পাকিস্তানে ট্রেন ছিনতাইয়ের ঘটনার সাথে সম্পর্কিত ফোন কলগুলো আফগানিস্তান থেকে এসেছিল। বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার ৪৪০ জন যাত্রী নিয়ে কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস ট্রেনটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। ট্রেনটিতে বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। তারা ট্রেনে গুলি চালায় এবং যাত্রীদের জিম্মি করে, যার ফলে নিরাপত্তা বাহিনী দুই দিন ধরে অভিযান শুরু করে। বুধবার রাতে অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়। বুধবার সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী নিশ্চিত করেছেন যে অভিযান শেষ হয়েছে, হামলাস্থলে উপস্থিত ৩৩ জন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। ছিনতাইয়ের ঘটনায় ২১ জন যাত্রী এবং চারজন ফ্রন্টিয়ার কর্পস সদস্য প্রাণ হারিয়েছেন।

বৃহস্পতিবার সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র শাফকাত আলী খানের কাছে জানতে চাওয়া হয়েছিল, পাকিস্তানে সন্ত্রাসী হামলায় জড়িত থাকার বিষয়ে ভারত থেকে আফগানিস্তানের দিকে পাকিস্তানের অবস্থান কি পরিবর্তিত হয়েছে?

জবাবে তিনি বলেন, “আমাদের নীতিতে কোনো পরিবর্তন হয়নি। এবং আবারও বলছি, ঘটনাগুলো পরিবর্তিত হয়নি। ভারত পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদদ দিচ্ছে। আমি যা বলছিলাম তা হল, এই বিশেষ ঘটনায়, আমাদের কাছে আফগানিস্তানে কল ট্র্যাক করার প্রমাণ রয়েছে। আমি এটাই বলেছি।”

তিনি জানান, পাকিস্তান সন্ত্রাসবাদের শিকার। দেশের বাইরে শক্তিগুলো এর পরিকল্পনা, সংগঠন এবং পৃষ্ঠপোষকতা করেছে।

শাফকাত আলী বলেন, “দুর্ভাগ্যবশত, আমাদের অঞ্চলে শান্তির বিরুদ্ধে অনেক শক্তি রয়েছে যারা সন্ত্রাসবাদ দমন এবং একটি শান্তিপূর্ণ অঞ্চল গড়ে তোলার ক্ষেত্রে পাকিস্তানের অভূতপূর্ব এবং আন্তরিক প্রচেষ্টার সুফল দেখতে চায় না।”

তিনি জানান, জাফর এক্সপ্রেসের উপর সন্ত্রাসী হামলাটিও ‘বিদেশ থেকে পরিচালিত সন্ত্রাসী চক্রের নেতাদের পরিকল্পিত এবং পরিচালিত’ ছিল।
 

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আফগ ন স ত ন

এছাড়াও পড়ুন:

মুন্সীগঞ্জে ড্রেনের ভেতরে মিলল ২৩টি ককটেল, আটক ১

মুন্সীগঞ্জে ড্রেনের ভেতর তিনটি প্লাস্টিকের বালতিতে লুকিয়ে রাখা ২৩টি ককটেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় ঘটনাস্থলের পাশে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানের বোনের বাড়িতে তল্লাশি চালিয়ে ককটেল তৈরির সরঞ্জাম জব্দ করে তারা। পাশাপাশি মোহাম্মদ হাসান নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

রবিবার (২ অক্টোবর) বিকেলে মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার ড্রেন থেকে ককটেলগুলো উদ্ধার হয়। মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

অভয়নগরে দুই ব্যবসা প্রতিষ্ঠানে ককটেল হামলা, আহত ৩

দিনাজপুরে পুকুর পাড় থেকে গ্রেনেড উদ্ধার 

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য ড্রেনের ঢাকনা খোলেন স্থানীয়রা। এ সময় তারা প্লাস্টিকের বালতিতে তুষ দিয়ে ঢেকে রাখা অবস্থায় কিছু বস্তু দেখতে পান। পাশাপাশি তিনটি ড্রেনের ঢাকনা খুলে তারা একই চিত্র দেখেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ড্রেনের ভেতর থেকে তিনটি বালতিতে রাখা ২৩টি তাজা ককটেল উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সন্দেহে হাসানকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

আটক হাসান মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিপন হোসেন পাটোয়ারীর ভাগ্নি জামাই বলে জানিয়েছে পুলিশ।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ককটেলগুলো উদ্ধার করে। এ সময় মোল্লাকান্দি ইউপি চেয়ারম্যান রিপন পাটোয়ারির বোন সেলিনা বেগমের বাড়িতে তল্লাশি চালিয়ে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত সন্দেহে হাসান নামে একজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঢাকা/রতন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ