সাতক্ষীরার কলারোয়ায় শারীরিক ও বাকপ্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইব্রাহিম গাজী (২১) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

আজ বুধবার সকাল ১০টার দিকে কলারোয়া পৌরসভাধীন গোপীনাথপুর যুগীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

কলারোয়া থানা সূত্র জানিয়েছে, ধর্ষণের শিকার শিশুর বয়স ১২ বছর। কয়েক বছর আগে তার বাবা মারা যান। তার মায়ের অন্যত্র বিয়ে হওয়ায় বর্তমান স্বামী নিয়ে সেখানে বসবাস করে। ফলে ওই শিশু তার নানা বাড়ি গোপীনাথপুরে থাকে। অভিযুক্ত ইব্রাহিম গাজীর বাড়ি ও ভুক্তভোগী শিশুর নানার বাড়ি পাশাপাশি।

অভিযোগ সূত্রে পুলিশ জানায়, বুধবার সকাল ১০টার দিকে অভিযুক্তের বাড়িতে কেউ না থাকায় ওই শিশুকে কৌশলে তার বাড়িতে ডেকে নিয়ে অভিযুক্ত যুবক ইব্রাহিম গাজী বসতঘরের পশ্চিমপাশে বারান্দার কক্ষের মধ্যে শিশুকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি শিশুটির নানীসহ আশেপাশের লোকজন জানতে পেরে ইব্রাহিমকে আটক করে পুলিশকে অবগত করে। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে জনতার হাতে আটক যুবককে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সামসুল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী শিশুকে কোর্টের মাধ্যমে সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে বলেও ওসি জানান।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: কল র য়

এছাড়াও পড়ুন:

তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।

বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।

উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।

ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।

এএএম//

সম্পর্কিত নিবন্ধ