বান্দরবানে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় গ্রেপ্তার ১
Published: 13th, March 2025 GMT
বান্দরবানের রোয়াংছড়িতে খিয়াং সম্প্রদায়ের ১৭ বছর বয়সী মানসিক ভারসাম্যহীন এক কিশোরী ধর্ষণের মামলায় মো. জামাল হোসেন (২৬) নামে এক শ্রমিককে গ্রেপ্তার করেছে রোয়াংছড়ি থানার পুলিশ।   
বৃহস্পতিবার (১৩ মার্চ) রোয়াংছড়ি থানায় ভুক্তভোগী কিশোরীর ভাই বাদী হয়ে মো. জামাল হোসেনের নামে মামলা দায়ের করেন।
অভিযুক্ত মো. জামাল হোসেন পটুয়াখালী জেলার মৃত নজরুল ইসলামের ছেলে। জামাল হোসেন দীর্ঘদিন ধরে বান্দরবান আর্মি পাড়ায় বসবাস করে আসছেন। তিনি রোয়াংছড়ি-রুমা সড়ক সংস্কার কাজে নিয়োজিত শ্রমিক হিসেবে কর্মরত রয়েছেন।
মামলার এজাহারে সূত্রে জানা যায়, রোয়াংছড়ি সদর ইউপির ৬নং ওয়ার্ডের খামতাং পাড়ার মানসিক ভারসাম্যহীন কিশোরী সবসময় পাড়ার আশেপাশে ঘোরাঘুরি করে। গত সোমবার (১০) মার্চ সন্ধ্যায় সড়ক সংস্কার কাজে নিয়োজিত শ্রমিক মো.                
      
				
এ ঘটনা পাড়ায় জানাজানি হলে অভিযুক্ত জামাল হোসেনকে রাতভর খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। পরদিন মঙ্গলবার সকালে রাস্তার কাজে নিয়জিত অন্য শ্রমিকরা তাকে আটক করে পাড়াবাসীর কাছে তুলে দেন। পাড়াবাসী অভিযুক্ত জামাল হোসেনকে একটি স্কুলে আটকে রেখে রোয়াংছড়ি থানার পুলিশের কাছে সোপর্দ করেন।
ভুক্তভোগীর ভাই জানান, বাবার মৃত্যুর পর তার বোন মানসিকভাবে আরো বেশি ভারসাম্যহীন হয়ে পড়ে। এরপর থেকে পাড়ার আশেপাশে ঘোরাঘুরি করে। ধর্ষক জামাল হোসেনের সর্বোচ্চ শাস্তি চান তিনি।
রোয়াংছড়ি থানার উপপরিদর্শক (এসআই) মো. আশেকুল ইসলাম বলেন, “মানসিক ভারসাম্যহীন কিশোরীর ধর্ষণের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ধর্ষণের ঘটনার পরের দিন অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করে জেলা কারাগারে পাঠিয়ে দিয়েছি।”
ঢাকা/চাইমং/এস
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি
অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।
গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।