পুলিশ সদস্যের বিরুদ্ধে ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ
Published: 11th, March 2025 GMT
পুলিশ সদস্যের বিরুদ্ধে আসামির স্বজন ও ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানা চত্বরে এ ঘটনা ঘটে।
ঈশ্বরগঞ্জ পৌর ছাত্রদলের সদস্য সচিব রিদওয়ান আহমেদের ভাষ্য, তাদের এলাকা থেকে দু’জন আসামিকে ধরে থানায় নিয়ে যায় পুলিশ। আটক ব্যক্তিদের পরিবারের সদস্যদের অনুরোধে দুপুর সাড়ে ১২টার দিকে থানা চত্বরে গিয়ে কথা বলতে থাকেন তিনি। কিছুক্ষণ পর পুলিশ সদস্য মিজানুর রহমান গিয়ে তাদের বের হতে বলেন। এক পর্যায়ে পুলিশ সদস্য উচ্চবাচ্য শুরু করেন। এ সময় তিনি নিজেকে ছাত্রদলের সদস্য সচিব পরিচয় দিলে আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন ওই পুলিশ সদস্য।
ছাত্রদলের এই নেতা জানান, পুলিশ সদস্য থানার ভেতরে গিয়ে কয়েক মিনিটের মধ্যে আবার বাইরে বের হয়ে আসেন। এ সময় ওই পুলিশ সদস্য নিজের শরীরের পোশাক ছিঁড়ে বলতে থাকেন, ‘আমার পোশাক ছিঁড়লি কেন, গায়ে হাত তুললি কেন।’ ওই সময় থানা চত্বরে থাকা আসামির পরিবারের সদস্যদেরও মারধর করা হয়। পরে তাঁকে (ছাত্রদল নেতা) থানার ওসির কক্ষে নিয়ে যায়। পুরো ঘটনা ওসিকে জানিয়ে পুলিশ সদস্যের বিচার চান তিনি।
পরে উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলাম ভূঁইয়া থানায় গেলে ওসি অভিযুক্ত পুলিশ সদস্যের সুষ্ঠু বিচারের আশ্বাস দেন।
আসামির স্বজন শিমরাইল গ্রামের বাসিন্দা লুৎফুন নাহার মারধরের ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ‘আমার ভাই আমিনুল ইসলামকে গত রাতে পুলিশ ধরে নিয়ে আসে। মাদকের মামলায় তাঁকে চালান দেয়। ভাইকে আদালতে পাঠানোর সময় থানা চত্বরে অপেক্ষমাণ থাকার সময় আমাকেও মারধর করা হয়। আমি বিচার চাই।’
ঘটনা সম্পর্কে জানতে চাওয়া হলে পুলিশ সদস্য মিজানুর রহমান বলেন, বিষয়টি নিয়ে ওসির সঙ্গে কথা বলেন।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান জানান, পুলিশ সদস্যের সঙ্গে ছাত্রদলের একজনের কথাকাটাকাটি হয়েছিল। মারধরের কোনো ঘটনা ঘটেনি। পরে মিটমাট করে দেওয়া হয়েছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ময়মনস হ ছ ত রদল ন ত ম রধর প ল শ সদস য র ছ ত রদল র র সদস য ম রধর র
এছাড়াও পড়ুন:
৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ শুরু
আগামী ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটকে এই সমাবেশ শুরু হয়।
সমাবেশে সভাপতিত্ব করছেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির নেতারা সমাবেশে বক্তব্য দেবেন। জামায়াতের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হচ্ছে।
জামায়াত সূত্র জানিয়েছে, সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হবে। মিছিলটি বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটক থেকে বের হয়ে পুরানা পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব ও মৎস্য ভবনের পাশ দিয়ে শাহবাগ পর্যন্ত যেতে পারে।
এর আগে গত ১৫ সেপ্টেম্বর জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন আল ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ৫ দফা দাবিতে তিনদিনের কর্মসূচি ঘোষণা করে দলটি।
জামায়াতের দাবিগুলো হলো- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা; আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা; ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
একই দাবিতে আগামীকাল ১৯ সেপ্টেম্বর দেশের সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল এবং ২৬ সেপ্টেম্বর দেশের সব জেলা বা উপজেলায় বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামী।