প্রাথমিক বিদ্যালয়ের কক্ষে কোচিং-প্রাইভেট নয়
Published: 11th, March 2025 GMT
প্রাথমিক বিদ্যালয়ের কক্ষ প্রাইভেট পড়ানো বা কোচিংয়ের কাজে ব্যবহার করা যাবে না। এর ব্যত্যয় ঘটলে নিজ নিজ বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্তরা দায়ী থাকবেন। গতকাল সোমবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রাথমিকের মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাছে এই নির্দেশনা দিয়েছে।
নির্দেশনাপত্রে বলা হয়, সম্প্রতি দেখা যাচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে ছুটির পর বা বন্ধের দিনে শ্রেণিকক্ষ প্রাইভেট পড়ানো, কোচিংসহ নানা কাজে ব্যবহার করা হয়, যা অনভিপ্রেত। কোনোভাবেই বিদ্যালয়ের কক্ষ প্রাইভেট পড়ানো, কোচিংসহ অন্যান্য কাজে ব্যবহার করা যাবে না। এর ব্যত্যয় হলে দায়িত্বপ্রাপ্তরা দায়ী থাকবেন।
নির্দেশনাপত্রে এই আদেশ আবশ্যিকভাবে পালনের বিষয়ে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের বলা হয়েছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ডিহাইড্রেশন দূর করতে ‘লেবুর কাজী’
লেবুর কাজী ভাতের সাথে ডালের মতো খেতে পারেন। এ ছাড়া আলু ভর্তা, ডিম ভাজি, মাংসের ঝুরা, কালা ভুনা, এবং কোয়াবের সঙ্গে খেতেও অনেক ভালো লাগে। ভুনা বা ডিপ ফ্রাই মাছের সাথেও বেশ জমে যায় লেবুর কাজী।
উপকরণ
ঠান্ডা পানি: ৫০০ মিলি
ভাজা শুকনা মরিচ: ২টি
লেবু: ১টি (রস করে নেওয়া)
সরিষার তেল: ১ টেবিল চামচ
রসুন কুচি: ১ চা চামচ
লবণ: স্বাদমতো
প্রথম ধাপ: একটি বড় বাটিতে লেবুর রস, শুকনা মরিচ, রসুন কুচি, সরিষার তেল ও লবণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিন। তারপর হাত দিয়ে উপকরণগুলো ভালোভাবে মেখে নিন।
দ্বিতীয় ধাপ: এবার পরিমাণমতো পানি যোগ করুন। এরপর সবকিছু একসাথে মিশিয়ে নিলেই তৈরি লেবুর কাজী।
সূত্র: শিউলি কিচেন
ঢাকা/লিপি