পুলিশ সদস্যের বিরুদ্ধে ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ
Published: 11th, March 2025 GMT
পুলিশ সদস্যের বিরুদ্ধে আসামির স্বজন ও ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানা চত্বরে এ ঘটনা ঘটে।
ঈশ্বরগঞ্জ পৌর ছাত্রদলের সদস্য সচিব রিদওয়ান আহমেদের ভাষ্য, তাদের এলাকা থেকে দু’জন আসামিকে ধরে থানায় নিয়ে যায় পুলিশ। আটক ব্যক্তিদের পরিবারের সদস্যদের অনুরোধে দুপুর সাড়ে ১২টার দিকে থানা চত্বরে গিয়ে কথা বলতে থাকেন তিনি। কিছুক্ষণ পর পুলিশ সদস্য মিজানুর রহমান গিয়ে তাদের বের হতে বলেন। এক পর্যায়ে পুলিশ সদস্য উচ্চবাচ্য শুরু করেন। এ সময় তিনি নিজেকে ছাত্রদলের সদস্য সচিব পরিচয় দিলে আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন ওই পুলিশ সদস্য।
ছাত্রদলের এই নেতা জানান, পুলিশ সদস্য থানার ভেতরে গিয়ে কয়েক মিনিটের মধ্যে আবার বাইরে বের হয়ে আসেন। এ সময় ওই পুলিশ সদস্য নিজের শরীরের পোশাক ছিঁড়ে বলতে থাকেন, ‘আমার পোশাক ছিঁড়লি কেন, গায়ে হাত তুললি কেন।’ ওই সময় থানা চত্বরে থাকা আসামির পরিবারের সদস্যদেরও মারধর করা হয়। পরে তাঁকে (ছাত্রদল নেতা) থানার ওসির কক্ষে নিয়ে যায়। পুরো ঘটনা ওসিকে জানিয়ে পুলিশ সদস্যের বিচার চান তিনি।
পরে উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলাম ভূঁইয়া থানায় গেলে ওসি অভিযুক্ত পুলিশ সদস্যের সুষ্ঠু বিচারের আশ্বাস দেন।
আসামির স্বজন শিমরাইল গ্রামের বাসিন্দা লুৎফুন নাহার মারধরের ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ‘আমার ভাই আমিনুল ইসলামকে গত রাতে পুলিশ ধরে নিয়ে আসে। মাদকের মামলায় তাঁকে চালান দেয়। ভাইকে আদালতে পাঠানোর সময় থানা চত্বরে অপেক্ষমাণ থাকার সময় আমাকেও মারধর করা হয়। আমি বিচার চাই।’
ঘটনা সম্পর্কে জানতে চাওয়া হলে পুলিশ সদস্য মিজানুর রহমান বলেন, বিষয়টি নিয়ে ওসির সঙ্গে কথা বলেন।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান জানান, পুলিশ সদস্যের সঙ্গে ছাত্রদলের একজনের কথাকাটাকাটি হয়েছিল। মারধরের কোনো ঘটনা ঘটেনি। পরে মিটমাট করে দেওয়া হয়েছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ময়মনস হ ছ ত রদল ন ত ম রধর প ল শ সদস য র ছ ত রদল র র সদস য ম রধর র
এছাড়াও পড়ুন:
দিনে ঢাকায় মিছিল, রাতে বাড়িতে ফিরতেই নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার
রাজধানীর উত্তরায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ময়মনসিংহ জেলা শাখার ব্যানারে মিছিলে অংশ নেওয়ার পর রাতে বাড়িতে ফিরতেই তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নূর হামীম রুশো (২০), ছাত্রলীগ কর্মী আলিফ জাহান ওরফে পার্থ (২০), মো. মারুফ মিয়া (২৫)। তাঁরা সবাই ঈশ্বরগঞ্জ পৌর শহরের বাসিন্দা।
আজ শনিবার বিকেলে গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে আদালতে পাঠানো হয়। এর আগে গতকাল শুক্রবার সকালে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের ব্যানারে ঢাকায় মিছিলে অংশ নিয়েছিলেন তাঁরা।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, বিশেষ অভিযান চালিয়ে ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা রাজধানীর উত্তরার মিছিলে অংশ নেওয়ার কথা স্বীকার করেন। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।