‘কিংস পার্টি’ এত টাকা কোথায় পায়, প্রশ্ন বুলুর
Published: 13th, March 2025 GMT
বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেন, ‘‘কিংস পার্টি কোথায় থেকে এত টাকা পায়? এই পার্টি করার জন্য তারা কোটি কোটি টাকা কোথায় থেকে পায়। তারা কয় দিন আগে টিউশনি করছেন, কলেজের হলে ছিলেন, হঠাৎ করেই তারা রাজকীয় অবস্থায় কোটি কোটি টাকার গাড়িতে চলেন, এত টাকা কোথায় থেকে আসল?’’  
ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পটভূটিতে দেশে সৃষ্টি হওয়া নতুন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতি ইঙ্গিত করে তিনি এ সব কথা বলেন।
বরকত উল্লাহ বুলু বলেন, ‘‘বর্তমানে কিংস পার্টি জেলা অফিস, এসপি অফিসসহ প্রশাসনের বিভিন্ন জায়গায় বসে তদবির ও চাঁদাবাজি করে কাজ নিচ্ছেন, তাই তাদের নাম আসছে না।’’
আরো পড়ুন:
দেশ ফ্যাসিস্টমুক্ত হলেও জনপ্রত্যাশা পূরণ হয়নি: আমান
রাজশাহীতে নেতাকে বরণ করা নিয়ে সংঘর্ষ, বিএনপি কর্মীর মৃত্যু
আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে দলের বিভাগীয় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।
এ সময় বিএনপির এ সিনিয়র নেতা বলেন, ‘‘বিএনপির বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা হচ্ছে। যারা লুটপাট করছে, তাদের কথা আসছে না। শেখ হাসিনাকে ক্ষমতা রাখার জন্য যে সকল শিল্পপতিরা অপচেষ্টা চালিয়েছেন, তাদের নাম আসছে না। কোনো মিডিয়া হাউসেই তাদের নাম আসছে না।’’
বরকত উল্লাহ বুলু বলেন, ‘‘জামায়াতে ইসলাম করলে বেহেস্তে চলে যাবেন, এই কথাগুলোতো আসছে। শুধু বিএনপির দোষ খুঁজে বেড়াচ্ছেন। বিএনপি ১৭ বছর আন্দোলন সংগ্রাম করেছে। ২০ হাজার লোক মারা গিয়েছে। ২ হাজার নেতাকর্মী গুম হয়েছে। ৬৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। বাড়িঘরে থাকতে পারে নাই। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, আমাদের মধ্যে যদি কোনো দোষত্রুটি থাকে, অন্যায় অপরাধ করে থাকে; তাদের চিহ্নিত করে দল থেকে বহিষ্কার করা হবে।’’
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়ার সঞ্চালনায় কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে কুমিল্লা দক্ষিণ জেলা, মহানগর, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।
   
ঢাকা/রুবেল/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ ব এনপ র ন ত কর
এছাড়াও পড়ুন:
আবু জাফর আহমেদ বাবুলের পক্ষে লিফলেট বিতরণ করেন মো. বরকতুল্লাহ
সোমবার সকাল ১০ টা থেকে নারায়নগঞ্জের রিভার ভিউ, ফারাজানা টাওয়ার, হাবিব কমপ্লেক্স, বাস ষ্ট্যান্ড, রেল স্টেশনে স্থানীয় নেতাদের নিয়ে ১২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বরকতুল্লাহ, যুবদল নেতা মো.আসলাম মিয়া, হাজী আরিফ, মো. শহীদ এর নেতৃত্বে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক আবু জাফর আহমেদ বাবুলের পক্ষে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করেন এবং সালাম পৌঁছে দেন।
এসময় মার্কেট ব্যবসায়ীগণ বলেন, বাবুল ভাই সৎ লোক ভালো লোক, একজন ভালো ব্যবসায়ী, সবার সাথে মিশতে পারে। বিগত সরকারের আমলে উনি অনেক নির্যাতনের শিকার হয়েছেন। আমাদের দৃঢ় বিশ্বাস আবু জাফর আহমেদ বাবুল ভাই মনোনয়ন পাবেন এবং উনি মনোনয়ন পেলে নারায়ণগঞ্জ-৫ আসনের উন্নয়ন হবে।
নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস স্ট্যান্ড মসজিদের ইমাম বলেন, আমি আবু জাফর আহমেদ বাবুল সাহেবের পক্ষে অনেক আগে থেকেই প্রচারণা শুরু করেছি, আল্লাহ তাহাকে কবুল করুক, আশা করি তিনি অবশ্যই সফল হবেন।