বান্দরবানের রোয়াংছড়িতে খিয়াং সম্প্রদায়ের ১৭ বছর বয়সী মানসিক ভারসাম্যহীন এক কিশোরী ধর্ষণের মামলায় মো. জামাল হোসেন (২৬) নামে এক শ্রমিককে গ্রেপ্তার করেছে রোয়াংছড়ি থানার পুলিশ। 

বৃহস্পতিবার (১৩ মার্চ) রোয়াংছড়ি থানায় ভুক্তভোগী কিশোরীর ভাই বাদী হয়ে মো. জামাল হোসেনের নামে মামলা দায়ের করেন।

অভিযুক্ত মো. জামাল হোসেন পটুয়াখালী জেলার মৃত নজরুল ইসলামের ছেলে। জামাল হোসেন দীর্ঘদিন ধরে বান্দরবান আর্মি পাড়ায় বসবাস করে আসছেন। তিনি রোয়াংছড়ি-রুমা সড়ক সংস্কার কাজে নিয়োজিত শ্রমিক হিসেবে কর্মরত রয়েছেন। 

মামলার এজাহারে সূত্রে জানা যায়, রোয়াংছড়ি সদর ইউপির ৬নং ওয়ার্ডের খামতাং পাড়ার মানসিক ভারসাম্যহীন কিশোরী সবসময় পাড়ার আশেপাশে ঘোরাঘুরি করে। গত সোমবার (১০) মার্চ সন্ধ্যায় সড়ক সংস্কার কাজে নিয়োজিত শ্রমিক মো.

জামাল হোসেন পাড়ার সাকিনের শ্বশান ঘাটের সামনে এলাকায় একা পেয়ে মেয়েটিকে টেনেহিঁচড়ে জঙ্গলে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। 

এ ঘটনা পাড়ায় জানাজানি হলে অভিযুক্ত জামাল হোসেনকে রাতভর খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। পরদিন মঙ্গলবার সকালে রাস্তার কাজে নিয়জিত অন্য শ্রমিকরা তাকে আটক করে পাড়াবাসীর কাছে তুলে দেন। পাড়াবাসী অভিযুক্ত জামাল হোসেনকে একটি স্কুলে আটকে রেখে রোয়াংছড়ি থানার পুলিশের কাছে সোপর্দ করেন। 

ভুক্তভোগীর ভাই জানান, বাবার মৃত্যুর পর তার বোন মানসিকভাবে আরো বেশি ভারসাম্যহীন হয়ে পড়ে। এরপর থেকে পাড়ার আশেপাশে ঘোরাঘুরি করে। ধর্ষক জামাল হোসেনের সর্বোচ্চ শাস্তি চান তিনি।

রোয়াংছড়ি থানার উপপরিদর্শক (এসআই) মো. আশেকুল ইসলাম বলেন, “মানসিক ভারসাম্যহীন কিশোরীর ধর্ষণের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ধর্ষণের ঘটনার পরের দিন অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করে জেলা কারাগারে পাঠিয়ে দিয়েছি।”

ঢাকা/চাইমং/এস

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

রাজধানীর শাহজাহানপুরে মিনিবাসচাপায় নারী নিহত, চালক আটক

রাজধানীর শাহজাহানপুরে মিনিবাসের চাপায় এক পথচারী নারী নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে আটটার দিকে শাহজাহানপুর কবরস্থানের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটি জব্দ করেছে পুলিশ। চালককেও আটক করা হয়েছে।

নিহত ওই নারীর পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ৫৫ বছর। পরনে ছিল প্রিন্টের শাড়ি।

স্থানীয় লোকজন আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে প্রথমে ইসলামিয়া হাসপাতালে নেন। পরে রাত পৌনে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

উদ্ধারকারী আদনান অনিক বলেন, আমান গ্রাফিকস অ্যান্ড ডিজাইন লিমিটেডের একটি স্টাফ বাস হেমায়েতপুর থেকে বৌদ্ধমন্দিরের দিকে যাচ্ছিল। শাহজাহানপুর কবরস্থানের সামনে রাস্তা পার হওয়ার সময় ওই নারীকে ধাক্কা দেয় বাসটি। এতে তিনি ছিটকে পড়ে মাথায় আঘাত পান এবং বাসের নিচে চাপা পড়েন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক প্রথম আলোকে বলেন, নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ