৪৯তম ওভারের শেষ বলে রবীন্দ্র জাদেজা চার মারতেই নিশ্চিত হয়ে যায় ভারতের শিরোপা জয়। ডাগআউট থেকে ছুটে আসেন তাঁর সতীর্থরা। কেউ জড়িয়ে ধরেন, কেউ তুলে নেন স্টাম্প। এই উদ্‌যাপনের ভেতর মাঠে দাঁড়িয়েই নিজেদের অনুভূতি জানিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা।

যাঁর চারে ভারত ম্যাচটা নিশ্চিত করেছে, সেই জাদেজার জন্য একটা চ্যালেঞ্জ সব সময়ই কমন। শেষ দিকে ব্যাটিংয়ে নামার ওই দায়িত্বের কথাই যেন ফাইনাল শেষে স্মরণ করিয়ে দিলেন, ‘আমার ক্ষেত্রে এমনই হয়—হয় হিরো হয়ে যাব, নয়তো জিরো। উইকেটটা সহজ ছিল না। হার্দিক ও লোকেশ দারুণ খেলেছে। চ্যাম্পিয়নস ট্রফি জেতাটা বিশাল ব্যাপার। এত লম্বা সময় ধরে ক্রিকেট খেলে কিছু জিততে না পারলে খারাপ লাগে। আমি ভাগ্যবান যে পরপর দুটি আইসিসি টুর্নামেন্ট জিততে পেরেছি।

ম্যাচ জয়ের পর পুরস্কার অনুষ্ঠানে ভারতের খেলোয়াড়েরা.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

মহান মে দিবসে কাজে ব্যস্ত বিভিন্ন পেশার শ্রমিকেরা

ছবি: সাজিদ হোসেন

সম্পর্কিত নিবন্ধ