আশুলিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে কেরানীগঞ্জে তরুণ গ্রেপ্তার
Published: 12th, March 2025 GMT
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় ৮ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বুধবার সকাল সকাল আটটার দিকে কেরানীগঞ্জের বনগ্রাম এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
অভিযুক্ত তরুণ ভোলার নবীনগর এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, আশুলিয়ার একটি ভাড়া বাসায় শিশুটিকে নিয়ে বসবাস করেন তাঁর মা-বাবা। তাঁরা আশুলিয়ার পৃথক প্রতিষ্ঠানে চাকরি করেন। আর শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী। গত ২৮ ফেব্রুয়ারি ওই বাসায় বেড়াতে আসেন অভিযুক্ত তরুণ। গত সোমবার শিশুটিকে ওই তরুণের সঙ্গে বাসায় রেখে কাজে যান ওই দম্পতি। সকাল আটটার দিকে ওই তরুণের বাবা মুঠোফোনে শিশুটির বাবাকে জানান, অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা ওই বাসার পাশে আটকে রেখেছেন অভিযুক্ত তরুণকে। বিষয়টি জানতে পেরে বাসায় যান শিশুটির বাবা। বাসায় পৌঁছে দেখেন, শিশুটি পাশের একটি কক্ষে কান্নাকাটি করছে। পরে শিশুটি ও আশপাশের লোকজন জানান, সকাল সাতটার দিকে শিশুটিকে ধর্ষণের পর অভিযুক্ত তরুণ পালিয়ে গেছেন।
এ ঘটনার পর গতকাল মঙ্গলবার দুপুরে আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ওই তরুণকে আসামি করে মামলা করেন শিশুটির বাবা। পরে তরুণকে কেরানীগঞ্জ থানার বনগ্রাম এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব-৪, সিপিসি-২ ও র্যাব-১০–এর সদস্যরা।
গ্রেপ্তারের পর ওই তরুণকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাব-৪, সিপিসি-২–এর কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ। তিনি বলেন, মামলার ২৪ ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: গ র প ত র কর
এছাড়াও পড়ুন:
গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার
জিএসটি গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হবে। এদিন বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২১ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নেওয়ার সার্বিক প্রস্তুতি শেষ হয়েছে।
নির্বিঘ্ন, সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।
‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৭২ হাজার ৬২ জন পরীক্ষার্থী আবেদন করে। গত ২৫ এপ্রিল ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ২৮ এপ্রিল ফলাফল প্রকাশিত হয়। আগামী ৯ মে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।