যশোরের বেনাপোলে দ্রুতগতির একটি মোটরসাইকেল ছিটকে খাদে পড়ে এক বিজিবি সদস্যের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা আরেক বিজিবি সদস্য। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে যশোরের বেনাপোল বন্দর থানার বারোপোতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিজিবির সদস্য হলেন মোজাম্মেল হক (২৮)। তাঁর বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার আলমপুর গ্রামে। তিনি খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীন পুটখালী সীমান্তচৌকিতে সেপাই পদে কর্মরত ছিলেন। আহত বিজিবি সদস্যের নাম দেলোয়ার হোসেন (৩৮)। তিনি পুটখালী সীমান্তচৌকিতে হাবিলদার পদে কর্তব্যরত। এ তথ্য নিশ্চিত করে বিজিবি পুটখালী সীমান্তচৌকির কোম্পানি কমান্ডার সুবেদার মুন্সি সলিমুল্লাহ বলেন, মোটরসাইকেল খাদে পড়ে সেপাই মোজাম্মেল হক মারা গেছেন। আহত হয়েছেন হাবিলদার দেলোয়ার হোসেন।

বিজিবি ও স্থানীয় কয়েক ব্যক্তি জানান, গতকাল সন্ধ্যায় পুটখালী বিজিবি সীমান্তচৌকি থেকে মোটরসাইকেলে চড়ে সেপাই মোজাম্মেল হক এবং সুবেদার দেলোয়ার হোসেন বারোপোতা বাজারের দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেল চালাচ্ছিলেন মোজাম্মেল হক। মোটরসাইকেলটি সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বারোপোতা বাজার এলাকায় মসজিদ বাড়ি বিজিবি পোস্টের কাছে নিয়ন্ত্রণ হারায় এবং ছিটকে পাশের খাদে গিয়ে পড়ে। মোটরসাইকেলের দুই আরোহী মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় মারাত্মকভাবে আঘাত পান।

স্থানীয় লোকজন ও বিজিবির সদস্যরা ওই দুজনকে উদ্ধার করে রাত সাড়ে আটটার দিকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোজাম্মেল হককে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত দেলোয়ার হোসেনকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করা হয়। রাতেই তাঁকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

বেনাপোল বন্দর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল মিয়া বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ম জ ম ম ল হক সদস য

এছাড়াও পড়ুন:

শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দিলো ফেডারেল ইন্স্যুরেন্স

পুঁজিবাজারের বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি ফেডারেল ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পর্ষদের ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের প্রেরণ করা হয়েছে। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ বিতরণ করেছে কোম্পানিটি।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ফেডারেল ইন্স্যুরেন্স লিমিটেডের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।

কোম্পানির ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ১ টাকা নগদ লভ্যাংশ পায়েছেন শেয়ারহোল্ডারা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে তা অনুমোদন করা হয়।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ