সারা দেশে নারীর প্রতি অব্যাহত সহিংসতা এবং মব (দলবদ্ধ বিশৃঙ্খলা) বন্ধে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ হয়েছেন দাবি করে তাঁর পদত্যাগের দাবিতে কক্সবাজারে মশালমিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার রাতে কক্সবাজার নিপীড়নবিরোধী মঞ্চ ব্যানারে এসব কর্মসূচি পালন করা হয়। এতে জেলার বিভিন্ন সাংস্কৃতিক-সামাজিক সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।

মশালমিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে ঘুম গাছতলা এলাকার পুরাতন শহীদ মিনার প্রাঙ্গণে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ। কর্মসূচিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), উদীচী, খেলাঘর আসর, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, গ্রিন ভয়েস, ডিভা ফাউন্ডেশনসহ কয়েকটি সংগঠনের কর্মীরা অংশগ্রহণ করেন। সভাপতিত্ব করেন জেলা খেলাঘরের সভাপতি সুবিমল পাল পান্না।

সমাবেশে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কক্সবাজার জেলা সংসদের সাধারণ সম্পাদক সৌরভ দেব বলেন, ‘এমন বাংলাদেশ আমরা কখনো চাইনি। পোশাকের নামে নারী লাঞ্ছনাকারী ও নারী নিপীড়নকারীদের বিচারের আওতায় আনতে হবে। সাত মাসে মব জাস্টিসের নামে যেসব বিচারবহির্ভূত কর্মকাণ্ড অনুষ্ঠিত হয়েছে, সেসবেরও বিচার নিশ্চিত করতে হবে। ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।’

বাংলাদেশ যুব ইউনিয়ন কক্সবাজার জেলা শাখার নেত্রী ফাতেমা আক্তার বলেন, যে পুরুষ ধর্ষণ করে, সে কখনো মানুষ হতে পারে না। সে বিকৃত মস্তিষ্কের পিশাচ। এমন পিশাচের শাস্তি নিশ্চিত করতে হবে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি

অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।

গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।

লিভারপুলের অনুশীলনে ভার্জিল ফন ডাইক ও মোহাম্মদ সালাহ

সম্পর্কিত নিবন্ধ