব্যাট থেকে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: উইক ট
এছাড়াও পড়ুন:
আমদানি বৃদ্ধি ইতিবাচক, ধারাবাহিকতা থাকতে হবে
চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম তিন মাসে মূলধনি যন্ত্রপাতি ও ভোগ্যপণ্যের ঋণপত্র খোলার হারে যে প্রবৃদ্ধি হয়েছে, সেটিকে আমি ইতিবাচক হিসেবেই দেখছি। তবে তিন মাসের চিত্র দিয়ে সামগ্রিক অবস্থা এখনো মূল্যায়ন করার সময় হয়নি।
মূলধনি যন্ত্রপাতি আমদানিতে হঠাৎ প্রায় ২৩ শতাংশ প্রবৃদ্ধি ঘটেছে। এটা সুখবর হলেও কোনো বড় প্রকল্পের মালামাল আমদানিতে এত বেশি প্রবৃদ্ধি হয়েছে কি না, তা খতিয়ে দেখা দরকার। যদি সত্যিকারের নতুন নতুন কারখানার যন্ত্রপাতি আমদানির মাধ্যমে এ প্রবৃদ্ধি ঘটে, তাহলে তা অর্থনীতির জন্য ইতিবাচক।
মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ধারাবাহিকতা থাকলেই বলা যাবে, দেশে বিনিয়োগ হচ্ছে। বিনিয়োগ হলে সামনে কর্মসংস্থানও বাড়বে। আর তাতে অর্থনীতিতেও গতি সঞ্চার হবে।
মূলধনি যন্ত্রপাতির মতো ভোগ্যপণ্যের ঋণপত্র খোলার হারও বাড়ছে। বাংলাদেশ ব্যাংক তিন মাসের যে তুলনা করে দেখিয়েছে, তাতে ঋণপত্র খোলার হার ২০ শতাংশ বেড়েছে।
সব মিলিয়ে মূলধনি যন্ত্রপাতি আমদানিতে যে প্রবৃদ্ধি হয়েছে, তা আগামী কয়েক মাস অব্যাহত থাকলে অর্থনীতিতে কর্মচাঞ্চল্য বাড়বে।
মোহাম্মদ মোস্তফা হায়দার, পরিচালক, টি কে গ্রুপ