২ / ৯চলছে ঝালাইয়ের কাজ
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
দেখা না দিয়ে ক্ষমা চাইলেন শাহরুখ
গতকাল ছিল বলিউড বাদশা শাহরুখ খানের জন্মদিন। বরাবরের মতো গতকালও এ তারকার বাড়ি মান্নাতের সামনে হাজার হাজার ভক্ত অনুরাগী ভিড় করেছিলেন। প্রিয় তারকাকে একঝলক দেখার জন্য কয়েক শ কিলোমিটার পথ পাড়ি দিয়ে মুম্বাই ছুটে গেলেও দেখা মেলেনি শাহরুখের। কেন দেখা করলেন না—ক্ষমা চেয়ে কারণ ব্যাখ্যা করলেন শাহরুখ।
মাইক্রোব্লগিং সাইট এক্স একটি পোস্ট দিয়েছেন শাহরুখ খান। তাতে এ অভিনেতা বলেন, “আমার প্রিয় মানুষেরা আমার জন্য অপেক্ষা করেছেন। কিন্তু কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী, আমি বাইরে বেরিয়ে দেখা করতে পারিনি।”
আরো পড়ুন:
মধ্যরাতে শাহরুখের বাড়ির সামনে ভক্তদের ভিড়
শাহরুখের ব্যাপারে সাবধান করলেন জুহি চাওলা
ক্ষমা চেয়ে শাহরুখ খান লেখেন, “আমি আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। আমাকে জানানো হয়েছে যে, ভিড় নিয়ন্ত্রণের সমস্যা, সকলের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত। পরিস্থিতি বোঝার জন্য আপনাদের ধন্যবাদ। বিশ্বাস করুন, আমি আপনাদের চেয়েও বেশি মিস করব। আপনাদের সঙ্গে দেখা করে ভালোবাসা ভাগ করে নেওয়ার অপেক্ষায় ছিলাম। আপনাদের সকলকে ভালোবাসি।”
শাহরুখ খানের এ পোস্টে অসংখ্য মন্তব্য জমা পড়েছে। তাতে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। চন্দ্র শেখর লেখেন, “গতকাল রাতে মুম্বাইয়ের রাস্তা আপনাকে মিস করেছে। কিন্তু হৃদয়টা ভরা ছিল।” আরেকজন লেখেন, “আপনার ও সবার নিরাত্তা আগে। আমরা বিষয়টি উপলদ্ধি করতে পেরেছি।” অন্যজন লেখেন, “নিরাপত্তা আগে, আপনি নিরাপদে থাকুন।” এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে কমেন্ট বক্সে।
শাহরুখ খান এখন তার বিলাসবহুল মান্নাতে বসবাস করেন না। গত মার্চের দিকে মান্নাত থেকে ৩ কিলোমিটার দূরে অভিজাত একটি অ্যাপার্টমেন্ট ভাড়া নেন; সেখানেই বসবাস করছেন। কারণ মান্নাতে সংস্কার কাজ চলছে। সংস্কার কাজ শেষ হতে দুই বছর সময় লাগবে বলে জানা গেছে।
ঢাকা/শান্ত