ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট দুতার্তে গ্রেপ্তার: আইসিসির পরোয়ানা কার্যকর
Published: 11th, March 2025 GMT
ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে আজ মঙ্গলবার ম্যানিলায় গ্রেপ্তার হয়েছেন। আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) কর্তৃক মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জারি করা পরোয়ানার ভিত্তিতে ম্যানিলা বিমানবন্দরে তাকে গ্রেপ্তার করা হয়।
৭৯ বছর বয়সী দুতার্তে ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত ফিলিপাইনের প্রেসিডেন্ট ছিলেন। তার শাসনামলে মাদকবিরোধী অভিযানে কয়েক হাজার মানুষ নিহত হন, যা নিয়ে আন্তর্জাতিক মহলে সমালোচনা হয়। আইসিসি এই অভিযানের সময় সংঘটিত হত্যাকাণ্ডগুলোকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিবেচনা করে তার বিরুদ্ধে পরোয়ানা জারি করে। খবর: এএফপির
ফিলিপাইনের প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, ইন্টারপোলের মাধ্যমে পাওয়া আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে দুতার্তেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বর্তমানে কর্তৃপক্ষের হেফাজতে আছেন এবং সরকারি চিকিৎসকরা তার স্বাস্থ্য পরীক্ষা করছেন।
দুতার্তের সাবেক মুখপাত্র সালভাদর প্যানেলো এই গ্রেপ্তারকে ‘অবৈধ’ বলে অভিহিত করেছেন, কারণ ফিলিপাইন ইতিমধ্যে আইসিসি থেকে নিজেদের প্রত্যাহার করেছে। তবে আইসিসি জানিয়েছে, সদস্যপদ বাতিলের আগে সংঘটিত অপরাধের ক্ষেত্রে আদালতের এখতিয়ার বহাল থাকে।
গ্রেপ্তারের আগে দুতার্তে হংকংয়ে ছিলেন এবং সেখান থেকে ম্যানিলায় ফেরার পরই তাকে গ্রেপ্তার করা হয়। তিনি হংকংয়ে আসন্ন মধ্যবর্তী নির্বাচনের জন্য তার পক্ষের সিনেট সদস্য প্রার্থীদের প্রচারণায় অংশ নিয়েছিলেন।
ফিলিপাইনের বর্তমান ভাইস-প্রেসিডেন্ট সারা দুতার্তে, রদ্রিগো দুতার্তের কন্যা, এই পরিস্থিতিতে কোনো মন্তব্য করেননি। দুতার্তের গ্রেপ্তার ফিলিপাইনের রাজনৈতিক অঙ্গনে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ফ ল প ইন ফ ল প ইন র পর য় ন আইস স অপর ধ
এছাড়াও পড়ুন:
‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি
অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।
গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।