মাত্র ২০ লাখ রুপিতে গত আইপিএল খেলেছেন। প্রথমবার আইপিএল মৌসুমে খেলেন মাত্র ৪ ম্যাচ। এই ৪ ম্যাচে মায়াঙ্ক যাদব যে গতির ঝড় তোলেন, তাতে ২০ লাখ রুপির মায়াঙ্কের দাম বেড়ে এবার হয়েছে ১১ কোটি রুপি, আগেরবারের চেয়ে যা ৫৫ গুণ বেশি। লক্ষ্ণৌ সুপার জায়ান্টস তাঁকে নিলামেই তোলেনি। এত রুপি খরচ করে ধরে রাখা মায়াঙ্ককে এবারও পুরো মৌসুমের জন্য পাচ্ছে না লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।

ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, ২২ বছর বয়সী এই পেসার টুর্নামেন্টের প্রথম অংশে থাকছেন না। পিঠের নিচের অংশের চোট কাটিয়ে মাত্রই বোলিং শুরু করেছেন মায়াঙ্ক। সবকিছু ঠিকঠাক থাকলেই টুর্নামেন্টের শেষ দিকে মাঠে দেখা যাবে এই পেসারকে।

নিজের প্রথম আইপিএলে সাইড স্ট্রেইন চোটে পড়া মায়াঙ্কের গত অক্টোবরে ভারতের হয়ে অভিষেক হয়। বাংলাদেশের বিপক্ষে সেই সিরিজে চোট থেকে ফিরেই ১৫০ কিলোমিটারের আশপাশে বোলিং করেছেন। যদিও তাঁর জন্য এটি আহামরি কিছু ছিল না। আইপিএলের প্রথম মৌসুমে ঘণ্টায় ১৫৬ কিলোমিটার গতিতেও বোলিং করেছিলেন এই পেসার।

মায়াঙ্ক যাদব ১৫৬ কিলোমিটার গতিতেও বোলিং করেছেন.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

কিশোরগঞ্জে মসজিদের দানবাক্স ভেঙে লাখ টাকা চুরি

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার ঐতিহ্যবাহী কুতুব শাহী মসজিদের দানবাক্স ভেঙে লক্ষাধিক টাকা চুরি হয়েছে। বুধবার (৩০ জুলাই) গভীর রাতে চোরেরা মসজিদের মূল দানবাক্স ভেঙে নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়। 

স্থানীয়রা জানান, শত বছরের পুরনো এই মসজিদে প্রতিদিন শতাধিক মুসল্লি নামাজ আদায় করেন। বিভিন্ন স্থান থেকে মানুষ এসে মসজিদে নিয়মিত দান করেন। ফলে দানবাক্সে মোটা অঙ্কের টাকা জমা হয়েছিল। 

মসজিদের বর্তমান ইমাম মাওলানা জালাল উদ্দীন রুমি চুরির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘‘চুরির ঘটনায় আমিও মর্মাহত। বিষয়টি প্রশাসনকে জানিয়েছি। প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে বলে আমি আশা করি। ধারণা করছি, দানবাক্সে ১ লাখের বেশি টাকা ছিল।’’ 

‎অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, মসজিদ কর্তৃপক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত প্রক্রিয়াধীন আছে।

আরো পড়ুন:

নাটোরে ঘোড়ার গাড়িতে চড়িয়ে ইমামকে বিদায়

ষাট গম্বুজ মসজিদে ঈদ জামাতে মানুষের ঢল

‎স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মসজিদে পাহারাদার বা নজরদারির ব্যবস্থা নেই। রাতে মসজিদ ফাঁকা থাকায় চোরেরা সহজে দানবাক্স ভাঙতে পেরেছে।  
 

ঢাকা/রুমন/বকুল

সম্পর্কিত নিবন্ধ