পাকিস্তানে ট্রেন ছিনতাইয়ের ঘটনার সাথে সম্পর্কিত ফোন কলগুলো আফগানিস্তান থেকে এসেছিল। বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার ৪৪০ জন যাত্রী নিয়ে কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস ট্রেনটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। ট্রেনটিতে বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। তারা ট্রেনে গুলি চালায় এবং যাত্রীদের জিম্মি করে, যার ফলে নিরাপত্তা বাহিনী দুই দিন ধরে অভিযান শুরু করে। বুধবার রাতে অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়। বুধবার সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী নিশ্চিত করেছেন যে অভিযান শেষ হয়েছে, হামলাস্থলে উপস্থিত ৩৩ জন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। ছিনতাইয়ের ঘটনায় ২১ জন যাত্রী এবং চারজন ফ্রন্টিয়ার কর্পস সদস্য প্রাণ হারিয়েছেন।

বৃহস্পতিবার সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র শাফকাত আলী খানের কাছে জানতে চাওয়া হয়েছিল, পাকিস্তানে সন্ত্রাসী হামলায় জড়িত থাকার বিষয়ে ভারত থেকে আফগানিস্তানের দিকে পাকিস্তানের অবস্থান কি পরিবর্তিত হয়েছে?

জবাবে তিনি বলেন, “আমাদের নীতিতে কোনো পরিবর্তন হয়নি। এবং আবারও বলছি, ঘটনাগুলো পরিবর্তিত হয়নি। ভারত পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদদ দিচ্ছে। আমি যা বলছিলাম তা হল, এই বিশেষ ঘটনায়, আমাদের কাছে আফগানিস্তানে কল ট্র্যাক করার প্রমাণ রয়েছে। আমি এটাই বলেছি।”

তিনি জানান, পাকিস্তান সন্ত্রাসবাদের শিকার। দেশের বাইরে শক্তিগুলো এর পরিকল্পনা, সংগঠন এবং পৃষ্ঠপোষকতা করেছে।

শাফকাত আলী বলেন, “দুর্ভাগ্যবশত, আমাদের অঞ্চলে শান্তির বিরুদ্ধে অনেক শক্তি রয়েছে যারা সন্ত্রাসবাদ দমন এবং একটি শান্তিপূর্ণ অঞ্চল গড়ে তোলার ক্ষেত্রে পাকিস্তানের অভূতপূর্ব এবং আন্তরিক প্রচেষ্টার সুফল দেখতে চায় না।”

তিনি জানান, জাফর এক্সপ্রেসের উপর সন্ত্রাসী হামলাটিও ‘বিদেশ থেকে পরিচালিত সন্ত্রাসী চক্রের নেতাদের পরিকল্পিত এবং পরিচালিত’ ছিল।
 

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আফগ ন স ত ন

এছাড়াও পড়ুন:

বৃষ্টিতে ভিজতে গিয়ে ছাদ থেকে পড়ে মাইলস্টোন ছাত্রীর মৃত্যু

রাজধানীর আফতাবনগর এলাকায় বাসার ছাদ থেকে পড়ে মাইলস্টোন স্কুলের নবম শ্রেণির ছাত্রী তানহা (১৪) মারা গেছে। গতকাল বুধবার বিকেলে বৃষ্টিতে ভিজতে ছাদে উঠেছিল সে।  

তানহার বোন তাবাসসুম বলেন, বৃষ্টিতে ভেজার সময় হঠাৎ ছাদ থেকে পড়ে যায় তানহা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তানহা পাবনা সদর উপজেলার আব্দুস সালামের মেয়ে। আফতাবনগর পাসপোর্ট অফিসের পাশে পরিবারের সঙ্গে থাকত সে।

এদিকে একই দিন দুপুরে গুলিস্তান মহানগর নাট্যমঞ্চ পার্কের পুকুরে গোসল করতে নেমে ডুবে মারা যায় ইয়াসিন ওরফে নিরব (১৫)। তার বন্ধু জুবায়ের আহমেদ জানায়, দুপুর আড়াইটার দিকে কয়েকজনের সঙ্গে গোসল করতে নামে নিবর। এ সময় পানিতে ডুবে গেলে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সে সৈয়দপুরের মৃত এনায়েত হোসেনের ছেলে। গুলিস্তানে ফুটপাতে সে ঘড়ি বিক্রি করত।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, দু’জনের লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুই ঘটনায় আলাদা থানায় অপমৃত্যুর মামলা হবে।

সম্পর্কিত নিবন্ধ